কেরানীগঞ্জে রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে দোকান ভাংচুর,থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক । ০১ জানুয়ারি ২০২৫

কেরানীগঞ্জে রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে দোকান ভাংচুর,থানায় অভিযোগ

ঢাকার কেরানীগঞ্জে আটি বাজারে দোকান সংস্কার কে কেন্দ্র করে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। অভিযুক্ত ব্যক্তি বিএনপির ওয়ার্ড সভাপতি ছিলেন। বর্তমানে তিনি বিএনপির কোন পদে আছে বলে জানা যায়নি।

এবিষয়ে থানায় একটি অভিযোগ করেছেন দোকানের মালিক ।

খোজ নিয়ে জানা যায়, বাক্কে বেপারী ও তার পরিবার অত্যন্ত সুনামের সাথে আটি বাজারে যুগ যুগ ধরে ব্যবসা করে আসছে। দীর্ঘদিন দোকানটি ভংগুর অবস্থা থাকায় দোকান সংস্কারের কাজ শুরু করেন।

অভিযোগে বলা হয় গত ২৯ ডিসেম্বর রবিবার ঐ এলাকার মারুফ হোসেন মুন্না ও তার শশুড় বাবুল মেম্বার এর নেতৃত্বে সন্ত্রাসীদের নিয়ে দোকানে হামলা ও ভাংচুর চালায়।


অভিযোগকারী বলেন- ইতিপূর্বে একাধিক মামলায় হয়রানির চেষ্টা করলেও, কোনো মামলাতেই তারা জিততে পারেনি। আইনি প্রক্রিয়ায় কোনোভাবেই কিছু করতে না পেরে এখন জোর দখলের চেষ্টা করছে। আমাদের সম্মান নষ্ট করার উদ্দেশ্যে মিথ্যা ও বানোয়াট কথা বলে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে।

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ছত্র-ছায়ায় আটি বাজার এলাকায় বাবুল মেম্বার গং এর দৌরাত্ন্য বৃদ্ধি পেয়েছে। জুলুম, অত্যাচার, জমি দখলসহ তার বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ রয়েছে। তার যন্ত্রণায় এলাকাবাসী অতিষ্ট হয়ে উঠেছে বলে স্থানীয়দের অভিযোগ।