বিনোদন


শিল্পী সমিতির সদস্যপদ ফিরে পেলেন জায়েদ খান

শিল্পী সমিতির সদস্যপদ ফিরে পেলেন জায়েদ খান

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে বিতর্ক যেন থামছেই না। শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন হয় গত ১৯ এপ্রিল। জয়ী হয় মিশা-ডিপজল প্যানেল। নির্বাচনের প্রায় মাস খানেক পর কমিটির বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ। রিটে নতুন নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞাও চাওয়া হয়।গত বৃহস্পতিবার কমিটির সহ-সভাপতি ডিএ তায়েব সাংবাদিক সম্মেলনে বলেন, 'নিপুণের মন্তব্য সত্যিই হতাশাজনক। তিনি শুধু ডিপজলকেই ছোট করেননি বরং সমগ্র চলচ্চিত্র শিল্পীদের হেয় করেছেন। আমরা তার এমন মন্তব্যের জন্য নোটিশ দেবো। যথাযথ উত্তর না পেলে তার সদস্যপদ বাতিল করা হবে।'তবে নিপুণ সাধারণ সম্পাদক থাকাকালে বাদ পড়া জায়েদ খানের সদস্যপদ ফিরিয়ে দিয়েছে বর্তমান নতুন কমিটি। বিষয়টি নিয়ে ডিএ তায়েব আরও বলেন, 'জায়েদ খান চিঠিতে যথাযথ ব্যাখ্যা দেওয়ায় আমরা তা খতিয়ে দেখে সত্যতা পেয়ে তার সদস্যপদ ফিরিয়ে দিয়েছি।'

নিজস্ব প্রতিবেদক । ১৮ মে ২০২৪


অফার পেয়েছি, কাজ করব: জেফার

অফার পেয়েছি, কাজ করব: জেফার

চাঁদরাতে মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর ওয়েব ফিল্ম ‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’। চরকি অরিজিনাল ফিল্মে অভিনয় করে সাড়া ফেলেছেন জেফার রহমান ও চঞ্চল চৌধুরী। মনোগামী নিয়ে চলছে আলোচনা-সমালোচনাও। অভিষেক কাজে এমন সাড়া মেলায় খুশি গায়িকা থেকে নায়িকা বনে যাওয়া জেফার। বেসরকারি চ্যানেল দেশ টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন বর্তমান ও ভবিষ্যৎ-পরিকল্পনার কথা। জেফার বলেন, মনোগামীর অনেক আগে থেকেই অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু করা হয়ে ওঠেনি। শেষ পর্যন্ত সেটা বাস্তবে ঘটায় মোস্তফা সরয়ার ফারুকী ভাই।জেফার আরও বলেন, ‘সত্যি কথা বলতে কি, আমার ফ্যামিলি থেকে শুরু করে বাইরের মানুষ—সবাই খুবই প্রশংসা করছে। এটা অবশ্যই ভালো লাগছে, যেহেতু আমি অভিনেত্রী না। এটা আমার প্রথম কাজ এবং সেটাতে যখন ভালো প্রশংসা পাচ্ছি, তখন আমার আরও ইচ্ছা করছে, আরও অভিনয় করতে চাই।যেহেতু নার্ভাস ছিলাম, মানুষ কী বলবে? খারাপ হবে নাকি? কিন্তু এখন যখন সবাই বলছে, “না, তোমাকে দেখে মনেই হয়নি তুমি অভিনয় করেছ এই প্রথমবার।” অবশ্যই সেটা আমার খুব ভালো লাগছে।’সংগীতশিল্পীর মতে, ‘আমি একজন সংগীতশিল্পী। আমাকে মানুষের সংগীতশিল্পী হিসেবেই চিনতে হবে। সেই জায়গায় আমি সফল। আমাকে সংগীতশিল্পী হিসেবেই প্রথমে মানুষ চেনে। এখন অভিনয়, এটা একটি নতুন ফিল্ড। মিউজিকের মতোই এখানেও আমি কাজ করতে চাই। নতুন অফার পেয়েছি। কিন্তু নিয়মিত কাজ করব না। আমি অনেক বেছে বেছে কাজ করব। কোনো চরিত্র যখন চ্যালেঞ্জিং মনে হবে, ঠিক তখনই আমি সেই কাজটা করব।’

নিজস্ব প্রতিবেদক । ২৩ এপ্রিল ২০২৪


চলচ্চিত্র শিল্পী সমিতিতে নতুন মুখ, হারলেন নিপুণ

চলচ্চিত্র শিল্পী সমিতিতে নতুন মুখ, হারলেন নিপুণ

আবারও চমক! এবার পর্দার খলনায়কদের কাছে হারলেন নায়ক, নায়িকা। চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক ডিপজল। গতকাল শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনের ভোট হয়। ভোট গণনা শেষে আজ শনিবার সকালে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ৫৭০ ভোটের মধ্যে ভোট পড়েছে ৪৭৫টি। বৈধ ব্যালট ৪৩৪টি। বাতিল ব্যালট ৪১টি।জানা গেছে, ২৬৫ ভোট পেয়ে এ মেয়াদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অভিনেতা এবং দুই মেয়াদের সভাপতি মিশা সওদাগর। মাহমুদ কলি ১৭০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।২২৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তাঁর কাছে পরাজিত হয়েছেন নিপুণ আক্তার। তিনি পেয়েছেন ২০৯ ভোট। সহসভাপতি পদে জয়ী হয়েছেন মাসুম পারভেজ রুবেল ও ডি এ তায়েব। রুবেল পেয়েছেন ২৩১ ভোট, ডি এ তায়েব ২৩৪ ভোট।এ ছাড়া সহসাধারণ সম্পাদক আরমান ২৩৭, সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী ২৫৫, আন্তর্জাতিক–বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো ২৯৬, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর ২৪৫, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন হাসান ইমন ২৩৫ ও কোষাধ্যক্ষ পদে কমল ২৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।এবার কার্যনির্বাহী সদস্য পদে মিশা-ডিপজল পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন ৯ জন। এর মধ্যে সুচরিতা ২২৮, রোজিনা ২৪৩, আলীরাজ ২৩৯, সুব্রত ২১৮, দিলারা ইয়াসমিন ২১৮, শাহনূর ২৪৫, নানা শাহ ২১০, রত্না কবির ২৬৩ ও চুন্নু ২৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কলি-নিপুণ পরিষদ থেকে রিয়ানা পারভিন পলি ২২০ ও সনি রহমান ২৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।বিজয়ী হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডিপজল বলেন, ‘আমরা সবাই এক। সবাই একসঙ্গে কাজ করব।’

নিজস্ব প্রতিবেদক । ২০ এপ্রিল ২০২৪


মারা গেছেন দর্শকনন্দিত কণ্ঠশিল্পী খালিদ

মারা গেছেন দর্শকনন্দিত কণ্ঠশিল্পী খালিদ

মারা গেছেন দর্শকনন্দিত কণ্ঠশিল্পী খালিদ। আশির দশকের 'চাইম' ব্যান্ডের খালিদ নামে তিনি বেশি পরিচিত।সোমবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা গেছেন।তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী ইশা খান দূরে। খালিদের গাওয়া উল্লেখযোগ্য গানের মধ্যে আছে-সরলতার প্রতিমা, যতটা মেঘ হলে বৃষ্টি নামে, কোনো কারণেই ফেরানো গেল না তাকে, হয়নি যাবারও বেলা, যদি হিমালয় হয়ে দুঃখ আসে, তুমি নেই তাই।অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী খালিদের গান একসময় পাড়া-মহল্লার শ্রোতাদের মুখে মুখে থাকত, বাজত বিপণি বিতানসহ বিভিন্ন দোকানে।

নিজস্ব প্রতিবেদক । ১৯ মার্চ ২০২৪


ক্ষমতার অপব্যবহার হয়েছে: জায়েদ খান

ক্ষমতার অপব্যবহার হয়েছে: জায়েদ খান

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে চিত্রনায়ক জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হয়েছে। গত শনিবার চলচ্চিত্র শিল্পী সমিতির বনভোজনের অনুষ্ঠানে এমন সিদ্ধান্তের ঘোষণা দিয়েছে বর্তমান কমিটি। কমিটির ঘোষণাপত্রে জানানো হয়, কোনোরূপ সাংগঠনিক দুর্বলতা না পেয়ে ব্যক্তিগত আক্রোশে ধারাবাহিকভাবে চলচ্চিত্র শিল্পী সমিতিসহ সাধারণ সম্পাদক নিপুণ আক্তারের নামে মিথ্যা, মনগড়া ও কুরুচিপূর্ণ তথ্য প্রচার করায় জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হয়েছে। বিষয়টি নিয়ে শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বচন কমিশনার খোরশেদ আলম খসরু বক্তব্য দিয়েছেন। এ বিষয়ে জায়েদ খান বলেন, 'কারও সদস্যপদ বাতিল করার বিষয়ে কিছু নিয়ম আছে, তার কোনো কিছুই করা হয়নি। তারা সভা করে আমাকে চিঠি পাঠানোর কথা, তার কিছুই করেনি। এটা অন্যায়ভাবে করা হয়েছে। ক্ষমতার অপব্যবহার করে এমন করা হয়েছে। এইরকম কোনো নিয়ম আছে বলে আমার জানা নেই।''গতকাল তাদের পিকনিক হয়েছে, কেউ জানে না। যেখানে আমি কয়েকবারের নির্বাচিত সাধারণ সম্পাদক, অথচ শিল্পী সমিতির এই পিকনিকে আমাকে কোনো কার্ড পাঠানো কথা মনে করেনি। সবকিছু মিলিয়ে সংকীর্ণ মানসিকতার পরিচয় দিয়েছে এই কমিটি', বলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক । ০৪ মার্চ ২০২৪


আমরা আর বই মেলায় যাব না : মুশতাক তিশা

আমরা আর বই মেলায় যাব না : মুশতাক তিশা

অমর একুশে বইমেলাতে আর না যাওয়ার ঘোষণা দিয়েছেন খন্দকার মুশতাক আহমেদ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিওবার্তায় তিনি এ ঘোষণা দেন।মুশতাক বলেন, এবারের বইমেলায় আমার দু’টি বই প্রকাশিত হয়েছে। গত বছরেও আমার একটি বই প্রকাশিত হয়েছে, এবারই প্রথম নয়।এবার বই প্রকাশ উপলক্ষ্যে গত ৭ তারিখ আমরা(স্ত্রী তিশাসহ) বইমেলায় যাই। সেখানে শত শত লোক আমার অটোগ্রাফসহ বই নিতে স্টলের সামনে ভিড় জমায়। সবাই আমাদের সাথে সেলফি তুলেছেন ও অভিনন্দন জানিয়েছেন। তবে গতকাল ৯ ফেব্রুয়ারি ছুটির দিন থাকায় অনেক মানুষের সমাগম হয়।সেখানে আমাদের পাবলিশার্সের সামনে ব্যাপক ভিড় ছিল দর্শনার্থীদের। তারা আমাদের সাথে স্বেচ্ছায় স্ব-প্রণোদিত হয়ে ছবি তুলার ইচ্ছা পোষণ করে। মোটামুটি একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। কিন্তু ক্রমান্বয়ে লোকসংখ্যা এত বেড়ে যায় যে যারা বই কিনতে এসেছে তারা স্টলে ঢুকতে পারছিল না।মানুষের ভিড়ে আশপাশের স্টলে বই বিক্রিতে ডিস্টার্ব হচ্ছিল। এর মধ্যে অনেকে আবার আমাকে নিয়ে স্লোগান দিচ্ছিল। এর মধ্যে আবার কিছু বিরূপ স্লোগানও দিচ্ছিল কেউ কেউ বলেও যোগ করেন মুশতাক।বইমেলা থেকে কেউ বের করে দেয়নি জানিয়ে তিনি আরও বলেন, আমি মনে করলাম যারা বই কিনতে এসেছে এই ভিড়ের কারণে তাদের সমস্যা হচ্ছে তাই স্বেচ্ছায় আমরা বইমেলা থেকে বের হয়ে যাই। আমাকে কেউ মেলা থেকে চলে যেতেও বলেনি বা বিতাড়িত করেনি।আমি স্বেচ্ছায় আমার স্ত্রীকে নিয়ে মেলা থেকে বের হয়ে যাই। যেহেতু অনেক লোক ছিল তাই মেলায় দায়িত্বরত আনসার সদস্যরা আমাদের নিরাপত্তা দিয়ে গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আর বইমেলায় যাবেন না জানিয়ে ‍মুশতাক বলেন, মেলায় যেহেতু বই বেরিয়েছে সেগুলো পাঠকের হাতে পৌঁছে দেওয়া দরকার এজন্য প্রকাশককে বলে আমরা বইমেলায় গিয়েছিলাম। কারণ আমরা আসলে যেহেতু অনেক লোকের সমাগম হয়। তবে এতে প্রকৃত পাঠকরা বই কিনতে সমস্যার সম্মুখীন হচ্ছেন তাই আমরা আর মেলায় আসব না।উল্লেখ্য, কিছু দিন আগে নিজের চেয়ে বয়সে অনেক ছোট কলেজ শিক্ষার্থী সিনথিয়া ইসলাম তিশাকে বিয়ে করে আলোচনায় আসেন খন্দকার মুশতাক আহমেদ। তারা ভালোবেসে একে অপরকে বিয়ে করেছেন বলে জানান। তাদের বিয়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

নিজস্ব প্রতিবেদক । ১০ ফেব্রুয়ারি ২০২৪


ভাই–বোনের বন্ধন দৃঢ় করবে যে পাঁচ অভ্যাস

ভাই–বোনের বন্ধন দৃঢ় করবে যে পাঁচ অভ্যাস

আপনার যদি কোনো ভাই অথবা বোন থেকে থাকে, তাহলে নিঃসন্দেহে ভাগাভাগি, খুনসুটি, আনন্দ আর মান-অভিমানের এক দারুণ মিশ্র অনুভূতি নিয়ে বড় হয়েছেন আপনি। অধিকাংশ ক্ষেত্রেই ভাই-বোনেরা একে অপরকে খুব ভালোভাবে জানেন, পরস্পরের চাওয়াগুলোও খুব ভালোভাবে বোঝেন। একে অন্যের মনের কথা পড়তে পারেন, খুব ভালো বন্ধু হন তাঁরা। আধুনিক এই যুগে হয়তো জগতজুড়েই বন্ধু আছে আপনার। তবে এত বন্ধুর ভিড়ে এই ‘বন্ধু’দের কথা ভুলে যাবেন না যেন, যাঁদের সঙ্গে আছে আপনার রক্তের বন্ধন। উচ্ছ্বসিত সুখের দিনে এবং বিপদে-আপদেও আপনার অনুভূতির ভাগীদার হতে পারেন আপনার ভাইবোন। কীভাবে ভাই–বোনের সম্পর্ক আরও দৃঢ় করা যেতে পারে, জেনে নিন আজ-বন্ধুর মতোই কথা বলুন : ভাই–বোনের সঙ্গে কথা বলুন মন উজাড় করে। আপনার অনুভূতি ভাগ করে নিন তাঁদের সঙ্গে। হয়তো জীবনের প্রয়োজনে দূরে থাকেন। তাতে কী? প্রযুক্তির সহায়তা নিন। কথা বলুন, ভিডিওতেও দেখুন তাঁদের। নিদেনপক্ষে মেসেজ আদান–প্রদান করুন। প্রয়োজনের বাইরেও কথা বলুন, যা বলতে চায় মন। হাসি-আনন্দ ভাগ করে নিন। নৈমিত্তিক জীবনে মজার কোনো ঘটনা ঘটে থাকলে কিংবা কোনো কারণে আপনি কষ্ট পেয়ে থাকলে সেটিও বলুন।দুঃসময়ে পাশে দাঁড়ান : ভাই–বোনেরা কেউ বিপদে পড়লে তাঁদের সাহায্য করতে নিজের সর্বোচ্চ চেষ্টা করুন। তাঁদের ভরসা হয়ে উঠুন। রোগেশোকে আর্থিক সাহায্যের প্রয়োজন কি না, সেদিকেও খেয়াল রাখুন। নিজের মুখে আর্থিক সংকটের কথা স্বীকার করতে দ্বিধা করতে পারেন অনেকেই। তাই নিজে থেকেই বুঝতে চেষ্টা করুন বিষয়টি। এ ধরনের সংবেদনশীল বিষয়ে জানতে চাওয়ার সময় শব্দচয়নে সতর্ক থাকুন। তাঁদের দুঃসময়ে আপনার দায়িত্বশীল আচরণে আপনাদের সম্পর্কের গভীরতা বাড়বে।পারিবারিক দায়িত্ব ভাগ করে নিন : পরিবারের দায়িত্ব কারও একার ঘাড়ে ফেলবেন না। মা-বাবার চিকিৎসাসহ পরিবারের সব কাজই ভাগ করে নিন। কারও আর্থিক সামর্থ্য কম হলে তাঁকে অন্যদের মতো সমান ভাগ বহন করার জন্য চাপ দেবেন না। আপনি একমাত্র সন্তান হলে মা-বাবার দায়িত্ব নিশ্চয়ই একাই পালন করতেন, তাই না? তাই জবরদস্তি করবেন না। তা ছাড়া দায়িত্ব মানে কিন্তু কেবল আর্থিক সমর্থনই নয়। বয়স্ক মা-বাবার পাশে থেকে তাঁদের সেবা করা একটি বিশাল দায়িত্ব। আপনি হয়তো চাকরিসূত্রে দেশের অন্য কোনো শহরে থাকেন কিংবা বিদেশে থাকেন। আপনার কোনো ভাই কিংবা বোন আপনার মা-বাবার কাছে থাকেন। এ রকম পরিস্থিতিতে অবশ্যই মনে রাখবেন, মা-বাবার পাশে থাকা আপনারও দায়িত্ব ছিল। সেই দায়িত্ব যাঁর কাঁধে অলিখিতভাবে তুলে দিয়েছেন, তাঁর প্রতি কৃতজ্ঞ থাকুন। তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাও এখন আপনার দায়িত্ব। এই সমাজে অবশ্য এর উল্টোটা দেখা যায়। দূরে থাকা ব্যক্তি মনে করেন, যিনি কাছে আছেন, তিনি হয়তো পারিবারিক আয়ে ভাগ বসাচ্ছেন কিংবা সম্পত্তি হাতিয়ে নিচ্ছেন। এসব অহেতুক ভাবনা দূরে সরিয়ে রাখুন।ভাই–বোনদের সঙ্গে বেড়ে ওঠার মজার সময়ের স্মৃতিচারণা করুন। পুরোনো ছবি দেখুন একসঙ্গে। অতীতের গল্প করুন। জীবনের সেরা সময় অর্থাৎ শৈশব-কৈশোরের রঙিন দিনগুলো একসঙ্গে কাটিয়েছেন আপনারা। গল্পের বিষয়ের অভাব হওয়ার কথা নয়। ছুটিছাটা পেলে একসঙ্গে সময় কাটান। একসঙ্গেই যেতে পারেন স্মৃতিজাগানিয়া কোনো জায়গায় কিংবা নতুন কোথাও। ছুটির দিনে ভাইবোনদের বাড়িতেও হাজির হতে পারেন। পর্যায়ক্রমে সব ভাইবোনের বাড়িতে যেতে পারেন সবাই। তাঁদের বাড়িতে গিয়ে রান্নাবান্নাও করতে পারেন, খাবার নিয়েও যেতে পারেন সবার জন্য। শিশুসন্তানদের নিয়ে ঘুরতে বেরোচ্ছেন? কিংবা স্টেডিয়ামে যাচ্ছেন খেলা দেখতে? ভাইবোনদেরও ডাকুন। তাঁরাও তাঁদের সন্তানদের নিয়ে আসতে পারেন। প্রিয় খেলা দেখবেন টেলিভিশনে? এক বাসায় বসেও দেখতে পারেন সবাই মিলে।উদ্‌যাপনের উপলক্ষে : উদ্‌যাপন করতে সব সময় কিন্তু উপলক্ষের প্রয়োজন হয় না। উৎসবের সময় তো বটেই, যেকোনো সময়ই ভাইবোনদের ছোটখাটো উপহার দিতে পারেন। হঠাৎ কাউকে অবাক করে দিতে পারলে দারুণ হয়, তাই না? আপনার ভাই-বোন কিসে আনন্দ পাবেন, সেটা আপনিই ভালো জানেন। আপনার বোনের সন্তান স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে? উদ্‌যাপন করতে পারেন সেই উপলক্ষেই। আপনার সন্তান কোথায় পড়ছে, তাঁদের সন্তান কোথায় পড়ছে—এসব নিয়ে মনের ভেতর ঈর্ষা জন্মালে তা অঙ্কুরেই নির্মূল করে ফেলুন। তাঁদের সন্তান তো আপনার সন্তানের মতোই। আর ভাইবোনেরা আপনারই সত্তার অংশ। নশ্বর পৃথিবীতে বেঁচে থাক ভাইবোনের ভালোবাসা।সূত্র: টাইমস অব ইন্ডিয়া

নিজস্ব প্রতিবেদক । ০৫ ফেব্রুয়ারি ২০২৪


স্বামীর প্রতি ভালোবাসা আছে বলেই দ্বিতীয় বিয়ের কোনো পরিকল্পনা নেই-অপু বিশ্বাস

স্বামীর প্রতি ভালোবাসা আছে বলেই দ্বিতীয় বিয়ের কোনো পরিকল্পনা নেই-অপু বিশ্বাস

ভালোবেসে ২০০৮ সালে গোপনে বিয়ে করেছিলেন ঢাকাই সিনেমার তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। এরপরের বছরেই ছেলেকে নিয়ে একটি বেসরকারি টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে হাজির হন এই নায়িকা। সবাইকে জানান, তার ও শাকিবের বিয়ের খবর। সন্তানকে নিয়ে অপু বিশ্বাসের প্রকাশ্যে আসায় দুই তারকার সম্পর্ক গিয়ে ঠেকে তলানিতে। ২০১৭ সালে নভেম্বরে তালাকের আবেদন করেন শাকিব খান। পরবর্তী বছরেই বিচ্ছেদ হয়ে যায় এই দম্পতির। এসব গল্পই পুরোনো, ভক্তদেরও নতুন করে জানার মতো কিছু নেই। তবুও সম্প্রতি সময়ে ফের আলোচনায় শাকিব-অপু। বিচ্ছেদ হয়ে গেলেও প্রাক্তন এই তারকা দম্পতির মাঝে কোনো দূরত্ব আসেনি। বরং সময়ের সঙ্গে সঙ্গে একে অন্যের কাছাকাছি এসেছেন, পাশে দাঁড়িয়েছেন, দু’জন দুজনের সম্পর্কে বিভিন্ন ইতিবাচক মন্তব্য করেছেন। বিশেষ করে অপু বিশ্বাসকে বিভিন্ন সময়েই শাকিবকে নিয়ে মন্তব্য করতে দেখা যায়। এমনকি নিজের প্রাক্তন স্বামীর প্রতি ভালোবাসা আছে বলেই দ্বিতীয় বিয়ের কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন এই নায়িকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, ‘নিন্দুকেরা অনেক সময় বলে, অপু বিশ্বাস সবসময় শাকিব শাকিব করে’। নায়িকার প্রশ্ন, ‘কেন করব না? কারণ আমি তো শাকিব নাম ছাড়া অন্য কিছু শিখিনি।’এরপর অপু বলেন, ‘আমি তো অন্য কারো নাম জড়াতে পারব না। নিন্দুকরা দুঃখ হোক, কষ্ট হোক দয়াকরে এটা মেনে নিবেন— শাকিব নামটাই আমার মুখে সবসময় থেকে যাবে, কারণ সে আমার সন্তানের বাবা।’অপু বিশ্বাস বলেন, ‘ব্যক্তি মানুষকে নিয়ে কথা বলতে হলে বা আমার মেন্টর নিয়ে বলতে চাইলেও সেখানে শাকিবের নামই আসবে। শাকিব খান আমার কাছে আত্মবিশ্বাস, নির্ভরতার এক নাম।’এর আগে এক সাক্ষাৎকারে নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে প্রশ্ন অপু বলেছিলেন, ‘দ্বিতীয় বিয়ের দরকারটা কী? বাংলাদেশে আমার এমন একটা জায়গা রয়েছে, যেখানে সকলে ভাবেন অপু যা-ই করবেন তার মধ্যে একটা বার্তা থাকবে। সেই দিক থেকে দর্শকের কাছে খুবই কৃতজ্ঞ। একটা মেয়ে, যার সন্তান আছে সে কেন দ্বিতীয় বিয়ে করবে? দ্বিতীয় বিয়েতে সে হয়তো স্বামী পাবে, সামাজিক পরিচিতি পাবে। কিন্তু সন্তান একজন সৎবাবা পাবে! সন্তানের প্রতি ওই বাবা সমান ভালোবাসা দেবেন না। তাই আমি মনে করি, দ্বিতীয় বিয়ে করবই না! তা হলে সন্তান তার নিজের বাবাকেই পাবে, অন্য কাউকে বাবা বলতে হবে না। তাই যেকোনো একজনকে আত্মত্যাগ করতেই হয়, তাতে ভুল কিছু নেই। মা হিসেবে আত্মত্যাগ করাটা খুবই গুরুত্বপূর্ণ।’

নিজস্ব প্রতিবেদক । ০৪ ফেব্রুয়ারি ২০২৪


সর্বাধিক পঠিত

এবার র‍্যাম্পে এসে চমকে দিলেন রুনা খান

এবার র‍্যাম্পে এসে চমকে দিলেন রুনা খান

ওয়েব ফিল্ম ‘অসময়’-এ অভিনয় করে রুনা খান এখন আলোচনায়। ঠিক তখনই তাঁর জীবনে ঘটল অন্য রকম এক ঘটনা। অভিনয়জীবনে দুই দশকের বেশি সময় পার করলেও এবারই প্রথম র‍্যাম্পে হাঁটার অভিজ্ঞতা হলো তাঁর। এই অভিনয়শিল্পী ঢাকার তেজগাঁওয়ের আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত খাদি উৎসবের মঞ্চে শো স্টপার হিসেবে অংশ নিলেন। প্রথমবারের মতো র‍্যাম্পে হেঁটে ভীষণ উচ্ছ্বসিত এই অভিনয়শিল্পী। র‍্যাম্পে হাঁটার অভিজ্ঞতা ভাগাভাগি করতে বললে এই অভিনয়শিল্পী ফিরে গেলেন দুই দশক আগে। বললেন, ‘২০০৪ সালের কথা। তখন পাক্ষিক আনন্দধারায় একটা ফটোশুটে অংশ নিয়েছিলাম। সেই ফটোশুটে দিহান আপু সারা দিন ধরে আহ্লাদ করে বলেছিলেন, “তুই র‍্যাম্পে কাজ কর। তোর উচ্চতা, ফিগার—সবই উপযুক্ত।” আমার কাছে তখন মনে হয়েছিল, এটা কি আমার কাজ? আমি কি আদৌ পারব? র‍্যাম্প ও অভিনয়—দুটো দুই ধরনের কাজ। আমার যদি শেষ পর্যন্ত কোনোটাই না হয়, সে জন্য আমি আসলে অভিনয়কে বেশি গুরুত্ব দিয়েছি। দিহান আপু এ–ও বলেছিলেন, “আর কিচ্ছু না করলেও শুধু বিবি আপার (বিবি রাসেল) সঙ্গে কাজ করতে পারিস।” তখন তিনি আমাকে রাজি করাতে পারেননি। কারণ, আমার মনে হয়েছিল, আমি পারব না।’২০০৪ সালে না পারলেও শেষ পর্যন্ত রুনা র‍্যাম্পে হাঁটলেন ২০ বছর পর। নতুন অভিজ্ঞতা ভাগাভাগি করে রুনা বললেন, ‘খাদি ফেস্টিভ্যালে হাঁটলাম। আমাদের দেশি পণ্য, দেশি ঐতিহ্য, বেশির ভাগ ডিজাইনার আমাদের দেশি। মাহিন আপার ডিজাইন করা পোশাকে শো স্টপার হয়ে কাজ করার সুযোগ পেলাম। মনে হয়েছে, এটা আমার জন্য শুধু সুযোগ নয়, সম্মানেরও। আমার সঙ্গে আফরোজা পারভীন আপা (বিউটিশিয়ান) যোগাযোগ করেন। তিনি পুরো ব্যাপার আমাকে বুঝিয়ে বলেন। মাহিন আপাও আমাকে বারবার বলেছিলেন, “মডেল হিসেবে তোমাকে দেখতে চাই না, তুমি যা, তা–ই দেখতে চাই। রুনা খানের ব্যক্তিত্ব এখানে দেখতে চাই। তুমি যেভাবে হাঁটো, সেভাবেই হাঁটবে, মডেলদের মতো নয়।” শেষ পর্যন্ত তো আমার দুর্দান্ত অভিজ্ঞতা হয়েছে।’র‍্যাম্পে ছিলেন রুনা খানের একমাত্র মেয়ে রাজেশ্বরী। সে প্রসঙ্গও উঠে এল কথায়। তিনি বললেন, ‘আমার মেয়ে তো ভীষণ খুশি, ভীষণ গর্বিত তার মাকে এভাবে দেখে। এটা আমার জন্যও খুব আবেগের ব্যাপার ছিল। কাজটা এত বেশি উপভোগ করেছি, ভবিষ্যতেও এ রকম সম্মানজনক সুযোগ পেলে আরও করব।’

নিজস্ব প্রতিবেদক । ২৩ জানুয়ারি ২০২৪


তৃতীয় বিয়ে করায় শোয়েব মালিককে সানিয়া মির্জার শুভেচ্ছা

তৃতীয় বিয়ে করায় শোয়েব মালিককে সানিয়া মির্জার শুভেচ্ছা

শোয়েব মালিক তৃতীয় বিয়ে করার ঘোষণা দেওয়ার পর থেকেই প্রশ্নটি উড়ছে চারদিকে-সানিয়া মির্জার সঙ্গে তাঁর কি ডিভোর্স হয়েছে? এই প্রশ্নের আংশিক উত্তর পাওয়া গিয়েছিল গতকাল। মালিক সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করার ঘোষণা দেওয়ার পর সানিয়ার পরিবারের পক্ষে থেকে জানানো হয়েছিল-একতরফাভাবে ডিভোর্সের অধিকার বিয়ের সময়ই দেওয়া হয়েছিল সানিয়াকে!অবশেষে শোয়েবের সঙ্গে ডিভোর্স নিয়ে খোলামেলা কথা বলা হয়েছে সানিয়ার পক্ষ থেকে। সানিয়ার ছোট বোন আনাম মির্জা ইনস্টাগ্রামে আজ একটি বিবৃতি প্রকাশ করেন। সেখানে বলা হয়েছে, কয়েক মাস আগেই সানিয়া ও শোয়েবের বিবাহবিচ্ছেদ হয়ে গেছে।সানিয়ার পরিবার ও টিম সানিয়ার নামে দেওয়া সেই বিবৃতিতে লেখা হয়েছে, ‘সানিয়া সব সময়ই তাঁর ব্যক্তিগত জীবন জনসাধারণের আড়ালে রেখেছেন। যাই হোক, আজ এটা জানানোর প্রয়োজন হয়েছে যে শোয়েব আর তাঁর বিবাহবিচ্ছেদ কয়েক মাস আগেই হয়ে গিয়েছে। সে শোয়েবের নতুন যাত্রার জন্য শুভকামনা জানিয়েছে।’বিবৃতিতে এরপর সানিয়ার ভক্ত-সমর্থকদের কাছে একটি অনুরোধও করা হয়েছে, ‘তাঁর (সানিয়া) জীবনের এই স্পর্শকাতর সময়ে আমরা চাইব, সানিয়ার গোপনীয়তার স্বার্থে যেকোনো জল্পনা থেকে যেন সবাই বিরত থাকে।’এর আগে গতকাল বিপিএলে রংপুর রাইডার্সের বিপক্ষে ফরচুন বরিশালের হয়ে ম্যাচ খেলতে নামার আগে ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন শোয়েব মালিক। টেলিভিশন অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে বিয়ের সাজে একটি ছবি দিয়ে তিনি সেখানে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে।’ এতেই সবাই বুঝে নেয়, ৪১ বছর বয়সী পাকিস্তানি ক্রিকেটার জীবনের ইনিংসে নতুন জুটি গড়েছেন।শোয়েব ২০১০ সালে বিয়ে করেন সানিয়াকে। ভারতের টেনিস তারকাকে বিয়ের সময় আরেকটি গুঞ্জন সামনে এসেছিল যে এর আগেও একটি বিয়ে ছিল মালিকের। সেই সময় ভারতের আয়েশা সিদ্দিকী নামের এক নারী দাবি করেছিলেন, তাঁকে আগেই বিয়ে করেছেন মালিক!

নিজস্ব প্রতিবেদক । ২১ জানুয়ারি ২০২৪


তৃতীয় বিয়ের পিঁড়িতে শোয়েব মালিক, সানিয়ার পরে সানা

তৃতীয় বিয়ের পিঁড়িতে শোয়েব মালিক, সানিয়ার পরে সানা

তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক। দেশটির জনপ্রিয় অভিনেত্রী সানা জাভেদের গলায় মালা দিয়েছেন তিনি।সামাজিক যোগাযোগ মাধ্যমে শনিবার (২০ জানুয়ারি) বেলা ১২টার দিকে সানার সঙ্গে ছবি প্রকাশ করে ভক্তদের নিজের বিয়ের খবর জানিয়েছেন মালিক।জানা গেছে, শোয়েবের তৃতীয় স্ত্রী সানা জাভেদ পেশায় একজন অভিনেত্রী। তিনি পাকিস্তানের টেলিভিশনের জনপ্রিয় মুখ। ২০১২ সালে শেহর ই জাত ধারাবাহিকের মাধ্যমে পর্দায় অভিষেক হয় সানার। এরপর আরও কিছু ধারাবাহিকে কাজ করেন তিনি।পাকিস্তানের টেলিভিশন জগতে ‘খানি’ নামক একটি ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তা পান সানা। লাক্স স্টাইল অ্যাওয়ার্ডের জন্যও মনোনীত হয়েছিলেন এই অভিনেত্রী।এছাড়াও সানা জাভেদ অভিনীত রুসওয়াই এবং ডাঙ্ক ধারাবাহিক ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল পাকিস্তানজুড়ে। শোয়েব মালিককে বিয়ের আগেও এক পাকিস্তানি সংগীতশিল্পীকে বিয়ে করেছিলেন তিনি। ২০২০ সালে সেই বিয়ের বিচ্ছেদ ঘটে তিন বছরের মাথায়। এর মধ্যেই শোয়েব মালিকের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। এই ক্রিকেটারের গলাতেই মালা দিয়েছেন অভিনেত্রী।ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের নাম বদলে ফেলেছেন সানা। নামের পাশে যোগ করেছেন শোয়েবের নাম। প্রকাশ করেছেন বিয়ের একাধিক ছবি।উল্লেখ্য, ২০১০ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন শোয়েব মালিক ও সানিয়া মির্জা। ২০১৮ সালে তাদের সংসারে জন্ম নেয় একটি পুত্র সন্তান। বছর খানেক ধরেই সানিয়া মির্জা ও শোয়েব মালিকের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল। যদিও এই তারকার কেউই তাদের বিচ্ছেদ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি। এরই মধ্যে সবাইকে চমকে দিয়ে শনিবার (২০ জানুয়ারি) নিজের তৃতীয় বিয়ের খবর জানালেন মালিক।

নিজস্ব প্রতিবেদক । ২০ জানুয়ারি ২০২৪


জায়েদ খানের ডিগবাজি কি ডিগবাজি প্রশ্ন নিপুনের

জায়েদ খানের ডিগবাজি কি ডিগবাজি প্রশ্ন নিপুনের

ঢালিউড অভিনেতা জায়েদ খান সম্প্রতি ডিগবাজি দিয়ে ব্যাপক আলোচনায় এসেছেন। যেখানেই যান সেখানেই এ বিষয়টি নিয়ে নানা ব্যাখ্যা দেন তিনি। তবে এ ডিগবাজি নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন অনেকেই। এরই অংশ হিসেবে বাংলাদেশ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণও কঠোর সমালোচনা করেছেন।সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে অংশ নিয়ে ডিগবাজি নিয়ে সমালোচনা করেন নিপুণ।নিপুণ বলেন, যিনি (জায়েদ খান) ডিগবাজি দিচ্ছেন, তিনি কিন্তু দুবার এফডিসির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। সুতরাং তার বুঝা উচিত সোশ্যাল মিডিয়ার সামনে আসলে কোনটা করতে হবে, আর কোনটা করতে হবে না। অর্থাৎ আমাকে কি করতে হবে বা আমার কোনটা করা উচিত। আমি শুধু ভাইরাল হওয়া এবং ভিউ বাড়ানোর জন্য কি শুধু কাজ করব? আমাকে দেখে হাসছে বা ট্রল করছে এটা গুরুত্ব দেব, না আমি একটা পজিশনে ছিলাম, সেটাকে ধরে রাখব। এ বিষয়গুলো ভাবা উচিত।তিনি আরও যোগ করেন, জায়েদ খান মূলত ডিগবাজি দিয়ে ভিউ বাড়াতে চাচ্ছেন। এ জন্য কোন পদে ছিলেন ভুলে গেছেন। জাস্ট ট্রল হতে চাচ্ছেন তিনি।এর আগে বুধবার জায়েদের ডিগবাজির বিষয়ে মুখ খুলেন একসময়ের জনপ্রিয় নায়ক সোহেল রানা। এক ভিডিও সাক্ষাৎকারে তিনি জায়েদের ডিগবাজি নিয়ে প্রশ্ন তোলেন, সে যেটা করে এটাকে ডিগবাজি বলে? এর পর সো

নিজস্ব প্রতিবেদক । ১৪ ডিসেম্বর ২০২৩


আত্মহত্যার চেষ্টা করেছেন অভিনেত্রী তানজিন তিশা!

আত্মহত্যার চেষ্টা করেছেন অভিনেত্রী তানজিন তিশা!

আত্মহত্যার চেষ্টা করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। বুধবার (১৫ নভেম্বর) মধ্যরাত থেকে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে।গুঞ্জন ছড়িয়ে রাতে রাজারবাগে নিজ বাসায় ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন এই অভিনেত্রী। আত্মহত্যার চেষ্টার বিষয়টি নিশ্চিত না করলেও অভিনেত্রীর হাসপাতালে ভর্তির তথ্য জানিয়েছেন শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।তিনি বলেন, তানজিন তিশা গতরাতে হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে তার বোন তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এর পর সেখান থেকে তিশাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।তানজিন তিশার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, গতকাল বুধবার অভিনেত্রীর রাজারবাগের বাসায় ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।নাম না প্রকাশ করার শর্তে তানজিন তিশার এক সহকর্মী গণমাধ্যমকে বলেন, ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে। কিছু বিষয় নিয়ে মতের অমিল হয়। এতেই শুরু হয় ঝামেলা।জানা গেছে, তিশা মুশফিকের উত্তরার বাসায় যান। সেখানে থেকে ফিরেই ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমান এই অভিনেত্রীকে ঢাকা মেডিকেল থেকে বেসরকারি একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।এ প্রসঙ্গে জানতে মুশফিক আর ফারহানকে একাধিকবার কল করা হলেও সাড়া মেলেনি।

নিজস্ব প্রতিবেদক । ১৬ নভেম্বর ২০২৩


আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার স্বপ্ন দেখি : তানিয়া বৃষ্টি

আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার স্বপ্ন দেখি : তানিয়া বৃষ্টি

এই প্রজন্মের অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অসংখ্য টেলিভিশন নাটকে অভিনয় করে পরিচিতি পেয়েছেন। সবচেয়ে বেশি জুটি হয়ে অভিনয় করেছেন মোশাররফ করিমের সঙ্গে। বর্তমানে ১ ঘণ্টার নাটকের শুটিং নিয়ে ব্যস্ত তিনি।সম্প্রতি কাজ নিয়ে একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তানিয়া বৃষ্টি।প্রচুর টিভি নাটকে অভিনয় করেছেন, এখনো করছেন, অভিনয় নিয়ে চাওয়া কী?তানিয়া বৃষ্টি: নিজেকে নিজেই ছাড়িয়ে যেতে চাই। কারো সাথে প্রতিযোগিতা নয়, নিজের সাথে প্রতিযোগিতা করতে চাই। সবসময় চাই চ্যালেঞ্জিং এবং ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করব। যাতে দর্শকরা আমার অভিনয় মনে রাখে। কাজ নিয়ে কথা বলে।মোশাররফ করিমের বিপরীতে অসংখ্য নাটকে অভিনয় করেছেন এ প্রসঙ্গে কিছু বলুন।তানিয়া বৃষ্টি: আমি অনেক লাকী, মোশাররফ করিমের মতো বড় মাপের শিল্পীর সাথে অনেকগুলো নাটকে অভিনয় করেছি। বর্তমানেও করছি। তিনি অনেক বড় মাপের একজন শিল্পী। সহশিল্পীদের অসম্ভব সাপোর্ট করেন শুটিং করার সময়। সহযোগিতা করেন দারুণভাবে। এটা তার বড় গুণ।তার সঙ্গে কাজ করার সুবিধা?তানিয়া বৃষ্টি: সংলাপ বলা থেকে শুরু করে চরিত্রটি নিয়ে বোঝাপড়ার সব বিষয়ে তিনি শতভাগ সহযোগিতা করেন। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমি শিখেছিও। প্রতিনিয়ত মোশাররফ করিমের কাছ থেকে শেখা যায়। বড় অভিনেতার বিশাল উদার মনের পরিচয় এটা। যতটুকু অভিনয় শিখেছি তার অবদান আছে।একজন মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করা কতটা কঠিন?তানিয়া বৃষ্টি: তার সাথে পেরে উঠা কঠিন। অভিনয় করাও কঠিন। কিন্তু তিনি সহশিল্পীদের সহজ করে দেন। তার সহযোগিতার জন্য সম্ভব হয় ও সহজ হয় অভিনয় করা।সিনেমায় অভিনয় নিয়ে কী ভাবছেন?তানিয়া বৃষ্টি: সিনেমায় যদি সেভাবে চরিত্র পাই, ভালো গল্প পাই, তাহলে করব। বড় পর্দায় অভিনয়ের চাওয়া সব শিল্পীরই আছে। এখন নাটকেই অভিনয় করতে চাই।বর্তমানে কী নিয়ে ব্যস্ততা চলছে?তানিয়া বৃষ্টি: সকাল আহমেদের পরিচালনায় টাঙ্গাইলে একটি নাটকের শুটিং করছি। নাটকের নাম 'ভাই ছ্যাকা খায়'। এই নাটকেও মোশাররফ করিম আছেন। আমি কমিশনারের চরিত্রে অভিনয় করaছি।সবশেষে জানতে চাই, অভিনয় নিয়ে কী স্বপ্ন দেখেন?তানিয়া বৃষ্টি: আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার স্বপ্ন দেখি। আন্তর্জাতিক অঙ্গনে অভিনয়ের স্বপ্ন দেখি।

নিজস্ব প্রতিবেদক । ০৮ নভেম্বর ২০২৩


রাশমিকা মান্দানার ডিপফেইক ভিডিও ভাইরাল, প্রতিবাদে সরব বলিউড

রাশমিকা মান্দানার ডিপফেইক ভিডিও ভাইরাল, প্রতিবাদে সরব বলিউড

বর্তমান প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা 'পুষ্পা' থেকে শুরু করে প্রতীক্ষিত সিনেমা 'অ্যানিমেল' এর জন্য ভক্তদের কাছ থেকে ব্যাপক ভালোবাসা পেয়ে চলেছেন।কিন্তু সম্প্রতি একটি ভিডিওয়ের জন্য তুমুল সমালোচনার মুখে পড়েন রাশমিকা। ভিডিওটিতে দেখা যায় এক নারী লিফটে ঢুকছেন। ওই নারীকে যে পোশাকে দেখা যায়, সাধারণত রাশমিকাকে তেমন পোশাক পরতে দেখা যায় না।ডিপফেইক হচ্ছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের এমন একটি প্রযুক্তি যেখানে নির্বিঘ্নে প্রকৃত ভিডিও ফুটেজ পরিবর্তন করে ব্যক্তির চেহারা ও শারীরিক অবস্থা অন্য কোনো ব্যক্তির সঙ্গে প্রতিস্থাপন করা যায়।সাধারণত বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে এ প্রযুক্তি বেশি ব্যবহার হতে দেখা যায়। মূলত আসল ভিডিওটি একজন ব্রিটিশ-ভারতীয় বংশোদ্ভুত নারী জারা পাটেলের, যার সামাজিক যোগাযোগমাধ্যমে বিপুল সংখ্যক ফলোয়ার রয়েছে। তিনি ৯ অক্টোবর ভিডিওটি আপলোড করেছিলেন।রাশমিকার ডিপফেইক ভিডিওটি দেখে সেটি যে নকল শনাক্ত করা খুবই কঠিন, যার ফলে অনেকে ভিডিওটি আসল ভেবে রাশমিকার সমালোচনা করে।তবে মনোযোগ দিয়ে দেখলে লক্ষ্য করা যায়, মহিলাটি লিফটে প্রবেশের পর তার চেহারা পাল্টে যায়।এ বিষয়ে রাশমিকা তার এক্সে (টুইটার) এ বিষয়ে বলেন, 'সম্প্রতি অনলাইনে আমার একটি ডিপফেইক ভিডিও ছড়িয়েছে আমি খুবই ব্যথিত যে, এটি নিয়ে কথা বলতে হচ্ছে। প্রযুক্তির এমন অপব্যবহার শুধু আমার জন্যই নয় বরং অনেকের জন্যই ভয়ের। আজ একজন প্রাপ্তবয়স্ক নারী ও অভিনেত্রী হিসেবে আমি কৃতজ্ঞ আমার পরিবার, বন্ধুবান্ধব এবং আমার ভক্তদের কাছে কারণ তারা আমার ঢাল হিসেবে পাশে রয়েছে। কিন্তু ভাবুন, এই ঘটনা যদি স্কুল কিংবা কলেজে থাকাকালীন আমার সঙ্গে ঘটতো তাহলে আমি কল্পনাও করতে পারছি না কীভাবে নিজেকে সামলাতাম।'তিনি আরও বলেন, 'অতিসত্ত্বর আমাদের এ বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত, যাতে করে পরবর্তীতে এমন আর কারো সাথে না ঘটে।'এ ঘটনায় রাশমিকার পাশে দাঁড়িয়েছেন বলিউড তারকারা। বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ডিপফেইক শনাক্তকারী ভিডিওটি তিনি তার টুইটার অ্যাকাউন্টে এ শেয়ার করেছেন।গত বছর 'গুডবাই' সিনেমাটি দিয়ে বলিউডে অভিনয় শুরু হয় রাশমিকার মান্দানার। সিনেমাটিতে অমিতাভের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন রাশমিকা। ছবির প্রচারে রাশমিকার অভিনয়ের প্রশংসা করেছিলেন অমিতাভ।এ বছরের ডিসেম্বরে সন্দীপ রেডি পরিচালিত 'অ্যানিমেল' সিনেমায় রনবীর কাপুর ও রাশমিকা মান্দানা জুটিকে দেখা যাবে।

নিজস্ব প্রতিবেদক । ০৭ নভেম্বর ২০২৩


অভিনেত্রী হুমায়রা হিমু আর নেই

অভিনেত্রী হুমায়রা হিমু আর নেই

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বিকেলে এই অভিনেত্রী মারা গেছেন বলে নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।খবর, উত্তরা নিজ বাসায় আত্মহত্যা করেছেন হিমু। তার মরদেহ উত্তরার বাংলাদেশ মেডিক্যালে রয়েছে।আহসান হাবিব নাসিম বলেন, হিমুকে উত্তররার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হিমুর মোবাইল ফোনসহ নিখোঁজ রয়েছেন তার প্রেমিক।যোগ করে নাসিম আরও বলেন, আত্মহত্যা নাকি হত্যা এখনই বলা যাচ্ছে না। বিকেলে তাকে হাসপাতালে নিয়ে যায় তার ছোট বোন মিহির ও প্রেমিক। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার মৃত্যু ঘোষণা করেন। কর্তব্যরত ডাক্তার পুলিশ কল করলে তার প্রেমিক হিমুর ফোন নিয়ে পালিয়ে যায়।হুমায়রা হিমু মঞ্চ নাটকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। ২০০৬ সালে টেলিভিশন নাটক ‘ছায়াবীথি’-তে প্রথম অভিনয় করেন তিনি। একই বছর পিআই (প্রাইভেট ইনভেস্টিগেটর) নামে একটি টিভি সিরিয়ালে অভিনয় করেন। তারপর ‘বাড়ি বাড়ি সারি সারি’, ‘হাউজফুল’, ‘গুলশান এভিনিউ’সহ অনেক জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন এই অভিনেত্রী।ছোট পর্দার পাশাপাশি হিমু নাম লিখিয়েছেন চলচ্চিত্রেও। ২০১১ সালে ‘আমার বন্ধু রাশেদ’ সিনেমার মাধ্যমে এই ভুবনে তার অভিষেক হয়। মুক্তিযুদ্ধভিত্তিক এ চলচ্চিত্রে ‘অরু’ চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়ান তিনি।

নিজস্ব প্রতিবেদক । ০২ নভেম্বর ২০২৩


সৌরভকে ভালোবেসে এখনও বিয়ে করেননি যে নায়িকা

সৌরভকে ভালোবেসে এখনও বিয়ে করেননি যে নায়িকা

বলিউডের সঙ্গে ক্রিকেটারদের সম্পর্কের বিষয়টি নতুন কিছু নয়। বহু ক্রিকেটার ব্যক্তিজীবনে নায়িকাদের সঙ্গে প্রেমে জড়িয়েছে। কেউ কেউ আবার শোবিজ অঙ্গনেই বিয়ে করেছে।তবে সব সম্পর্কের শেষটা যে মধুর ছিল, এমনও কিন্তু নয়। কিছু ভালোবাসা শেষ হয়েছে একতরফা ভাবেই। যেটারই বড় উদাহরণ ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী ও অভিনেত্রী নাগমার প্রেম কাহিনী। বয়স ৫০ ছুঁতে চললেও সৌরভকে ভালোবেসে এখন পর্যন্ত অবিবাহিতই থেকে গেছেন যিনি।একসময় ক্রিকেটের দুনিয়ার উজ্জ্বল নক্ষত্র হওয়ার পাশাপাশি সৌরভ গাঙ্গুলী অনেক তরুণীর স্বপ্নের রাজকুমার ছিলেন। শোনা যায়, ৯০ এর দশকের নায়িকা নাগমা সৌরভের প্রেমে হাবুডুবু খেতেন। যদিও তখন সৌরভ বিবাহিতই ছিলেন, তাই তার স্ত্রী ডোনাকে ছেড়ে তিনি আর এই অভিনেত্রীর ভালোবাসার জালে পা দেননি।ভারতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক ২০০১ সালে নাগমার সাথে সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে ছিল। এমনকি অন্ধ্রপ্রদেশের একটি মন্দিরে নাকি গোপনে দুজনের গাঁটছড়া বাঁধার কথাও ছিল, যা তারা অস্বীকার করে। এরপরে দু’জন আলাদা হয়ে যান। ভারত সেসময় কোনো ম্যাচ হারলেও লোকেরা নাগমাকে দায়ী করত। ২০০৯ সালে একটি সংবাদ সম্মেলনে সৌরভ গাঙ্গুলীর সঙ্গে তার সম্পর্কের বিষয়ে নাগমা প্রথম মুখ খুলেছিলেন। যেখানে তিনি সৌরভের নাম না নিয়ে বলেন, ‘জীবনের ফেলে আসা সেই গুরুত্বপূর্ণ অধ্যায়ের কথা তিনি কখনো ভুলতে পারবেন না।’নাগমা অবশ্য স্বীকার করেছেন, সম্পর্ক সত্যি হলে সেটা ছেড়ে চলে যাওয়া যায় না। এজন্য কেউ তার পরিবারের সঙ্গেও লড়াই করতে পারে। তবে এক্ষেত্রে কোথাও লড়াইয়ের জায়গা ছিল না।নাগমা কখনও সৌরভের নাম না নিলেও নেটিজেনদের বুঝে নিতে অসুবিধা হয়নি তিনি কার সম্পর্কে বলেছেন। অবশ্য সৌরভকে এই বিষয়ে কখনো মুখ খুলতে দেখা যায়নি। তবে ২০২০ সালে নাগমা টুইটারে সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানান। যে টুইটে দুই তারকার সম্পর্ক নিয়ে ফের আলোচনা শুরু হয়েছিল।

নিজস্ব প্রতিবেদক । ২৫ অক্টোবর ২০২৩


হাসপাতালে ভর্তি আছেন পরীমনি

হাসপাতালে ভর্তি আছেন পরীমনি

'ডোডোর গল্প' নামের সরকারি অনুদানের নতুন সিনেমার টানা শুটিং করছিলেন রাজধানীতে। এর মধ্য দিয়ে দুই বছর বিরতির পর ক্যামেরার সামনে এসেছিলেন পরীমনি। হঠাৎ জ্বর ও ঠাণ্ডাজনিত উপসর্গ নিয়ে শুটিং থেকে বিরতি নেন নায়িকা।বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন ঢাকাই সিনেমার আলোচিত এই নায়িকা। ৪ দিন ধরে হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।পরীমনি সোমবার গণমাধ্যমকে জানিয়েছেন, চার দিন ধরে হাসপাতালে আছি। প্রচণ্ড ঠাণ্ডা ও জ্বর। সবার কাছে দোয়া চাই।''ঠাণ্ডাটা কোনোভাবেই কমছে না। চেয়েছিলাম সিনেমার শুটিংটা শেষ করে দেব, তা আর হলো না,' বলেন পরী।তিনি আরও বলেন, 'রক্তচাপও কমে গেছে। তা ছাড়া নানুভাইও হাসপাতালে ভর্তি। সব মিলিয়ে একটা অন্যরকম সময় পার করছি। সৃষ্টিকর্তা যেন সুস্থ করে দেন।'সম্প্রতি রেজা ঘটক পরিচালিত ডোডোর গল্প সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন পরীমনি। এ ছাড়া একাধিক ওয়েব ফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

নিজস্ব প্রতিবেদক । ১৭ অক্টোবর ২০২৩


১৫৩ থেকে ১৬১টি সিনেমা হলে চলছে 'মুজিব' বায়োপিক

১৫৩ থেকে ১৬১টি সিনেমা হলে চলছে 'মুজিব' বায়োপিক

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর 'মুজিব: একটি জাতির রূপকার' সিনেমাটি গত শুক্রবার সারা দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে। আরিফিন শুভ অভিনীত সিনেমাটি দেশবাসীকে দেখার আহ্ববান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।'মুজিব' সিনেমাটির পরিবেশনায় আছেন জাজ মাল্টিমিডিয়া। জাজের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে, মুক্তির দুই দিন না যেতেই ১৫৩ থেকে ১৬১টি সিনেমা হলে চলছে 'মুজিব' বায়োপিক।এদিকে মুক্তির দিন থেকেই 'মুজিব' সিনেমাটি বেশ পছন্দ করছেন দর্শকরা। স্টার সিনেপ্লেক্সের ৭টি শাখায় ২০টি শো দিয়ে শুরু হলেও মাঝে একটা শো বাড়িয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। স্টার সিনেপ্লেক্সের জ্যৈষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, 'আমাদের এখানে 'মুজিব' সিনেমাটি বেশ ভালোই চলছে। মুক্তির পরের দিন গত শনিবারে শো বেড়েছিল। দর্শকদের মধ্যে বেশ আগ্রহ দেখা যাচ্ছে সিনেমাটি নিয়ে। প্রতিদিনই অনেক শো হাউজফুল যাচ্ছে। এ ছাড়া আমাদের রাজশাহী, চট্রগ্রামে 'মুজিব' বেশ ভালোই চলছে। এইভাবে চললে আমরা আনন্দিত, আগামীতে দেখা যাক কী হয় সিনেমাটি।'ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল নির্মিত 'মুজিব' সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে আছেন আরিফিন শুভ, বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা, ছোটবেলার রেণু চরিত্রে প্রার্থনা ফারদিন দীঘি, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, আবদুল হামিদ খান ভাসানীর চরিত্রে রাইসুল ইসলাম আসাদ, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর চরিত্রে তৌকীর আহমেদ, তাজউদ্দীন আহমেদের চরিত্রে রিয়াজ, বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমানের চরিত্রে চঞ্চল চৌধুরীসহ শতাধিক অভিনয়শিল্পী। ২০২১ সালের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির প্রথম ধাপের শুট শুরু হয়। সিনেমাটিতে সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন নীতিশ রায়। সংগীত পতিচালনায় শান্তনু মৈত্র, কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।

নিজস্ব প্রতিবেদক । ১৭ অক্টোবর ২০২৩


কাল মুক্তি পাচ্ছে বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’

কাল মুক্তি পাচ্ছে বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বহুল প্রত্যাশিত বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ আগামীকাল শুক্রবার সারা দেশে মুক্তি পাবে। এর আগে আজ বৃহস্পতিবার চলচ্চিত্রটির প্রিমিয়ার শো হয়েছে। এ সময় চলচ্চিত্রটি দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগারগাঁওয়ের জাতীয় চলচ্চিত্রকেন্দ্রে উপস্থিত হয়ে প্রিমিয়ার শো দেখেন। এ সময় চলচ্চিত্রটির অভিনেতা, অভিনেত্রীসহ সংশ্লিষ্ট কলাকুশলীরা উপস্থিত ছিলেন। এ আয়োজনে প্রধানমন্ত্রী বলেন, এ চলচ্চিত্রের মাধ্যমে ইতিহাসের অনেক অজানা ঘটনা ও নতুন অধ্যায় জানতে পারবে জাতি।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘আগামীকাল (শুক্রবার) থেকে দেশের সব সিনেমা হলে চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। আমি এর মুক্তির ঘোষণা দিচ্ছি।’ মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং অন্যান্য সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন প্রখ্যাত ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল।চলচ্চিত্রটি ২৭ অক্টোবর ভারতজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে। চলচ্চিত্রটির প্রযোজক বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। অন্যদিকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) এবং ভারতের জাতীয় চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এনএফডিসি) লিমিটেড এর নির্বাহী প্রযোজক।চলতি বছরের ৩১ জুলাই দুই দেশের সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায় চলচ্চিত্রটি। এই চলচ্চিত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া।

নিজস্ব প্রতিবেদক । ১২ অক্টোবর ২০২৩