ঢাকা কলেজস্থ বাগেরহাট জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি আগামী এক বছরের জন্য ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নাঈম তালুকদার এবং সাধারণ সম্পাদক হয়েছেন আল আমিন খলিফা।কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন শিমুল শিকারী। এছাড়াও সাতজন সহ-সভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সাগর তালুকদার এবং সাতজন যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। সেই সঙ্গে সাতজন সাংগঠনিক সম্পাদকও নির্বাচিত হয়েছেন।এছাড়া, নতুন কমিটিতে ১৪ সদস্যের উপদেষ্টা মণ্ডলীরও ঘোষণা দেওয়া হয়েছে।নতুন নেতৃত্বের প্রতি সংগঠনের সদস্যরা আশাবাদী যে, তারা বাগেরহাট জেলার শিক্ষার্থীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
নিজস্ব প্রতিবেদক । ১৭ নভেম্বর ২০২৪
চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ও নার্সকে মারধর করেছেন স্থানীয় বিএনপি নেতা নাসির (৬০)। এসময় নিজেকে জেলা জাসাসের সদস্য সচিব পরিচয় দেয় নাছির উদ্দীন১৩ অক্টোবর রবিবার রাত ৮ ঘটিকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এঘটনা ঘটে । এঘটনায় তাৎক্ষণিকভাবে নাসির উদ্দিন কে আটক করে নিয়ে যায় পটিয়া থানা পুলিশ।হাঁসপাতাল সুত্রে জানা যায়, নাসিরের রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কর্তব্যরত ডাক্তার রোগীকে চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তরিত করার পরামর্শ দেন। কিন্তু নাসির বিষয়টি মানতে না পেরে চিকিৎসক ও নার্সের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে উত্তেজিত হয়ে ডাক্তারকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, এবং কর্তব্যরত নার্সের মাথায় আঘাত করে। এসময় নাসিরের সাথে থাকা ব্যক্তিদের দিয়ে মোঃ কাইসার নামে সহযোগীর মাধ্যমে ফেসবুকে লাইভ করায় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে নাসির।পরবর্তীতে মো: কাইসার ফেসবুক থেকে ভিডিও সরিয়ে নেয়। এঘটনায় সন্ধা থেকে হাসপাতালে উত্তেজনা বিরাজ করে।এবিষয়ে পটিয়া অফিসার ইনচার্জ আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, ঘটনাস্থল থেকে নাসিরকে আটক করা হয়েছে, প্রাথমিক তদন্তে নাসিরের অপরাধের প্রমাণ পাওয়া গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ মামলা করলে এবিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।স্থানীয় বিএনপি নেতাদের সাথে এবিষয়ে যোগাযোগ করা হলে তারা বলেন, নাসির বিএনপির নাম ভাঙ্গিয়ে এর আগেও অনেক হুমকি ধামকি দিয়েছেন শুনেছি, দলের ভাবমূর্তি নষ্ট করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
নিজস্ব প্রতিবেদক । ১৪ অক্টোবর ২০২৪
বগুড়ায় সিরাজুল ইসলামের হত্যাকারীদের ফাঁসির দাবিতে সদর উপজেলার শাখারিয়ায় মানববন্ধনের আয়োজন করেন গ্রামবাসীরা।বুধবার ১৪ আগষ্ট সদর উপজেলার পৌরসভার ১৯ নং ওয়ার্ডের শাখারিয়া নামাবালার গ্রামবাসীসহ সর্বস্তরের মানুষ এই মানববন্ধনে অংশগ্রহন করেন।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ১৯ নং ওয়ার্ড পৌরসভার আওয়ামী লীগের সন্ত্রাশী ওসমান আলীর ছেলে খলিল, আলতাফ মাষ্টারের ছেলে বিপ্লবের নেতৃত্বে ৬ আগষ্ট দেশীয় অস্ত্র নিয়ে একই এলাকার মোজাম মোল্লার ৩য় ছেলে সিরাজুল ইসলামকে ক্ষোভের বশবর্তী হয়ে অতর্কিত হামলায় কুপিয়ে জখম করে। আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোগীর অবস্থা বেগতিক হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় স্থানান্তর করার পরামর্শ দেয়।আহত সিরাজুলকে রাজধানীর আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হলে গত ৯ আগষ্ট সেখানে তিনি মারা যান।পরবর্তীতে ১৪ আগষ্ট সিরাজুল ইসলামের মরদেহ তার গ্রামের বাড়ি শাখারিয়ায় দাফন করা হয়।পরিবার সূত্রে জানা যায়, সিরাজুল ইসলাম পেশায় রং মিস্ত্রি। নিহত সিরাজুলের স্ত্রী ও একটি কন্যা সন্তান রয়েছে।মানববন্ধনে বক্তারা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান।এসময় উপস্থিতি ছিলেন মোঃ মাহফুজার রহমান, আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্ণপর থানা,মো: রেজাউল করিম সভাপতি ১৯ নং ওয়ার্ড বি এন বি, মোঃ দেলোয়ার হোসেন মুক্তি সাধারণ সম্পাদক ১৯ নং ওয়ার্ড বি এন বি, মো:রফিকুল ইসলাম লাদু সহ সভাপতি ১৯ নং ওয়ার্ড বি এন বি, মো: মিস্টার জয়েন্ট সেক্রেটারি ১৯ নং ওয়ার্ড বি এন বি, মোঃ জুয়েল ছাত্র বিষয়ক সম্পাদক ১৯ নং ওয়ার্ড বি এন বি, মো: আলম সদস্য ১৯ নং ওয়ার্ড বি এন বি, মো: দেলোয়ার হোসেন সদস্য ১৯ নং ওয়ার্ড বি এন বি, মোঃ হযরত সদস্য ১৯ নং ওয়ার্ড বি এন বি, মো: মোশারফ হোসেন সদস্য ১৯ নং ওয়ার্ড বি এন বি, মো: কামাল পাশা সভাপতি যুবদল ১৯ নং ওয়ার্ড , মোঃ সোনা মিয়া সহ সাংগঠন যুবদল১৯ নং ওয়ার্ড , মোঃ গফুর সদস্য যুবদল১৯ নং ওয়ার্ড , আল- আমিন ইসলাম তুহিন যুগ্ম আহবায়ক বগুড়া সদর থানা, আবু জাফর ছাত্র নেতা, ডা: মোস্তাফা, রুহুল আমিন বাকি, আবু বক্কর সিদ্দিক, নজরুল ইসলাম বাবু, রেজাউল, সহ আরো গণ্য মান্য ব্যাক্তি।
নিজস্ব প্রতিবেদক । ১৫ আগস্ট ২০২৪
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসাধীনদের খোঁজখবর নেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা।বগুড়ার জগন্নাথ দেবের রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট আহতদের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা।সোমবার বিকাল ৪টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনদের দেখতে গিয়ে এই আশ্বাস দেন তিনি।বিদ্যুতে ঝলসে যাওয়া এই রোগীদের আশ্বস্ত করে প্রতিমন্ত্রী বলেন, “আপনারা সাহস রাখুন, আপনাদের চিকিৎসার সব ধরনের ব্যবস্থা করা হবে।”এসময় রথযাত্রায় আহত ছাড়া সাধারণ রোগীদেরও খোঁজ-খবর নেন প্রতিমন্ত্রী।পরে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী ও আমার মন্ত্রীর নির্দেশে আমি দুর্ঘটনায় আহতদের খোঁজ নিতে এসেছি। আহতদের মধ্যে দু-একজনের অবস্থা একটু খারাপ হলেও বাকীদের অবস্থা শঙ্কামুক্ত।”উত্তরাঞ্চলের গেটওয়ে বগুড়া। বিভিন্ন জেলা থেকে লোকজন এখানে চিকিৎসা নিতে আসে। কিন্তু বগুড়ায় কোনো পূর্ণাঙ্গ বার্ন ইউনিট নেই- এই বিষয়ে সাংবাদিকরা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, “আমাদের প্রক্রিয়া চলছে। প্রথমে বিভাগীয় শহরের হাসপাতাল এবং পরে জেলা পর্যায়ের হাসপাতালে বার্ন ইউনিট করা হবে।”হাসপাতাল পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য মজিবর রহমান মজনু, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আলম, মেডিকেল কলেজের অধ্যক্ষ রেজাউল আলম জুয়েল ও বগুড়া স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি সামির হোসেন মিশু।এর আগে রোববার সোয়া ৫টার দিকে বগুড়া জেলা শহরে জগন্নাথ দেবের রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৪০ জন।নিহতরা হলেন- সারিয়াকান্দী উপজেলার সাহাপাড়ার বাসিন্দা বাসুদেবের স্ত্রী সবিতা (৪০), আদমদীঘি উপজেলার কন্দুগ্রাম থানার ভবানী মোহন্তের ছেলে নরেশ মোহন্ত (৬০), পুরান বগুড়ার হিন্দু পাড়ার বাসিন্দা ননী কেশর সরকারের স্ত্রী অতসি রানী সরকার (৪৫), সদর উপজেলার গোহাইল মাসিন্দা এলাকার বাসিন্দা সুদেব মোহন্তের স্ত্রী রঞ্জিতা মোহন্ত (৫৫) এবং ছোট বেলঘড়িয়া এলাকার মৃত নরেন্দ্রনাথের ছেলে অলক কুমার (৪০)।জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম জানিয়েছে, এ ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক । ০৮ জুলাই ২০২৪
রাজধানীর নতুন পশ্চিম ধানমন্ডির ১১০/৩ নাম্বার শরিফ ম্যানশন ৪ তলা বিশিষ্ট একটি ভবন ও ভবন সংশ্লিষ্ট সমস্ত জিনিসপত্র হাইকোর্টের নির্দেশ অমান্য করে জোরপূর্বক বাড়ী দখল ও এনআরবিসি ব্যাংকের কাছে হস্তান্তরের অভিযোগ উঠেছে। রোববার দুপুর ১২ টার দিকে ঢাকা জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হোসাইনের নেতৃত্বে ভবনটি এনআরবিসি ব্যাংকের নিকট হস্তান্তর করা হয়। এসময় ঘটনাস্থলে বাড়িটির মালিক পক্ষের আইনজীবী এ্যাডঃ বৃষ্টি আক্তার এ অভিযোগ করেন। তিনি বলেন কোর্টে এ বিষয়ে একটি পিটিশন দায়ের করা হয়েছে সেই পিটিশনের হেয়ারিং চলছে তারা হেয়ারিং পর্যন্ত অপেক্ষা করতে পারত। তা না করে দখল ও হস্তান্তর করেছেন। তবে পজিটিভ অর্ডার আসলে দখল হস্তান্তর বাতিল হয়ে যাবে। এদিকে বাংকের উপস্থিত একাধিক কর্মকর্তাদের সাথে কথা বলতে চাইলেও তারা কোনো তথ্য না দিয়ে অফিসে যেতে বলেন।হস্তান্তর ও দখল বিষয়ে এ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে জানতে চাইলে তিনি কোনো কথা না বলে গাড়ীতে উঠে চলে যান। জানাযায় বাড়িটির মালিক এনআরসি ব্যাংক থেকে লোন নিয়েছিলেন। যা এক বছর মেয়াদী। কিন্তু তিনি পরিশোধ না করায় ব্যাংক খেলাপি দেখিয়ে বাড়িটি নিলামে বিক্রি করে দিয়েছে।
নিজস্ব প্রতিবেদক । ০১ জুলাই ২০২৪
বগুড়ার শাজাহানপুরের বনানী বাজার এলাকার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে মা ও তাঁর এক বছরের ছেলের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। তাঁদের হত্যার অভিযোগে শিশুটির বাবাকে আটক করা হয়েছে।গতকাল শনিবার রাতের কোনো একসময় বনানী শুভেচ্ছা আবাসিক হোটেলে ৩০১ নম্বর কক্ষে এই হত্যার ঘটনা ঘটে।পুলিশ জানিয়েছে, নিহত দুজন হলেন মা আশামণি (২০) ও তাঁর এক বছরের ছেলে আবদুল্লাহ আল রাফি। অভিযুক্ত সেনাসদস্য আজিজুল হক (২৩) চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত। দুই মাসের ছুটিতে তিনি সপরিবারে বগুড়ায় আসেন। আজিজুল বগুড়ার ধুনটের হামিদুর রহমানের ছেলে।শাজাহানপুর থানার পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় আজিজুল হক তাঁর স্ত্রী ও সন্তানকে নিয়ে হোটেলে আসেন। রাত্রীযাপনের জন্য তিনি একটি কক্ষ ভাড়া নেন। রাতের কোনো একসময় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যার পর প্রথমে হোটেল কক্ষ ত্যাগ করেছিলেন আজিজুল হক। পরে হোটেল কক্ষে এসে নাটক সাজানোর চেষ্টা করলে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে আজিজুল হককে আটক করে।
নিজস্ব প্রতিবেদক । ০২ জুন ২০২৪
জাতীয় পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশ সারাদেশে ৫লক্ষ বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করেছে। ২০১৭ সাল থেকে পরিবেশ, কৃষি ও জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করছে সংগঠনটি।এই পর্যন্ত সংগঠনটি সারাদেশে ৩২টি জেলা ৯০টি ইউনিট নিয়ে কাজ করে যাচ্ছে। পরিবেশ সচেতনতা এবং বৃক্ষরোপণে অবদান রাখায় ২০২১সালে ওআইসি কর্তৃক যুব মন্ত্রনালয়ের মাধ্যমে অর্জন করেন শেখ হাসিনা ভলান্টিয়ার এ্যাওয়ার্ড ২০২০ এবং ২০১৯ সালে পরিবেশ ও শিক্ষায় অবদান রাখায় জাতীয় পরিবেশ পদক১৯ এ চট্রগ্রাম বিভাগে প্রথম স্থান অর্জন করে।সারাদেশে অতিমাত্রায় গরম যা পরিবেশ বিপর্যয় এবং বৃক্ষ নিধনের ফলে হয়েছে বলে মনে করছেন সংগঠনের কর্মীরা। ২০২৪ সালের ৭জুন থেকে ৭আগস্ট পর্যন্ত ২মাসব্যাপী বৃক্ষরোপণ ক্যাম্পেইনের আয়োজন করেছে সংগঠনটি। সারাদেশে ১লক্ষ মানুষকে এই ক্যাম্পেইনের আওতায় আনবে সবুজ বাংলাদেশ।সংগঠনের একজন সদস্য ১০ জন ব্যক্তিকে ৫টি বৃক্ষরোপণ করার জন্য উদ্বুদ্ধ করবেন। সারাদেশে মোট এক লক্ষ মানুষ ৫টি করে বৃক্ষরোপণ করবেন।যা দাঁড়াবে ৫লক্ষ।এই ছাড়াও সংগঠনের প্রতিটা সদস্য ৫টি করে বৃক্ষরোপণ করবে।দলগতভাবে সকল ইউনিট বৃক্ষরোপণ করবে।এই ক্যাম্পেইনে তারা বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি সহ সর্ব সাধারণের সম্পৃক্ত করবেন বলে জানান।এই বিষয় জানতে চাইলে সবুজ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইসমাইল হোসেন বাবু বলেন সবুজ বাংলাদেশ থেকে ৭জুন থেকে ৭আগস্ট পর্যন্ত ২মাসব্যাপী বৃক্ষরোপণের আমরা আয়োজন করেছি। সারাদেশে ১লক্ষ মানুষকে আমরা ৫টি করে বৃক্ষরোপণের আওতায় আনবো। প্রাকৃতি দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তনে বৃক্ষরোপণের বিকল্প নাই। সবুজ বাংলাদেশ ২০১৭ সাল থেকে সারাদেশে পরিবেশ উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনে কাজ করে যাচ্ছেন।ইতিমধ্যে তারা প্রায় ৭লক্ষ বৃক্ষরোপণ করেন।বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্রদের নিয়ে তারা সচেতনতামূলক এই কার্যক্রম করে যাচ্ছেন
নিজস্ব প্রতিবেদক । ০১ জুন ২০২৪
আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির পক্ষ থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।আজ ২৫ মে শনিবার দুপুরে উপকমিটির সদস্য সচিব ফরিদুন্নাহার লাইলীর নেতৃত্বে কমিটির সদস্যরা জাতির পিতার সমাধিসৌধে ফুলেল শ্রদ্ধা জানান। পরে নেতৃবৃন্দ সমাধিসৌধের পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। তারা পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা, ’৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাতে অংশ নেন। এবং আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ূ কামনায় প্রার্থনা করেন। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) ফসিউর রহমান, আক্তারুজ্জামান, ফয়জুর রব আজাদ, মাহবুব খান, সৈয়দ রিজভী আহমেদ ফারুকী প্রমুখ সহ আরো অনেকে। পরে বেগম ফরিদুন্নাহার লাইলী টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান এবং সেখানে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
নিজস্ব প্রতিবেদক । ২৫ মে ২০২৪
বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২৯ মে অর্থাৎ তৃতীয় ধাপে । মাঠে সরব সম্ভাব্য প্রার্থীরা। জনসংযোগে শামিল করছেন নিজেদের। তবে এবার নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় প্রতিদ্বন্দ্বিতা হবে হাড্ডাহাড্ডি, এমন ধারণা সাধারণ ভোটারের। একই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন।তবে গণ সংযোগ ও জনসমর্থনে বর্তমান উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক এগিয়ে আছেন বলে মনে করছেন স্থানীয় এলাকাবাসী ও আওয়ামী লীগের কয়েকজন নেতা।নির্বাচনের বাকি আরো দুই সপ্তাহ, এরইমাঝে প্রচার-প্রচারণা, উঠান বৈঠক, জনসংযোগে ব্যস্ত প্রার্থী ও নেতাকর্মীরা। সমর্থকরাও বেশ উৎসাহ নিয়ে ছড়িয়ে পড়েছেন নির্বাচনী মাঠে। তবে আগামী ১৩ মে থেকে আনুষ্ঠানিক এ প্রচারণা আরও বৃদ্ধি পাবে।সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, যিনি সৎ, দক্ষ, উপজেলায় টেকসই উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিতের পাশাপাশি পরিবর্তন আনতে পারবেন- এমন ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে চান। এবার ভোটদানের ক্ষেত্রে কিছু বিষয় বিবেচনা করবেন ভোটাররা। প্রার্থী মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কিনা, আদতে উপজেলার রাস্তা-কালভার্ট, ড্রেনেজ ব্যবস্থার পরিবর্তন আনতে পারবেন কিনা, এমনকি রাজনৈতিক দক্ষতা। এছাড়াও উপজেলার আর্থসামাজিক উন্নয়নের মানসিকতাও বিবেচ্য হবে বলে জানান তারা। প্রার্থীর অপরাধ সংশ্লিষ্টতাকেও বেশ গুরুত্ব দিয়ে দেখছেন সাধারণ ভোটাররা।স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, নির্বাচনের আনুষ্ঠানিকতা এখনও শুরু হয়নি। এরমধ্যে চেয়ারম্যান প্রার্থী ও তাদের সমর্থকেরা দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে। নিজেদের অবস্থান জানান দিতে এবং মাঠ দখলে নিতে মরিয়া হয়ে পড়েছে। পোস্টার, ব্যানার ছিড়ে ফেলাসহ সোশ্যাল মিডিয়ায় বিষোদগারে মেতেছেন।দুজন চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে কথা হলে দ্বন্দ্ব ও বিষোদগার নিয়ে মুখ খুলেন তারা। দোষ চাপান একে অন্যের ওপর। বলেন, নির্বাচন অনুষ্ঠিত হতে দেরি। এখনই প্রার্থী ও সমর্থকেরা সোশ্যাল মিডিয়াসহ বিভিন্নভাবে হানাহানি, দ্বন্দ্ব ও বিষোদগার মেতে উঠেছেন। তবে, শেষ পর্যন্ত বড় ধরনের সহিংসতায় জড়িয়ে যেতে পারে বলে ধারণা তাদের।শাখারিয়া ইউনিয়নের বেশ কয়েকজন ভোটার জানান, উপজেলা চেয়ারম্যান হিসেবে আবু সুফিয়ান সফিকে যথেষ্ট যোগ্যতা ও দক্ষতা রয়েছে। এক সময় তুখোর ছাত্রনেতা ছিলেন। রাজনৈতিক জীবনে ও জনপ্রতিনিধি হিসেবে তিনি খুবই চৌকশ। নির্বাচনী মাঠেও বেশ জনপ্রিয়তা রয়েছে।এক প্রশ্নের জবাবে শফিক বলেন, উপজেলায় আরও দুজন প্রার্থী হচ্ছেন। তারা আমার হাতেই ছাত্রনেতা তৈরি হয়েছিল। এটা সবচেয়ে বড় সফলতা, এজন্য আমি গর্বিত। আমার কর্মীরাই প্রতিদ্বন্দ্বিতা করার মতো যোগ্যতা অর্জন করেছেন।জানতে চাইলে চেয়ারম্যান প্রার্থী আবু সুফিয়ান সফিক বলেন, এবারও আমি চেয়ারম্যান পদের একজন প্রার্থী। প্রতীক হিসেবে ঘোড়া চেয়েছি। আগামী ১৩ মে থেকে এ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। ইতোমধ্যে সব প্রার্থীরা নির্বাচনের মাঠে রয়েছেন।সফিক বলেন, টানা ১৫ বছর জনপ্রতিনিধিত্ব করছি। সবার সঙ্গে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে অনেকে নির্বাচিত। তাদের সঙ্গেও সম্পর্ক ভালো। সেই কারণে স্থানীয় সরকারের প্রতিনিধিত্ব করার জন্য মানসিকভাবে প্রস্তুত। এখানে আওয়ামী লীগ আমার সঙ্গে আছে, নিরপেক্ষ মানুষ আছে।এ উপজেলায় একটি পৌরসভা, ১১ ইউনিয়নে মোট ভোটার ৪ লাখ ৩৪ হাজার ২২৯ জন।
নিজস্ব প্রতিবেদক । ১২ মে ২০২৪
জাতীয় পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশের আয়োজনে ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সবুজ আড্ডার আয়োজন করে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।সবুজ অরণ্যে বাঁচুক প্রাণ, নিরাপদ হোক বিশ্বায়ন এই শ্লোগানে গুলশান ০১এর আউড়ি ক্যাফে ১০মে রোজ শুক্রবার বিকেল ৩টায় সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক ও প্রতিষ্ঠাতা ইসমাইল হোসেন বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির পৃষ্টপোষক ও ব্যবসায়ী আবু সায়েম মাছুম।সবুজ আড্ডায় সদস্যরা বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ ও প্লাস্টিক দূষণ রোধকল্পে বিভিন্ন কর্মসূচির প্রস্তাব করেন। এবং প্লাস্টিক বর্জ ব্যবহারে নিজেরা সহ সর্ব মহলকে সচেতন করতে বিভিন্ন কর্মসূচি হাতে নেন।সবুজ ঢাকা সৃষ্টির জন্য ঢাকা কমিটির সদস্যরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। আড্ডায় পরিবেশের বিরুপ প্রক্রিয়ার কথা চিন্তা করে সারাদেশে সংগঠনের সদস্যদের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষোরপণ কর্মসূচির উদ্যোগ নেন।এই সময় সবুজ বাংলাদেশ ঢাকা জেলার সভাপতি সোহেল রানা ইমন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাহেদ আরাফাত, গাজীপুর জেলা সভাপতি কায়ুম অভি, এবং ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ কমিটির সদস্যরা এবং বিভিন্ন জেলার সদস্যরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক । ১১ মে ২০২৪
শিশু পাচারের অভিযোগে ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের হয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হলো।বৃহস্পতিবার (২ মে) দুপুরে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী ছাব্বির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, মিলটন সমাদ্দারের বিরুদ্ধে এখন পর্যন্ত তিনটি মামলার রুজু হয়েছে। তৃতীয় মামলার বাদী হলেন রাজধানীর জিগাতলার বাসিন্দা এম রাকিব (৩৫)। জাল মৃত্যু সনদ তৈরির করার অভিযোগে তার বিরুদ্ধে প্রথম মামলাটি রুজু হয়। এরপর তার আশ্রমের টর্চার সেলে মানুষজনকে মারধর করার অভিযোগে আরও একটি মামলা রুজু হয়। সর্বশেষ তার বিরুদ্ধে মানবপাচার আইনে আরও একটি মামলা রুজু হয়েছে। এদিকে, মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অপকর্মের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠিয়েছে ডিবি পুলিশ।এর আগে, বুধবার (১ মে) রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।সম্প্রতি মিল্টন সমাদ্দারের বিভিন্ন অপকর্ম নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। মুখ খুলতে থাকেন ভুক্তভোগীরাও। যদিও কয়েকটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন মিল্টন সমাদ্দার।
নিজস্ব প্রতিবেদক । ০২ মে ২০২৪
সারাদেশ জুড়ে চলমান তীব্র তাপদাহের মধ্যে ব্যক্তিগত উদ্যোগে রাজধানীতে শ্রমজীবী মানুষের মাঝে খাবার স্যালাইন ও পানি বিতরণ (মুক্তা পানি) করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন রিয়াজ।রোববার ২৮ এপ্রিল দুপুরে রাজধানীর জিরো পয়েন্টে তীব্র তাপদাহের মধ্যে পথচারী, রিকশা চালক, সিএনজি চালকসহ শ্রমজীবীদের কিছুটা স্বস্তি দিতে বিনামূল্যে বিশুদ্ধ মুক্তা পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।এই বিষয়ে মোঃ রিয়াজ উদ্দিন রিয়াজ বলেছেন, চলমান তাপদাহ থেকে সহসাই মিলছে না মুক্তি, তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত রয়েছে। তাই আমি ব্যক্তিগত উদ্যোগে আজ রাজধানীর জিরো পয়েন্টে পথচারী, রিকশা চালক, সিএনজি চালকসহ শ্রমজীবী মানুষের মাঝে খাবার স্যালাইন ও বিশুদ্ধ মুক্তা পানি বিতরণ করেছি। রাজধানীর বিভিন্ন স্থানে সাতদিন ব্যাপী ১০০০ পিস খাবার স্যালাইন ও ১০০০ পিস বিশুদ্ধ মুক্তা পানির বোতল বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বলেন, মানুষ মানুষের জন্য এই কথায় বিশ্বাস রেখে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশনায় সামর্থ্য অনুযায়ী ব্যক্তিগত উদ্যোগে শ্রমজীবীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। একইসঙ্গে সামর্থ্যবান ব্যক্তিদের এই তীব্র তাপদাহে শ্রমজীবীদের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি।খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি পেয়ে রিকশা চালক রহিম মিয়া বলেন, গরীবের মাঝে খাবার স্যালাইন ও পানি বিতরণ ভালো কাজ। আমার মতো রিকশা চালককে খাবার স্যালাইন ও পানি দেয়ায় উপকার হচ্ছে। উনার মতো সমাজের আরও সামর্থ্যবান ব্যক্তিরা গরীবের পাশে দাড়ালে ভালো হতো।প্রসঙ্গত, শুধু রাজধানী ঢাকাতেই নয়; বৃষ্টির জন্য দেশজুড়েই চলছে হাহাকার। প্রায় দুই সপ্তাহ ধরে চলমান তাপদাহে দেশের মধ্যে যেন মরুর গরম নেমেছে।
নিজস্ব প্রতিবেদক । ২৮ এপ্রিল ২০২৪
জনদরদী বিশিষ্ট সমাজসেবক মানবতার ফেরিওয়ালা সৈয়দ রিজভী আহম্মেদ ফারুক ৯ম বারের মত সুজাবাদ উত্তরপাড়া দাখিল মাদরাসার সভাপতি নির্বাচিত হয়েছেন।২২ এপ্রিল সোমবার মাদরাসা শিক্ষা বোর্ডের উপ-রেজিস্ট্রার (প্রশাসন) ওমর ফারুকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। ইতিপূর্বে তিনি ঐ মাদরাসার এডহক কমিটির ৬ বার এবং নির্বাচিত ম্যানেজিং কমিটির ৩ বার সভাপতি নির্বাচিত হলেন ।সামাজিক কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে জীবনে তৃপ্তি খোঁজেন বগুড়ার শাহজাহানপুর উপজেলার মানবতার ফেরিওয়ালা মোহাম্মদ রিজভী আহমেদ ফারুক ওরফে সৈয়দ ফারুকী। দীর্ঘ দুইযুগ ধরে সৃজনশীল ও মানবতার সমন্বয় ঘটিয়ে বঙ্গবন্ধুর আদর্শকে কাঁধে নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, ছিন্নমূল পথশিশু ও রাস্তায় থাকা মানুষের বাসস্থান ও খাবারের ব্যবস্থা করতে থাকেন ফারুকী ।ছোটবেলা থেকেই অসহায়, দুঃস্থ, অবহেলিত মানুষের পাশে দাড়ানোই তার স্বভাব। অসাম্প্রদায়িক চেতনাকে সামনে রেখে প্রেম-মৈত্রী, শান্তি, সম্প্রীতির পথে চলেছেন। প্রগতিশীল চিন্তা-চেতনা উন্মেষ ঘটিয়ে মানবিক মানুষ হিসেবে পরিচিতি পেয়েছেন বগুড়াসহ সারাদেশে।সৃজনশীল প্রতিভা দ্বারা তিনি মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করতে সক্ষম হয়েছেন। তার নৈতিক মূল্যবোধ , সকলের সাথে মিলেমিশে জীবন ধারণ এবং সুখে-দুঃখে একে অপরের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে তিনি করোনাকালীন ও দুর্যোগকালীন সময়ে বহুবার এলাকার অভাবী মানুষের পাশে খাদ্য ও শিতবস্ত্র সামগ্রী বিতরণ করেছেন।ক্ষুধার্ত মানুষকে খাবার দিতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করেন ফারুকী, বলেন মানুষের সেবা বৃহৎ পরিসরে করতে হলে রাজনীতি করা প্রয়োজন । এ প্রয়োজনবোধ হতে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ গড়া সংগঠনে দুইযুগ পূর্বে সম্পৃক্ত ।করোনাকালিন সময়ে মানবতার সুরক্ষার জন্য শাজাহানপুর উপজেলা, বগুড়া সদর পুলিশ ফাঁড়িতে সুরক্ষা বুথ স্থাপন সহ হিজড়া সম্প্রদায়ের নিকট খাবার ও বস্ত্র বিতরণসহ হাজার হাজার মাস্ক বিতরণে বেশ সুখ্যাতি অর্জন করেছেন ।ফারুকী বাংলাদেশ আওয়ামী তাতীলীগ বগুড়া জেলা শাখার উপদেষ্টার দায়িত্বে ছিলেন। বর্তমানে একাধারে মা নুরজাহান ইয়াছিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সুজাবাদ উত্তরপাড়া দাখিল মাদ্রাসার আজীবন দাতা সদস্য, বাংলাদেশ অর্পণ রক্তদান সংস্থার সহ সভাপতি, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক, বিট পুলিশিং ইউনিট ১৩নং ওয়ার্ড বগুড়ার সহসভাপতি, সুজাবাদ উত্তরপাড়া বাইতুল মামুর সিদ্দিকিয়া কেন্দ্রীয় জামে মসজিদ বগুড়ার সহসভাপতি, যুব সমবায় সমিতি, সুজাবাদ, শাজাহানপুর, বগুড়ার প্রতিষ্ঠাতা সহসভাপতি, ড. মোহাম্মাদ শহিদুল্লাহ প্রতিষ্ঠিত বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের আজীবন সদস্য, বাংলাদেশ সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও ইভটিজিং প্রতিরোধ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব সততা ও নিষ্ঠার সহিত পালন করে আসছেন।ইতিপূর্বে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির নির্দেশ ক্রমে সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের ও বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এবং সদস্যসচিব ফরিদুন্নাহার লাইলীর স্বাক্ষরিত কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। জনপ্রতিনিধি হতে চান কি না এমন প্রশ্নে ফারুকী জানান, বঙ্গবন্ধুর আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডের সাথে সম্পৃক্ত হয়ে দেশ জাতি, সমাজের জন্য কাজ করতে চাই। এছাড়াও যদি শাহজাহানপুর উপজেলার মানুষ চায় তাহলে সকল শ্রেণীপেশার মানুষদের জন্য কাজ করে যেতে চাই। সভাপতি অনুমোদিত হওয়ায় মাদ্রাসার সুপার জাহিদুল ইসলাম তাকে অভিনন্দন জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক । ২৪ এপ্রিল ২০২৪
ঢাকায় অবস্থানরত নাঙ্গলকোটের ছাত্রদের সংগঠন নাঙ্গলকোট ছাত্র ফোরাম ঢাকা'র উদ্যোগে স্থানীয় এক ঝাঁক শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। নাঙ্গলকোটের এক মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে ছাত্র ফোরামের সভাপতি মুহিব্বুল্লাহ আল হুসাইনীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাহমুদুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মু'তাসিম বিল্লাহ শাহেদী৷ এসময় তিনি বলেন, ক্যারিয়ারকে শুধু আয়ের মাধ্যম হিসেবে বিবেচনায় না নিয়ে সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগাতে হবে।এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ, ঢাবির সাবেক শিক্ষার্থী খন্দকার আলমগীর হোসেন, অ্যাডভোকেট জাকির হোসেন, এন এস এফ'র সাবেক সভাপতি গিয়াস উদ্দিন, স্থানীয় ছাত্র সমন্বয়ক মিজানুর রহমান, ইব্রাহীম আজাদ, স্থানীয় ছাত্র প্রতিনিধি সেলিম ভূঁইয়া, শাখাওয়াত হোসেন, জাহিদ হোসেন প্রমুখ।প্যানেল ডিসকাশন পর্বে আরো স্পিকার ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), ঢাবি ও মেডিকেলের শিক্ষার্থীরা।
নিজস্ব প্রতিবেদক । ১৭ এপ্রিল ২০২৪
হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজি হকের নামে ভূয়া ফেসবুক আইডি খুলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে। এ বিষয়ে তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র ম্যানেজার আবুল খায়ের এ সাধারণ ডায়েরি করেন। আবুল খায়ের থানা উপস্থিত হতে না পারলেও অফিস সহকারী লিকু খানের মাধ্যমে তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।ডায়েরি তে উল্লেখ করা হয় গত ৬ এপ্রিল একটি মামলায় হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজি হক আইনি প্রক্রিয়া শেষে কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করে বাসায় বিশ্রামে আছে। আদম তমিজি হকের মুক্তির পর পর একটি গোষ্ঠী বিভ্রান্তি ছড়ানোর জন্য একটি ভূয়া ফেসবুক একাউন্ট ব্যবহার করে পূর্বের ভিডিও প্রকাশ করছে, তাদের এ কার্যক্রমে আদম তমিজি হক মানসিক ভাবে ভেঙে পড়েছেন্ এবিষয় টি সঠিক তদন্তের জন্য থানা সাধারণ ডায়েরি করা হয়েছে বলে ডায়েরিতে উল্লেখ করা হয়।উল্লেখ্য, দেখা যায়, Adam tamizi Haque নামে একটি ফেসবুক আইডিতে আদম তমিজি হকের ছবি ব্যবহার করে ভিডিও এবং লেখা পোষ্ট করা হয়েছে।আদম তমিজি হক পরিবার সূত্রে জানা যায়, কে বা কাহারা আদম তমিজি হকের নাম এবং ছবি ব্যবহার করে ভূয়া ফেসবুক আইডি খুলে পূর্বের বিভিন্ন ভিডিও আপলোড করছেন।পরিবার সূত্রে জানা যায়, আদম তমিজি হক এখনো সম্পূর্ণ সুস্থ নয়, জামিনে মুক্তি পেয়ে তিনি বাসায় বিশ্রাম করছেন। এই মুহুর্তে তিনি কোনধরনের সোস্যাল মিডিয়া ব্যবহার করছেন না।কোন একটি মহল তার বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াতে ভূয়া ফেসবুক আইডি খুলে ভিডিও আপলোড করছেন, এবিষয়ে দ্রুত থানায় সাধারণ ডায়েরি করবেন বলে জানান আদম তমিজির পরিবার।এরআগে ফেসবুকে বিতর্কিত মন্তব্যের জেড়ে রাজধানীর দক্ষিণখান থানায় আদম তমিজি হকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয় এবং গত ৯ ডিসেম্বর পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে আদালতের নির্দেশে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনসটিটিউটে চিকিৎসার জন্য পাঠানো হয় তাকে। হাসপাতালে নয়জন বিশেষজ্ঞ চিকিৎসকের বোর্ডের তত্ত্বাবধানে ছিলেন তিনি। গ্রেপ্তারের ২৫ দিনেও তাকে আদালতে হাজির বা তার শারীরিক অবস্থা সংক্রান্ত কোনো মেডিকেল প্রতিবেদনও দাখিল না করায় তাকে হাজিরের নির্দেশ দিয়েছিলেন ঢাকার মহানগর হাকিম আদালত। সে অনুযায়ী গত ৪ জানুয়ারি হাসপাতাল থেকে আদালতে হাজির করা হয় আদম তমিজি হককে। পরে তার জামিন নামঞ্জুর করে পাঠানো হয় কারাগারে। পরবর্তীতে তার জামিন আবেদন মুঞ্জর করেন আদালত। জামিনের পর আদম তমিজি হক কারাগার থেকে মুক্তি পেয়েছেন । সাইবার নিরাপত্তা আইনের মামলায় জামিনের পর বৃহস্পতিবার (৪ এপ্রিল) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
নিজস্ব প্রতিবেদক । ০৭ এপ্রিল ২০২৪
হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজি হকের নামে ভূয়া ফেসবুক আইডি খুলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে।দেখা যায়, Adam tamizi Haque নামে একটি ফেসবুক আইডিতে আদম তমিজি হকের ছবি ব্যবহার করে ভিডিও এবং লেখা পোষ্ট করা হয়েছে।আদম তমিজি হক পরিবার সূত্রে জানা যায়, কে বা কাহারা আদম তমিজি হকের নাম এবং ছবি ব্যবহার করে ভূয়া ফেসবুক আইডি খুলে পূর্বের বিভিন্ন ভিডিও আপলোড করছেন।পরিবার সূত্রে জানা যায়, আদম তমিজি হক এখনো সম্পূর্ণ সুস্থ নয়, জামিনে মুক্তি পেয়ে তিনি বাসায় বিশ্রাম করছেন। এই মুহুর্তে তিনি কোনধরনের সোস্যাল মিডিয়া ব্যবহার করছেন না।কোন একটি মহল তার বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াতে ভূয়া ফেসবুক আইডি খুলে ভিডিও আপলোড করছেন, এবিষয়ে দ্রুত থানায় সাধারণ ডায়েরি করবেন বলে জানান আদম তমিজির পরিবার।এরআগে ফেসবুকে বিতর্কিত মন্তব্যের জেড়ে রাজধানীর দক্ষিণখান থানায় আদম তমিজি হকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয় এবং গত ৯ ডিসেম্বর পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে আদালতের নির্দেশে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনসটিটিউটে চিকিৎসার জন্য পাঠানো হয় তাকে। হাসপাতালে নয়জন বিশেষজ্ঞ চিকিৎসকের বোর্ডের তত্ত্বাবধানে ছিলেন তিনি। গ্রেপ্তারের ২৫ দিনেও তাকে আদালতে হাজির বা তার শারীরিক অবস্থা সংক্রান্ত কোনো মেডিকেল প্রতিবেদনও দাখিল না করায় তাকে হাজিরের নির্দেশ দিয়েছিলেন ঢাকার মহানগর হাকিম আদালত। সে অনুযায়ী গত ৪ জানুয়ারি হাসপাতাল থেকে আদালতে হাজির করা হয় আদম তমিজি হককে। পরে তার জামিন নামঞ্জুর করে পাঠানো হয় কারাগারে। পরবর্তীতে তার জামিন আবেদন মুঞ্জর করেন আদালত। জামিনের পর আদম তমিজি হক কারাগার থেকে মুক্তি পেয়েছেন । সাইবার নিরাপত্তা আইনের মামলায় জামিনের পর বৃহস্পতিবার (৪ এপ্রিল) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
নিজস্ব প্রতিবেদক । ০৬ এপ্রিল ২০২৪
ঈদের আনন্দ ভাগাভাগি করতে ও মানবকল্যানের সঙ্গে পরিচয় ঘটাতে আসছে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুর সেন্ট যাকোব স্কুলের শিক্ষার্থীদের আয়োজনে প্রায় ১৫০ জনের ও অধিক গরীব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (২ এপ্রিল) বেলা ১২ টায় বিদ্যালয়টির মূল ফটকে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন সেন্ট জ্যাকব স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা।সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার সকাল থেকেই বিদ্যালয় ফটকে অসহায় মানুষের ভিড় । কেউ আসেন হুইল চেয়ার নিয়ে, কারও হাতে আবার ব্যাগের ঝুলি। সবার লক্ষ্য একটিই 'ঈদের উপহার ব্যাগ' সংগ্রহ করা। শিশুদের থেকে এমন ব্যাগ পেয়ে খুশি অসহায় মানুষগুলোও। প্রাণ ভরে এসব শিশুর জন্য দোয়া করেন তারা, বলেন এই শিশুরা আরো বড় হোক মানুষের মতো মানুষ হোক।বিদ্যালয়টির প্রধান শিক্ষক ওয়াটসন হালদার বলেন, 'এটি শুধু মানব সেবা নয় শিক্ষার্থীদের জন্য একটি প্রশিক্ষণের অংশ। মূলত বাচ্চারা তাদের অভিভাবকদের থেকে অর্থ নিয়ে অসহায়দের জন্য চাল ডাল তেল সেমাইসহ আরো অনেক পণ্য কিনে দিয়েছে। এর সঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষক-শিক্ষিকাও আর্থিক সহযোগিতা করেছেন। ওয়াটসন বলেন, 'শিক্ষার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা ও মূল্যবোধ জাগ্রত করা। শুধু সিলেবাস এর পড়ার মধ্যেই সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীরা যেন বাস্তব জীবনে প্রতিফলন ঘটাতে পারে এই লক্ষ্যেই প্রতিবছর এমন কর্মসূচির আয়োজন করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ ।
নিজস্ব প্রতিবেদক । ০২ এপ্রিল ২০২৪
রাজধানীর গুলশান-২ নম্বর এলাকায় ফল বিক্রেতা এবং ক্রেতার মধ্যে মারধরের ঘটনার জেরে শনিবার এক ক্রেতার বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেছেন ফল ব্যবসায়ী মোঃ কেরামত।তিনি মামলায় অভিযোগ করেন, ফল ক্রেতা এস এম তারিকুজ্জামান এবং শোয়াইব তাহসীম ফলের ওজন কম হয়েছে এমন অভিযোগ এনে উক্ত তাদের সাথে তুচ্ছ-তাচ্ছিল্য করে গালিগালাজ করে এবং এক পর্যায়ে ফল ক্রেতারা লোকজন ডেকে এনে তাদের উপর হামলা চালায়।উক্ত মামলায় আরও অভিযোগ করা হয় যে, ফল ক্রেতাদের হামলায় ঐ দোকানির চাঁচা মোঃ শামীম মুন্সির মাথায় গুরুতর জখম হয়।এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ঘটনাটি খুবই তুচ্ছ। ফল কেনার সময় ক্রেতা-বিক্রেতার মধ্যে তর্ক হয়। এর জেরেই মারধরের ঘটনা ঘটে। যাঁরা আহত হয়েছেন, তাঁরা মামলা করেছে। এদিকে, ক্রেতা রুবাইয়াত আজম অভিযোগ করেন, তাঁর সহকর্মী এস এম তারিকুজ্জামান এবং তাঁর ছোট ভাই শোয়াইব তাহসীম ফল কিনতে গুলশান-২ নম্বরে যান। সেখানে ফুটপাতের ফলের দোকান থেকে এক কেজি আঙুর কেনেন। দোকানদার ওজনে কম দেওয়া নিয়ে তাঁদের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে সেখানকার ফলের দোকানদারেরা তাঁদের মারধর করেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরে তাঁর ওপরও হামলা হয়।রুবাইয়াত আজমের ভাষ্য, দোকানদের হামলায় তাঁর সহকর্মী এস এম তারিকুজ্জামান মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তাঁর মাথায় ছয়টি সেলাই লেগেছে।এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করে নিয়ে গেছে।
নিজস্ব প্রতিবেদক । ২৪ মার্চ ২০২৪
সরকারি জমিতে দোকানঘর স্থাপনা নির্মাণে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে গাইবান্ধা জেলা দায়রা জজ আদালতের জজ আবুল মনসুরের বিরুদ্ধে। স্থানীয়রা অভিযোগ করেন রাষ্ট্রীয় কোষাগারে নামমাত্র ৫২ হাজার টাকার রিসিট জমা দিয়ে দোকান মালিকদের থেকে ৫ লক্ষ টাকার অধিক অর্থ আদায় করেছেন জজ আবুল মনসুর।নিয়ম নীতির তোয়াক্কা না করে ব্যক্তিগত ক্ষমতার বলে জেলা দায়রা জজ আবুল মনসুর জনগণের থেকে ৫ লক্ষের ও অধিক টাকা নেওয়ার অভিযোগ তুলেছে স্থানীয়রা।স্থানীয় সূত্রে জানা যায়, কোর্ট এলাকার জমি হওয়ায় ব্যক্তিগত ক্ষমতা ব্যবহার করে এসব স্থাপনা নির্মানে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে জজ আবুল মনসুর ও তার অনুসারীরা। এনিয়ে কোর্টের জায়গারে কথিত লিজ প্রক্রিয়ার আইনগত বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানান তারা। তারা বলছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে কথিত লিজের প্রক্রিয়া প্রকাশ করতে হবে। এ সব তথ্য জানার অধিকার নাগরিক অধিকার।বিবৃতিতে বলা হয়, ‘গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, সম্প্রতি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত গাইবান্ধার কাচারি বাজারে পুরাতন জজ কোর্টের জায়গায় দখল-বেদখল ও মূল্যবান বিভিন্ন প্রজাতির গাছ কাটা হয়েছে। এ নিয়ে বেশ কিছু প্রশ্নের উদ্রেক হয়েছে। প্রথমত- কোন প্রক্রিয়ায়, কীভাবে, কবে, কখন মূল্যবান জায়গাটি লিজ দেওয়া হয়েছে তা অস্পষ্ট। দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় থাকার পর কেন হঠাৎ করে লিজ দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিল তাও অস্পষ্ট। রাতারাতি সেখানকার পুরনো গাছ-গাছালি কেটে হরিলুট করার পরও আইন প্রয়োগকারী প্রতিষ্ঠান জায়গাটির তত্ত্বাবধায়ক জেলা ও দায়রা জজ আদালত কর্তৃপক্ষের নির্বিকার ভূমিকা জনমনে প্রশ্ন তুলেছে।‘সরকারি জায়গায় গাছ কাটার ক্ষেত্রে পরিবেশ অধিদফতরের অনুমোদন নেওয়া হয়েছে কিনা তাও পরিষ্কার না। শোনা যায়, প্রতি স্কয়ার ফুট আট টাকা ফি দরে লিজ দেওয়া হলেও এই লিজ ফি কোন প্রক্রিয়ায় নির্ধারণ করা হয়েছে তা জানা দরকার। নিয়ম অনুযায়ী পৌর এলাকার যেকোনও অবকাঠামো নির্মাণের জন্য পৌরসভা থেকে নকশা অনুমোদন করা বাধ্যতামূলক। এ ক্ষেত্রে অনুমোদন নেওয়া হয়েছে কিনা সেটিও অজানা। ব্যবসায়ী ছাড়াও প্রভাবশালী বিভিন্ন শ্রেণির পেশার মানুষকে এই জায়গায় বরাদ্দ দেওয়া হয়েছে। এমনকি তাদের অনেকে মোটা অংকের টাকার বিনিময়ে বরাদ্দ হাতবদল করেছেন।‘এমনও শোনা যায়, কর্তৃপক্ষ নন জুডিশিয়াল স্ট্যাম্পে কথিত ভাড়াটেদের কাছে শর্ত দিয়েছে, যেকোনও সময় বিনা নোটিশে এ জায়গা ছাড়তে হবে। তাহলে যারা মোটা অংকের অর্থের বিনিময়ে জায়গার বরাদ্দ নিয়েছেন ভবিষ্যতে তাদের আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে।’বিবৃতিদাতারা বলেন, ‘উপরোক্ত প্রশ্নগুলোর উত্তর প্রকাশ করা কর্তৃপক্ষের নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি। আমাদের বিশ্বাস, কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে কথিত লিজের প্রক্রিয়ার বৈধতাসহ সব প্রশ্নের জবাব প্রকাশ করবেন। আর এ সব তথ্য জানার অধিকারকে আমরা নাগরিক অধিকার বলে মনে করি।’এবিষয়ে কথা বলতে জজ আবুল মনসুরের সাথে একাধিক বার যোগাযোগ করলেও ফোন ধরেননি তিনি।বিবৃতিদাতারা হলেন- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য আমিনুল ইসলাম গোলাপ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি গাইবান্ধা জেলা সভাপতি প্রণব চৌধুরী, বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক আহসানুল হাবীব সাঈদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, রাষ্ট্র সংস্কার আন্দোলন জেলা আহ্বায়ক মৃণাল কান্তি বর্মণ, বাংলাদেশের কমিউনিস্ট লীগ জেলা সম্পাদক রেবতি বর্মণ, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন জেলা আহ্বায়ক অ্যাডভোকেট নওশাদুজ্জামান এবং বাসদ (মার্কসবাদী) জেলা কমিটির সদস্য অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী।
নিজস্ব প্রতিবেদক । ২৫ ফেব্রুয়ারি ২০২৪
যাত্রীদের চাহিদা বিবেচনায় আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে মেট্রোরেলের ট্রিপ বাড়াচ্ছে মেট্রোরেল কর্তৃপক্ষ।আজ বৃহস্পতিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এ তথ্য জানান।তিনি বলেন, পিক আওয়ারে প্রতি ৮ মিনিট, স্পেশাল অফ-পিক আওয়ারে ১০ মিনিট এবং অফ-পিক আওয়ারে ১২ মিনিট পরপর ট্রেন চলাচল করবে।নতুন সময়সূচি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল সাড়ে ৭টা থেকে ১১টা ৪৮ মিনিট পর্যন্ত এবং বিকেল ৩টা ১৩ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত ৮ মিনিট পরপর ট্রেন চলবে।মতিঝিল স্টেশন থেকে সকাল ৮টা থেকে দুপুর ১২টা ৮ মিনিট পর্যন্ত এবং বিকেল ৩টা ৫৩ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত ৮ মিনিট পরপর ট্রেন চলবে।এ ছাড়া, মতিঝিল থেকে সকাল ৭টা ১০ মিনিট থেকে সাড়ে ৭টা পর্যন্ত এবং উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল সাড়ে ৭টা থেকে সকাল ৮টা পর্যন্ত ১০ মিনিট পরপর ট্রেন ছেড়ে যাবে।অফপিক আওয়ারে ট্রেন ছাড়বে ১২ মিনিট পরপর।
নিজস্ব প্রতিবেদক । ১৫ ফেব্রুয়ারি ২০২৪