সাইবার সিকিউরিটি এক্সপার্ট ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করবে পিপলএনটেক

নিজস্ব প্রতিবেদক । ০১ সেপ্টেম্বর ২০২৩

সাইবার সিকিউরিটি এক্সপার্ট ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করবে পিপলএনটেক

স্মার্ট বাংলাদেশ’ গড়ার মূল চাবিকাঠি হবে ডিজিটাল সংযোগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট জাতি গঠনই বাংলাদেশের পরবর্তী লক্ষ্য।

স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণে সাইবার সিকিউরিটি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করবে পিপলএনটেক বাংলাদেশ। ইতিমধ্যে সাইবার সিকিউরিটি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি। সাইবার সিকিউরিটি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে প্রতিষ্ঠানটির মূল ক্যাম্পাস হবে ঢাকার কেরানীগঞ্জে, এমনটি ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির সিএফও ফারহানা হানিপ।

সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ভার্চ্যুয়াল বাস্তবতা, উদ্দীপিত বাস্তবতা, রোবোটিকস ও বিগ ডেটার মতো ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের মাধ্যমে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে বাংলাদেশে কাজ করে যাচ্ছে দেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান পিপলএনটেক ইন্সটিটিউট অফ আইটি। বাংলাদেশ সহ বিশ্বের তিনটি দেশে দেড় যুগ যাবত কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

২০০৫ সালে যাত্রা শুরু করে পিপলএনটেক ইন্সটিটিউট অফ আইটি। প্রতিষ্ঠানটির শিক্ষণ-শিখন এবং জব প্লেসমেন্ট পদ্ধতি ইতোমধ্যেই একটি সফল মডেল হিসেবে বিবেচিত হয়েছে।

ঢাকার কেরানীগঞ্জে বেড়ে উঠা ফারহানা হানিফ বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়। সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ফারহানা হানিপ পরিবারের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের স্ট্রেয়ার ইউনিভার্সিটি থেকে ডাবল ব্যাচেলর ইনফরমেশন টেকনোলজি এন্ড সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। এছাড়াও যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটিতে বর্তমানে এমবিএ, মাস্টার্স ইন লিডারশীপ ম্যানেজমেন্টে পড়ছেন তিনি।
যুক্তরাষ্ট্রের সর্বোৎকৃষ্ট আইটি কোম্পানিতে দীর্ঘ ২০ বছরের কাজের অভিজ্ঞতা নিয়ে পিপলএনটেক যুক্তরাষ্ট্র, ইন্ডিয়া ও বাংলাদেশ অফিসের স্বত্বাধিকারী ও প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে সার্বক্ষণিক নজর রাখছেন তিনি।

এছাড়াও যুক্তরাষ্ট্রের পাবলিক সেক্টর ও গভমেন্ট সেক্টর নিয়ে কাজের পাশাপাশি ওয়াশিংটন ডিসিতে উইমেন ইমপ্যাক্ট ইন পাবলিক পলিসি (ডব্লিউআইপিপি) সংগঠনের সাথে কাজ করে যাচ্ছেন তিনি।

সম্প্রতি বাংলাদেশ ভিজিট করেন পিপলএনটেক প্রেসিডেন্ট ও ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির সিএফও ফারহানা হানিফ।

গত ১৬ আগষ্ট বাংলাদেশে আরটিভির ইয়ং স্টার প্রোগামে মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রে শিলার ও তার স্ত্রী মার্সিয়া শিলারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পিপলএনটেক প্রেসিডেন্ট ও ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির সিএফও । উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, আরটিভির চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলম।

এসময় ফারহানা হানিপ বলেন, 'পিপলএনটেক থেকে প্রশিক্ষণ গ্রহণ করে প্রায় আট হাজারেরও অধিক শিক্ষার্থী আইটিতে জব করছে। যার অধিকাংশ'ই হচ্ছেন নারী। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন প্রকল্প, বিশ্ববিদ্যালয় মুঞ্জুরী কমিশন ও হাইটেকপার্কের সাথে পিপলএনটেক ও ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির কার্যক্রমসহ বিভিন্ন প্রকল্প বিষয়ক আলোচনা করা হয়। বর্তমানে যুক্তরাষ্ট্র,বাংলাদেশ ও ইন্ডিয়ার অন্যতম একটি সেরা আইটি ট্রেনিং সেন্টারে পরিনত হয়েছে পিপলএনটেক।

পিপলএনটেক ও ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির কার্যক্রম শুনে এসময় উচ্ছ্বসিত হোন বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতের মুখপাত্র।

ভবিষ্যতে পিপলএনটেক ও ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি নিয়ে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন মুখপাত্র ব্রে শিলার।

বাংলাদেশ সহ তিনটি দেশ যুক্তরাষ্ট্র ও ভারতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে পিপলএনটেক ইন্সটিটিউট অফ আইটি। বাংলাদেশের শিক্ষা জীবন সমাপ্তি করা বেকার যুবক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আইটি শিক্ষায় শিক্ষিত করে স্মার্ট বাংলাদেশের কর্ণধার হতে নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছে পিপলএনটেক।

বর্তমানে ফারহানা হানিপের স্বপ্ন ঢাকা জেলা ১ ও ২ এলাকার বেকার যুবকদের আইটি শিক্ষায় শিক্ষিত করে স্বাবলম্বী করে তোলা।

তিনি বলেন, আমি চাই আমার সবচেয়ে পছন্দের ঢাকা ১ ও ২ এলাকার যুবকদের যেন বিশ্বের অন্য কোন দেশে গিয়ে অড জব করতে না হয়, তাদের স্কিল ডেভলপমেন্ট করার জন্য পিপলএনটেক সর্বদা তাদের পাশে থাকবে এবং আইটি শিক্ষায় শিক্ষিত করে তুলে আমরাই চাকুরির ব্যবস্থা করে দিবো।

ঢাকা জেলা জিঞ্জিরা এলাকার যুবকদের পড়াশোনার মান এবং তাদের আইটি শিক্ষায় শিক্ষিত করার জন্য সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির পাশাপাশি যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মালিকানায় ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি প্রতিষ্ঠা করেন পিপলএনটেকের নির্বাহী প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আবু বকর হানিপ। ঐ বিশ্ববিদ্যালয়ের প্রধান অর্থ কর্মকর্তা হিসাবে দায়িত্বে রয়েছেন ফারহানা হানিপ।

ফারহানা হানিপ বলেন, যুগের সাথে তাল মিলিয়ে বাংলাদেশীদেরকে উন্নতির চরম শিখরে পৌছানোর জন্য পিপলএনটেক এর পাশাপাশি ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজিও বর্তমানে কাজ করে যাচ্ছে। তিনি বলেন চার বছরের ডিগ্রি নিয়ে যাতে করে বসে থাকতে না হয় তার জন্য ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজি এবং পিপলএনটেক ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির কর্মকর্তাবৃন্দ কাজ করে যাচ্ছেন। এ প্রসঙ্গে পিপলএনটেক ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির ছাত্রছাত্রীদের জন্য ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজির বিভিন্ন্ কোর্সে ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড়ের ব্যবস্থা করবেন বলেও তিনি জানান'।

সম্প্রতি পিপলএনটেক ইন্সটিটিউট অফ আইটি পরিদর্শনে আসেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন।
এসময় পিপলএনটেক ইন্সটিটিউট অফ আইটির কার্যক্রম দেখে উচ্ছ্বসিত হোন তিনি।

এছাড়াও ফারহানা হানিপের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জিঞ্জিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাকুর হোসেন সাকু।

সাক্ষাতকালে সাকু বলেন, পিপলএনটেক ও ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির কার্যক্রম দেখে আমি মুগ্ধ।
এসময় তিনি শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার করার প্রস্তাব দেন।