নিজস্ব প্রতিবেদক । ০৩ এপ্রিল ২০২৩
বগুড়ায় ঈদকে সামনে রেখে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযান চালানো হয়েছে। অভিযানে শহরের রানা প্লাজার কসমেটিকস কর্ণারকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (২ এপ্রিল) দুপুর ১২ টায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখার আলম রিজভী।
এসময় রানার প্লাজায় কসমেটিকস কর্ণারে পণ্যের গায়ে আমদানিকারকের নাম, মূল্য না থাকার অপরাধে প্রতিষ্ঠান টিকে ৮ হাজার টাকা অর্থদণ্ড জরিমানা করা হয়।
বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী "বাংলা ওয়্যারকে" বলেন , 'ঈদকে সামনে রেখে বগুড়ায় কোন অসাধু ব্যবসায়ী যাতে ভোক্তা পর্যায়ে কোন অনিয়ম না করতে পারে তার জন্য জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।'
এসময় তিনি জনসাধারণের মাঝে সচেতনতার বাড়ানোর লক্ষ্যে লিফলেট বিতরণ করেন।