সরকারি নিয়ম ভেঙে ছুটি ছাড়াই বিদেশ গেল ইউপি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক । ০২ মে ২০২৩

সরকারি নিয়ম ভেঙে ছুটি ছাড়াই বিদেশ গেল ইউপি চেয়ারম্যান

আসিফ ইকবাল - বগুড়ার এক ইউপি চেয়ারম্যান বিরুদ্ধে সরকারি নিয়ম ভঙ্গ করে বিনা ছুটিতে বিদেশ যাওয়ার অভিযোগ উঠেছে। আব্দুল মোমিন মহসিন নামের ওই ব্যক্তি শেরপুর উপজেলার ৩ নং খামার কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলে জানা গেছে।

তারিকুল হোসাইন নামের (মমিন মহসিনের ঘনিষ্ঠ) এক ব্যক্তির সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডি থেকে উন্নত চিকিৎসার জন্য আব্দুল মোমিনের ভারত যাওয়ার বিষয়টি জানা গেছে।

তবে, এ-বিষয়টি জানেন না, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা ও ইউনিয়ন পরিষদ সচিব আব্দুস সালাম।

স্থানীয় একাধিক সূত্র জানায়, উপজেলার গুরুত্বপূর্ণ একটি ইউনিয়ন খামার কান্দি। নানা কাজ ও বিভিন্ন প্রয়োজনেই স্থানীয়দের চেয়ারম্যানের কাছে আসতে হয়। স্থানীয়রা জানায়, গত দুই থেকে তিন দিন ধরে তারা চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদে পাচ্ছেন না। পরিষদের সচিবও বলতে পারছেন না চেয়ারম্যান কোথায়। এতে, তাদের প্রয়োজনীয় কাজে বিঘ্ন ঘটছে। অনেকেই আবার সেবা না পেয়ে ফিরেও যাচ্ছেন।

তবে, তারিকুল হোসাইন নামের ওই ফেসবুক আইডি থেকে স্থানীয়রা জানতে পারেন মমিন মহসিন চিকিৎসা নিতে ভারতের বেঙ্গলর নারায়ণ্য কলেজ হাসপাতালে গেছেন।

জানা গেছে, কোন জনপ্রতিনিধি (ইউপি চেয়ারম্যান) যেকোনো প্রয়োজনে, বিদেশ গেলে— স্থানীয় প্রশাসনের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে ছুটি নিতে হবে তাকে। এক্ষেত্রে আব্দুল মোমিন মহসিন, সেটি—করেননি।

তবে, ওই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিলন জানায়, মোমিন মহসিন বিদেশ যাওয়ার আগে তাকে লিখিতভাবে জানিয়ে গেছেন।

এ-বিষয়ে সোমবার শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা বলেন, অনুমতি ছাড়া তো বাইরে যাওয়ার কথা না। আচ্ছা আমি দেখছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আচ্ছা আমি বিষয়টি জেনে জানাচ্ছি।

এ-প্রসঙ্গে খামার কান্দি ইউনিয়ন সচিব আব্দুস সালাম বলেন, চেয়ারম্যান সাহেব অসুস্থ। উনি চিকিৎসা নেবেন—এটুকু আমি জানি। তিনি বলেন, বহির্বিশ্বে গেলে তো সরকারি অনুমতি লাগে স্থানীয় প্রশাসন থেকে। কিন্তু সেই অনুমতি কাগজপত্র আমার কাছে নেই, দেননি। উনি (চেয়ারম্যান) যদি কাগজপত্র নিয়ে থাকেন, তাহলে তার কাছেই রেখে দিয়েছেন।

আব্দুস সালাম মনে করেন, বহির্বিশ্বে গেলে অবশ্যই অফিসিয়াল ডকুমেন্টস রেখে যাওয়া উচিত। এক প্রশ্নের জবাবে আব্দুস সালাম বলেন, আব্দুল মোমিন বহির্বিশ্বে গেছেন কি-না, যদি আমার কাছে কাগজপত্র থাকতো বলতে পারতাম।