রাজধানীতে মোটরসাইকেল চুরি, চিহ্নিত চোর এক মাসেও ধরা ছোঁয়ার বাইরে

নিজস্ব প্রতিবেদক । ০২ সেপ্টেম্বর ২০২৩

রাজধানীতে মোটরসাইকেল চুরি, চিহ্নিত চোর এক মাসেও ধরা ছোঁয়ার বাইরে

রাজধানীতে মোটরসাইকেল চুরির প্রায় ১ মাসেও ধরা পরেনি চোর। রাজধানীর আদাবর থানার জাপান গার্ডেন সিটির ২৪ নম্বর ভবনের ৪র্থ তলায় থাকতেন শওকত ইমরান (৪৮)।

প্রতিদিনের মতো নিজ কাজ শেষে গত ৯ আগষ্ট রাত্রি ৮ ঘটিকায় R15-V3 মডেল, ঢাকা মেট্রো -ল ৫৫-১০২৭ সিলভার কালারের মোটরসাইকেলের ঘাড় লক করে বাসার নিচে রেখে ৪র্থ তলায় যান শওকত ইমরান। পরদিন ১০ আগষ্ট সকাল ৭ ঘটিকায় এসে দেখেন ঐ স্থানে তাঁর মোটরসাইকেল টি নেই। পরবর্তীতে আদাবর থানায় চুরির এজাহার দাখিল করেন তিনি।

ভুক্তভোগী ইমরান বলেন, আমার প্রায় ৭ লক্ষ টাকায় মোটরসাইকেল চুরি হয়ে যায়, যার বর্তমান মূল্য প্রায় ৫ লক্ষ টাকা । মামলার পরে সিসি টিভির পরিষ্কার ফুটেজ আমরা থানায় পাঠাই, কিন্তু সিসি টিভি ফুটেজে থাকা চোরকে পরিষ্কার দেখা গেলেও প্রায় ১ মাস হয়ে যাচ্ছে এখনো ধরা ছোঁয়ার বাইরে চোর।

আদাবর থানার পুলিশের উপ পরিদর্শক এস আই জাকির হোসাইন বলেন, মোটরসাইকেল চুরির পর থানায় মামলার তদন্তভার আমি পাই। প্রাথমিক ভাবে চোরকে সনাক্ত করা হলেও এখন পর্যন্ত চোরকে ধরা যায়নি। তার নাম সজীব, সে কোন এলাকায় থাকে, বর্তমানে কোথায় আছে তাকে খোঁজার জন্য পুলিশ কাজ করছে।

তিনি আরো বলেন, মোটরসাইকেল চোর সজীবের বিরুদ্ধে থানায় মাদক সহ বিভিন্ন মামলা রয়েছে।

এর আগে ঢাকায় মোটরসাইকেল চুরির একটি ঘটনার অনুসন্ধানে নেমে ২২ জনকে শনাক্ত করেছে পুলিশ, যাঁরা মোটরসাইকেল চুরি ও কেনাবেচার সঙ্গে জড়িত। পুলিশ বলছে, ঢাকায় আরও মোটরসাইকেল চোর থাকতে পারে। তবে শনাক্ত হওয়া ব্যক্তিরাই বেশির ভাগ চুরির সঙ্গে জড়িত।