নিজস্ব প্রতিবেদক । ০২ নভেম্বর ২০২২
গুরদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে সুদে টাকার দ্বন্দে দুই ভাইকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গুরুতর জখম দুই ভাই ডালু মন্ডল (৩২) এবং লালু মন্ডল (২৮) কে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এঘটনায় তাদের পিতা বুদ্দু মন্ডল বাদী হয়ে প্রতিপক্ষ রহম প্রামানিকসহ ৪জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে।
মো. বুদ্দু মন্ডল বলেন, ব্যবসা করার জন্য তার ছেলে ডালু মন্ডল প্রতিবেশি রহম প্রামানিকের নিকট হতে সুদে ১ লক্ষ টাকা নেয়। ৩ মাস পূর্বে আসল ১ লক্ষ টাকা ফেরত দেওয়া হয়। সুদের ২০ হাজার টাকা দেওয়ার সময় নেওয়া হয়।আজ সন্ধ্যায় টাকা দেওয়ার সময় ছিল। কিন্তু রহম প্রমানিকসহ তার দুই ছেলে এলিন ও সেলিম সুদের ২০ হাজার টাকান জন্য চাপ সৃষ্টি করেন। এরই জের ধরে পূর্ব পরিকল্পনা মোতাবেক আমিসহ আমার দুই ছেলে বাড়ি হতে ক্রয়কৃত প্রায় ২০ হাজার টাকার দুধ বিক্রি করতে প্রান কোম্পানীর মিলে যাওয়ার পথে রাস্তায় মামুদপুর উত্তরপাড়া ঈদগাহের কাছে পৌছালে এলিন এবং সেলিম দুধ মাটিতে ফেলে দিয়ে চাপাতি এবং হাসুয়া দিয়ে আমার দুই ছেলেকে কুপিয়ে জখম করে। এসময় আমি বাধা দিতে গেলে আমাকেও তারা মারপিট করে।
এবিষয়ে অভিযুক্ত এলিন বলেন, ডালু, লালু আমাদের আত্বীয়। ব্যবসা করার জন্য ডালুকে ৩ লক্ষ টাকা হালাত দিয়েছিলাম। টাকা দিচ্ছে দিবে বলে অনেক দিন ধরে ঘুরাচ্ছে। আজকে টাকা চাওয়াতে তারাই চাপাতি দিয়ে আমাকে কোপ দিয়েছে। আমার বাম হাত চাপাতির আঘাতে জখম হয়েছে। স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার জন্য যাওয়ার চেষ্টা করলে তারা আমাকে যেতে দেয়নি। বাধ্য হয়ে একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়েছি। তাদের চাপাতির আঘাতেই তারাই জখম হয়েছে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মতিন বলেন, এঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। দুইজন আসামীকে আটক করা হয়েছে। বাকি আসামীদের আটকের চেষ্টা চলছে