'প্রিয়তমা' দেখতে স্বপরিবারে প্রেক্ষাগৃহে প্রতিমন্ত্রী পলক

নিজস্ব প্রতিবেদক । ০৩ জুলাই ২০২৩

'প্রিয়তমা' দেখতে স্বপরিবারে প্রেক্ষাগৃহে প্রতিমন্ত্রী পলক

ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ছোট পর্দার অভিনেত্রী ইধিকা পাল। দেশের ১০৭টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।

মুক্তির পর দর্শক মহলে দারুণ সাড়া ফেলেছে হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’। দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ভিড় করছেন সিনেমাপ্রেমীরা। এবার এ সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে হাজির হলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক।

রোববার (২ জুলাই) বিকালে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখতে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে গিয়েছেন পলক। তা জানিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এতে তিনি লিখেন— ‘আমরা পৌঁছে গেছি বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে! অধীর আগ্রহে অপেক্ষা করছি সাড়ে চারটা বাজলেই দীর্ঘ প্রতীক্ষিত ‘প্রিয়তমা’ দেখব বলে। আমার প্রিয়তমাসহ অপূর্ব ও অনির্বাণের সাথে।’

শাকিব-ইধিকা ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, কাজী হায়াৎ, লুৎফুর রহমান জর্জ, এলিনা শাম্মী, ডন, লুৎফুর রহমান খান সীমান্ত, সহিদ-উন-নবী প্রমুখ। ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান।