নিজস্ব প্রতিবেদক । ০৩ আগস্ট ২০২২
বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন,জীবিত মুজিবের চেয়ে মৃত শেখ মুজিব অনেক শক্তিশালী
বুধবার বিকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন, বিশ্ব দুইভাবে বিভক্ত। একদিকে শোষক, আরেক দিকে শোষিত। আমি শোষিতের পক্ষে। বাঙ্গালি জাতির জন্য তিনি তার জীবন বিলিয়ে দিয়ে গেছেন।
সুজিত রায় নন্দী বলেন, বঙ্গবন্ধুসহ পরিবারের যারা ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদ হয়েছিল তাদের আত্নার শান্তি কামনা করছি।
বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন শিশুদের প্রতি বন্ধুবৎসল। শিশুরা যেন সুন্দর আগামী ভবিষ্যৎ এর জন্য বড় হতে পারেন তার জন্য তিনি আজীবন কাজ করে গেছেন। শিশুদের অধিকার আদায়ে তিনি সর্বদা সচেষ্ট ছিলেন।
ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন সমকাল ইউটিউব
এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মিয়া মুনসেফ আলী। এসময় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।