ওয়াশিংটন ইউনিভার্সিটিতে শিক্ষার্থীর সংখ্যা বেড়েই চলছে, শিগগিরই নতুন ক্যাম্পাস

নিজস্ব প্রতিবেদক । ০৩ অক্টোবর ২০২২

ওয়াশিংটন ইউনিভার্সিটিতে শিক্ষার্থীর সংখ্যা বেড়েই চলছে, শিগগিরই নতুন ক্যাম্পাস

ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ডব্লিউইউএসটি) চেয়ারম্যান ও সিইও ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ জানিয়েছেন তাঁর বিশ্ববিদ্যালয়ে ক্রমবর্ধমান হারে শিক্ষার্থীর সংখ্যা বেড়েই চলছে যার কারণেই নতুন ও বড় ক্যাম্পাস প্রয়োজন হয়ে পড়েছে।

তিনি বলেন, ‘আমি আশা করছি খুব শিগগিরই আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন ক্যাম্পাস পেতে যাচ্ছে’। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লি. এর চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এর সাথে সাক্ষাতকালে ইঞ্জিনিয়ার হানিপ এসব কথা বলেন।

রবিবার (০২ অক্টোবর) ড. শাহজাহান মাহমুদ ওয়াশিংটন ইউনিভার্সিটির ভার্জিনিয়া ক্যাম্পাস পরিদর্শনকালে ইঞ্জিনিয়ার হানিপের সাথে সাক্ষাৎ এবং মতবিনিময়  করেন । এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. হাসান কারাবার্ক ও সিএফও ফারহানা হানিপের সঙ্গেও মতবিনিময় করেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার ইউনিক দিকগুলো তুলে ধরে ইঞ্জিনিয়ার হানিপ জানান, এখানে শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক শিক্ষায়ও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আইটি ইন্ডাস্ট্রি থেকে লব্দ দক্ষতা ও অভিজ্ঞতা নিয়ে শিক্ষকরা এখানে ক্লাস নেন। ফলে শিক্ষার্থীরা কর্মজগতের প্রকৃত জ্ঞান অর্জন করছে তাদের শ্রেণিকক্ষে। তাছাড়া বিশ্ববিদ্যালয়ে ট্যুইশন ফি শিক্ষার্থীরা সামর্থ্যের মধ্যে। ফলে এখানে ড্রপআউটের সংখ্যা খুবই সামান্য।

প্রেসিডেন্ট ড. হাসান কারাবার্ক জানান, এই বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের প্রয়োজনীয় সকল দফতর থেকে অনুমোদন ও সনদপ্রাপ্ত। বিশেষ করে এমবিএতে টপ র‍্যাংকড এক শিক্ষা প্রতিষ্ঠান। এতে শিক্ষার্থীরা এখানে আস্থা খুঁজে পায়। 

বিশ্বের ১২১টি দেশের শিক্ষার্থী এরই মধ্যে এই বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছে জানিয়ে ফারহানা হানিপ বলেন, এটি এই বিশ্ববিদ্যালয়কে একটি ডাইভার্সিফায়েড ক্যাম্পাসে পরিণত করেছে। শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সম্পদ, উল্লেখ করেন তিনি।

মতবিনিময়ে ড. শাহজাহান যুক্তরাষ্ট্রে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় পরিচালনার মতো মহৎ ও গুরুত্বপূর্ণ উদ্যোগের জন্য আবুবকর হানিপকে ধন্যবাদ জানান এবং এর মাধ্যমে বাংলাদেশ গর্বিত হয়েছে বলে উল্লেখ করেন।

তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশিসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য একটি দুয়ার খুলে দিয়েছে, আইটি শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে যা সময়োপযোগী।
পরে ড. শাহজাহান মাহমুদ বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতনদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।