বগুড়ার মানুষকে নিয়ে বিএনপি তামাশা করছে: ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে মজনু

নিজস্ব প্রতিবেদক । ০৫ জানুয়ারি ২০২৩

বগুড়ার মানুষকে নিয়ে বিএনপি তামাশা করছে: ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে মজনু

বগুড়ায় উপমহাদেশের বৃহৎ ও প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি এ সংগঠনটির জন্ম হয়।

ছাত্রলীগ সভাপতি সজীব সাহা ও সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয় সহ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে তারা ১ মিনিট নিরবতা পালন করেন। প্রধান অতিথি ও প্রধান বক্তার বক্তব্য শেষে এক বিশাল র্যালী বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয় সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য মজিবর রহমান মজনু বলেন, ছাত্রলীগ প্রতিষ্ঠার পর থেকে ৫২’র ভাষা আন্দোলন, ৫৮’র আইয়ুব বিরোধী আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থানের মাধ্যমে বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্ত করা, ৭১’র মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণে অগ্রণী ভূমিকা পালন করে বাংলাদেশ ছাত্রলীগ।

১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে রাজপথে নেতৃত্ব দেয়
বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন ছাত্রলীগ। ৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে অনন্য ভূমিকা পালন করে ছাত্রলীগ।

তিনি আরও বলেন, বগুড়ার মানুষ বারবার ভুল প্রার্থীকে নির্বাচন করছেন তারা নির্বাচিত হয়ে বগুড়ার মানুষের সাথে তামাশা করতেছে। তাই আসন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা বদ্ধপরিকর হয়ে এমন প্রার্থী নির্বাচন করি যাকে দিয়ে বগুড়ার মানুষের উপকার হবে তামাশা নয়।


উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত ছিলেন আসাদুর রহমান দুলু সাবেক সভাপতি, জেলা ছাত্রলীগ, শাহাদৎ আলম ঝুনু সাবেক সাধারণ সম্পাদক, জেলা ছাত্রলীগ, রফি নেওয়াজ খান রবিন সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক জেলা ছাত্রলীগ, আবু সুফিয়ান সফিক সাবেক সাধারণ সম্পাদক, জেলা ছাত্রলীগ, এ্যাড. মকবুল হোসেন মুকুল সাবেক সাধারণ সম্পাদক, জেলা ছাত্রলীগ, ভি.পি সাজেদুর রহমান শাহিন সাবেক যুগ্ম আহ্বায়ক, জেলা ছাত্রলীগ, আল রাজী জুয়েল সাবেক সভাপতি, জেলা ছাত্রলীগসহ জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।