নিজস্ব প্রতিবেদক । ০৪ ফেব্রুয়ারি ২০২৪
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ত্রুটিপূর্ণ বলেনি মার্কিন যুক্তরাষ্ট্র, তারা বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে একথা জানান তিনি। নির্বাচনে বিএনপি অংশগ্রহন করেনি তার মানে কি নির্বাচন অবাধ সুষ্ঠু হয়নি?এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন,এবারের নির্বাচন সহিংসতাহীন,শান্তিপূর্ণভাবে হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন।
রবিবার সকালে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেন সড়ক পরিবার ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে।এরপর দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি।
এসময় তিনি বলেন,এবারের সংসদ নির্বাচনকে ত্রুটিপূর্ণ বলেনি মার্কিন যুক্তরাষ্ট্র,দুদেশের স্বার্থে তারা বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখবে।
তার দাবী,এবারের নির্বাচন সহিংসতাহীন, শান্তিপূর্ণভাবে হয়েছে আর বিএনপির অংশ নেয়নি বলে নির্বাচন সুষ্ঠু হয়নি এটা ঠিক নয়।
সেতু মন্ত্রী বলেন, নির্বাচনে চীন সাপোর্ট করেছে প্রধানমন্ত্রীকে অভিনন্দনও জানিয়েছেন আর রোহিঙ্গা প্রত্যাবর্সন নিয়ে চীন বাংলাদেশকে সহায়তা করবে বলেও জানান, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।