নিজস্ব প্রতিবেদক । ০৫ মার্চ ২০২৩
গুরুদাসপুর (নাটোর)প্রতিনিধি: বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এর অর্পিত ক্ষমতাবলে, নাটোর জেলা প্রশাসক এর সার্বিক সহায়তায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয় কর্তৃক ০৪ মার্চ, ২০২৩ খ্রিঃ তারিখে নাটোর জেলার সদর উপজেলায় এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় প্রশাসনিক ব্যবস্থায় সদর উপজেলার রহিমপুরী বাজার এলাকায় অবস্থিত মেসার্স মোনালিসা ফার্মেসীকে (স্বত্বাধিকারীঃ মোঃ মোসলেস উদ্দিন) ৫১ ধারায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্য সংরক্ষণের অপরাধে ৪,০০০/=, লক্ষ্মীপুর বাজার এলাকায় অবস্থিত রেজুয়ান স্টোরকে (স্বত্বাধিকারী: মো: শরিফুল ইসলাম) ৩৭ ধারায় পণ্যের মোড়ক ইত্যাদি যথাযথ ব্যবহার না করার অপরাধে ৫,০০০/=, হয়বতপুর বাজার এলাকায় অবস্থিত মাহিম হোটেলকে (স্বত্বাধিকারীঃ শরিফুল ইসলাম) মূল্য তালিকা না রাখার অপরাধে ৩৮ ধারায় ১,০০০/-, হরিশপুর বাজার এলাকায় অবস্থিত তৃষ্ণা ফার্মেসীকে (স্বত্বাধিকারীঃ আনন্দ চন্দ্র সরকার) ৫১ ধারায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্য সংরক্ষণের অপরাধে ২,২০০/=, মাদ্রাসা মোড় বাজার এলাকায় অবস্থিত মেসার্স খোদেজা ফার্মেসীকে (স্বত্বাধিকারীঃ শফিউল ইমতিয়াজ) মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্য সংরক্ষণের অপরাধে ৫১ ধারায় ১,৫০০/= টাকাসহ সর্বমোট ১৩,৭০০/= (তের হাজার সাতশত) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এর পাশাপাশি সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়।
নাটোর জেলার সদর থানার একটি চৌকশ পুলিশ টিমের সহায়তায় উপর্যুক্ত অভিযানটি পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর উক্ত অভিযান পরিচালনা করেন এবং বলেন
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।