নিজস্ব প্রতিবেদক । ০৫ এপ্রিল ২০২৩
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার প্রত্যন্ত এলাকাগুলো হয়ে উঠেছে জুয়ার জমজমাট আসর। চরাঞ্চলের বেশ কয়েকটা ইউনিয়নে জুয়ার আসর চলে দীর্ঘ দিন ধরে। স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক দলের একশ্রেণীর অসাধু নেতা কর্মীদের প্রত্যক্ষ ও পরোক্ষ ছত্রছায়ায় প্রকাশ্য এসব জুয়া ও মাদকের আসর চলছে মর্মে গুরুত্বর অভিযোগ উঠেছে।
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কমপক্ষে ৮ টি পয়েন্টে বিভিন্ন সময়ে মাদক ব্যবসা ও জুয়ার আসর চললেও উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নে জোরগাছা ব্রিজের পূর্ব উত্তর ও পূর্ব দক্ষিণ সরদারপাড়া এলাকার জুয়ার আসর চলছে দীর্ঘ দিন যাবত। নির্ভরযোগ্য সূত্র ও এলাকাবাসী বিষয়টি নিশ্চিত করেছেন।
সরেজমিনে সূত্র সহ স্পটে গিয়ে দেখা গেছে, বিকাল ৩টা থেকে শুরু হওয়া এই আসর চলে গভীর রাত পর্যন্ত। এসব আসরে ডাবু ও তাস দিয়ে কাট্টি সহ বিভিন্ন জুয়ার আসর চালানো হচ্ছে । প্রতিদিন নিদিষ্ট সময়ের আগেই দূরদূরান্ত থেকে মোটর সাইকেল ভ্যান এবং অটো করে জুয়ারুরা সেখানে আসে । সেখানে ঘন্টার পর ঘন্টা জুয়ার আসর চলাকালে সেখানে সব রকমের মাদকের ছরাছড়ি চলে।
এলাকাবাসীর অভিযোগ স্থানীয় জুয়ার বোর্ড মাস্টার এবং ক্ষমতাসীন দলীয় কতিপয় নেতার পরোক্ষ মদদে সেখানে নিয়মিত ভাবে জুয়া ও মাদকের আসর চলছে। আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবগত করা হলে রহস্যজনক কারণে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা সেখানে অভিযান চালাতে বিব্রত বোধ করে। আর এসব জুয়াড়িদের প্রকাশ্য অবাধ বিচরণে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। কিন্তু ভয়ে কেউ মুখ খুলতে পারছে না। আর পুলিশ প্রশাসন এ ব্যাপারে নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলে এলাকার জনসাধারণ দাবি।
নাম প্রকাশের অনিচ্ছুক জোরগাছা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর সাথে কথা হলে তিনি জানান, জুয়া ও মাদকসহ নানান অপরাধের ষ্টিয়ারিং ভেলাবাড়ি ইউনিয়নের প্রভাবশালী নেতাদের নিয়ন্ত্রনে। সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নটি নানাভাবেই রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক জীবনাচারে সমৃদ্ধ। সেই কারণে জুয়া ও মাদক ব্যবসাসহ নানাবিধ অপরাধীরা তাদের নিরাপদ আদর্শ স্থান হিসেবে বেছে নিয়েছে ইউনিয়নটিকে। উপজেলার শীর্ষস্থানীয় জুয়া খেলা ও মাদকের অভয়ারণ্যে পরিনত একটি ইউনিয়ন। হাত বাড়ালেই মিলছে এখানে নানা জাতের মরন নেশা মাদক। ইউনিয়নটি পার্শ্ববর্তী ধনুট ও গাবতলী উপজেলা সাথে যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়াতে অপরাধের মাত্রাটা এইখানে বেশি।
এই বিষয়ে গাবতলী ও সারিয়াকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী সাথে কথা হলে তিনি জানান, মাদক কিংবা জুয়া এই বিষয়ে কোন ছাড় দেওয়া হবে না পুলিশের পক্ষ থেকে। মাদক ব্যবসায়ী ও জুয়াড়িদের বিষয়ে আমরা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব।