নিজস্ব প্রতিবেদক । ০৪ সেপ্টেম্বর ২০২৩
জ্বরের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন লিটন দাস। যদিও জ্বর সেরে ওঠায় আবারও দলের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি। আজ রাতেই দেশ ছাড়ছেন বাংলাদেশের এই ওপেনার। এমনটা নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র।
জানা গেছে, কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে রাত ৯.১৫ মিনিটে দেশ ছাড়বেন লিটন। শ্রীলঙ্কার বিপক্ষে হারলেও আফগানিস্তানের বিপক্ষে জিতে এশিয়া কাপের সুপার ফোর একরকম নিশ্চিত করেছে বাংলাদেশ।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি পাকিস্তানে হওয়ায় বাংলাদেশ দলও রয়েছে সেখানে। আবার সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচটি পাকিস্তানেই খেলবে বাংলাদেশ। এ কারণে সরাসরি পাকিস্তানে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন লিটন।
লিটনের নামে ইতোমধ্যেই কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে টিকিট কাটা আছে। এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ দলে তাকে চাইছে টিম ম্যানেজমেন্ট। তবে লিটনের পাকিস্তান যাত্রায় থাকছে কিছুটা যদি..কিন্তুর সমীকরণ।
ইতোপূর্বে লিটন যখন আসর থেকে ছিটকে যান, তখন তার বদলি হিসেবে এশিয়া কাপ খেলতে পাঠানো হয় এনামুল হক বিজয়কে। নিয়ম অনুযায়ী এশিয়া কাপের একটি দলে ১৭ জন সদস্যই থাকতে পারেন।
সেক্ষেত্রে বাংলাদেশ দলেও এখন পর্যন্ত ১৭ জন ক্রিকেটারই আছেন। লিটন গেলে সেটা দাঁড়াবে ১৮ তে। সেক্ষেত্রে অন্য কোনও ক্রিকেটারের ইনজুরি হলে এবং সেই ক্রিকেটার টুর্নামেন্ট থেকে ছিটকে গেলে এসিসির অনুমোদন দিয়ে তবেই দলের সঙ্গে 'বৈধ উপায়ে' থাকতে পারবেন লিটন।
এরই মাঝে যোগাযোগ করা হয়েছে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর সঙ্গে। তিনি জানিয়েছেন, দলে ইনজুরি আক্রান্ত কয়েকজন খেলোয়াড় আছেন। কাজেই তাদের যে কাউকেই দেশে পাঠানোর ব্যবস্থা করা হতে পারে। একইসঙ্গে লিটনকে অনুমোদনও দিতে হবে এসিসির।