'ইডেন কলেজকে ছাত্রলীগের হাতে ছেড়ে দিয়েছে, যা ইচ্ছে করো'

নিজস্ব প্রতিবেদক । ০৪ অক্টোবর ২০২২

'ইডেন কলেজকে ছাত্রলীগের হাতে ছেড়ে দিয়েছে, যা ইচ্ছে করো'

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘যারা রাষ্ট্রযন্ত্রকে অবৈধভাবে কবজা করে, যারা দিনে ভোট করার সাহস পান না, তারা তো আমাদের বিশ্ববিদ্যালয়গুলো শান্তিপূর্ণভাবে চলুক সেটা চান না। তারা ইডেন কলেজকে ছাত্রলীগের হাতে ছেড়ে দিয়েছে, যা ইচ্ছে করো। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে ছেড়ে দিয়েছে। তারা সেখানে হলগুলো নিয়ন্ত্রণ করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হাতে ছেড়ে দিয়েছে। সেখানে কোনো ভবন নির্মাণকাজ হলে সেগুলো থেকে চাঁদা দাবি করে ছাত্রলীগ।’ 

সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে রুহুল কবির রিজভী এ কথা বলেন।

‘ইডেন কলেজে ছাত্রলীগের নজিরবিহীন কেলেঙ্কারি ও সারা দেশে নারী নির্যাতনের প্রতিবাদে’ আয়োজিত এ মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

রুহুল কবির রিজভী বলেন, অনেকেই বলেন এই আওয়ামী লীগ আর সেই আওয়ামী লীগ নেই। তাঁর প্রশ্ন, আওয়ামী লীগ কবে ভালো ছিল?’

বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আরও বলেন, ‘১৯৭২ থেকে ১৯৭৫ সালে দেখেছি লাল বাহিনী, নীল বাহিনী, সবুজ বাহিনী। রক্ষী বাহিনীর কথাও জানি। এখন আমরা দেখছি ছাত্রলীগ বাহিনী, যুবলীগ বাহিনী, হেলমেট বাহিনী, হাতুড়ি লীগ। সঙ্গে পুলিশ-র‌্যাব তো আছেই। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ইডেন কলেজে যা হচ্ছে তা অবর্ণনীয় ও ন্যক্কারজনক।’ সরকার ছাত্রলীগকে খুনি বানাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।