নিজস্ব প্রতিবেদক । ০৫ নভেম্বর ২০২২
মেহেদী হাসান , বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য বশেমুরবিপ্রবির পরিসংখ্যান বিভাগ কাউন্সিলিং চালু করেছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর ) পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি পরিষ্কার করেছেন।
শারীরিক স্বাস্থ্যের পরও মানসিক স্বাস্থ্য নামে আরেকটা স্বাস্থ্য আছে । মানসিক স্বাস্থ্য ভালো থাকলে শরীর ও সুস্থ থাকে । কাজে সফলতা পাওয়া যায় ।
শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নশীশতা বাড়াতে পরিসংখ্যান বিভাগ এ উদ্যোগ গ্রহন করে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানা যায় পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড.নিশীথ কুমার,জনাব এস এম নাসিম আজাদ, সহকারী অধ্যাপক জনাব মোঃ তোফাজ্জল হোসেন, ড.রেহেনা পারভীন, জনাব মোঃ জাহিদ হাসান কাউন্সিলিং গাইড হিসাবে নিযুক্ত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী কাউন্সিলিং এর সুবিধা পাবেন ।
পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ডঃ মোঃ কামাল হোসেন বলেন, শিক্ষার্থীদের দাবীর পরিপ্রেক্ষিতে পরিসংখ্যান বিভাগের একাডেমিক মিটিং-এ বিষয়টি বাস্তবায়িত হয়েছে। নিয়মিত কাউন্সিলিং ছাত্রছাত্রীদের মানসিক সহযোগিতা করবে।পড়ালেখায় নানা সমস্যায় পরামর্শও পাবে তারা।