বিদেশের মাটিতে বই মেলা প্রবাসীদের বাংলা বই পড়তে আরও উদ্বুদ্ধ করবে : নওফেল

নিজস্ব প্রতিবেদক । ০৫ নভেম্বর ২০২২

বিদেশের মাটিতে বই মেলা প্রবাসীদের বাংলা বই পড়তে আরও উদ্বুদ্ধ করবে : নওফেল

উচ্চ শিক্ষাখাতে বাংলাদেশে বৈপ্লবিক পরিবর্তন হচ্ছে বলে মত দিয়েছেন শিক্ষাউপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেছেন, বেসরকারি খাতে নতুন নতুন বিশ্ববিদ্যালয়গুলো এতে ভূমিকা রাখছে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আয়োজিত বইমেলা ও বঙ্গসংস্কৃতি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গনে তিন দিন ব্যাপী এই উৎসব শুরু হয়েছে ৪ নভেম্বর শুক্রবার।

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিয়ে প্রথমবারের মত আয়োজিত এই বইমেলা এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

শিক্ষাউপমন্ত্রী বলেন, বিদেশের মাটিতে এই আয়োজন বাংলা বই পড়তে আরও মানুষকে উদ্বুদ্ধ করবে।

দুবাইয়ে অবস্থান করছেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর আবুবকর হানিপ। তিনিও এই বইমেলা ও বঙ্গসংস্কৃতি উৎসবে অংশ নেন। তার সঙ্গে ছিলেন বাংলাদেশে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ড. সবুর খান।

এর আগে মেলা উদ্বোধন করেন প্রখ্যাত কবি ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব কবি কামাল আব্দুল নাসের চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর।

বইমেলায় স্টলগুলো সেজেছে বিভিন্ন বাংলা বইয়ে। ঢাকা থেকে যোগ দিয়েছে ৩০টি প্রসিদ্ধ প্রকাশনা সংস্থা। মোট স্টল পড়েছে ৭৩টি।

বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি এই মেলায় যোগ দিয়েছেন।