অবশেষে মারা গেল বগুড়া (শজিমেক) ইন্টার্ন চিকিৎসক ফাহিম

নিজস্ব প্রতিবেদক । ০৫ ডিসেম্বর ২০২২

অবশেষে মারা গেল বগুড়া (শজিমেক) ইন্টার্ন চিকিৎসক ফাহিম

গত (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় আসামি শাকিল ও ফরিদের ভাজা পড়ার দোকানে নাস্তা করতে যায় ফাহিম। উক্ত দোকানের খাবারে নোংরা থাকলে ফাহিম তাদেরকে অভিহিত করলে আসামিরা ফাহিমের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে। তর্ক বিতর্কর এক পর্যায়ে আসামি শাকিল দোকানের ব্যবহৃত ছুরি দিয়ে ফাহিমকে আঘাত করলে ফাহিম রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায়। এরপর স্থানীয় লোকজন এবং ফাহিমের বন্ধুরা মিলে ফাহিমকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে ফাহিমের অবস্থার অবনতি হলে ঢাকা এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। ফাহিম শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ২৫ তম ব্যাচের শিক্ষার্থী ছিল।

এই বিষয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে উপ-পরিচালক ডাঃ আব্দুল ওয়াদুদ এর সাথে কথা হলে তিনি জানান, ছুরিকাঘাতে ঘটনায় আহত ফাহিমের অবস্থা অবনতি হলে (২৮ নভেম্বর) ঢাকা এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় (৪ ডিসেম্বর) সকাল সাড়ে আটটায় ফাহিম মৃত্যু বরণ করে।

ফাহিমের মৃত্যু ঘটনা নিয়ে বগুড়া জেলা পুলিশের (মিডিয়া ও মুখপাত্র) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরাফত ইসলাম জানান, ফাহিমের ছুরিকাঘাতের ঘটনা বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের হয়। ২৪ নভেম্বর আসামি শাকিল ও ফরিদ কে গোয়েন্দা পুলিশ ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়। আসামিরা এখন জেলে হাজতে রয়েছে। আসামিদের বিরুদ্ধে করা মামলা এখন হত্যা মামলায় পরিবর্তিত হবে।