নিজস্ব প্রতিবেদক । ০৬ এপ্রিল ২০২৩
টিকাটুলীর রাজধানী সুপার মার্কেট এবং নিউমার্কেট এলাকার গাউসিয়া মার্কেটকে আপাতদৃষ্টিতে ঝুকিপূর্ণ মনে করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।
আজ বুধবার এক সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন এ তথ্য জানান।
তিনি বলেন, 'বিএনবিসি কোড অনুযায়ী, একটি মার্কেট বা স্থাপনা অথবা বিল্ডিংয়ে যত মানুষ থাকে সেই অনুপাতে বাহির ও প্রবেশ পথের সঙ্গে অগ্নিনির্বাপন ব্যবস্থা থাকার কথা। আমার কাছে আপাতদৃষ্টি মনে হচ্ছে এগুলো ঝুঁকিপূর্ণ। এজন্য আমরা আগামীকাল থেকে এগুলো সার্ভে করব এবং মালিকপক্ষকে নিয়ে আমরা বলব কী করতে হবে। যদি ঝুঁকিপূর্ণ হয় আমরা একই ব্যবস্থা গ্রহণ করব।'
এক প্রশ্নের জবাবে তিনি জানান, ফায়ার সার্ভিসের ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা আছে। তবে, ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা জানাতে পারেননি তিনি।