স্কাউটিংয়ে ইস্টার্ন ইউনিভার্সিটির সহকারী পরিচালক ফরহাদ মল্লিকের অর্জন

নিজস্ব প্রতিবেদক । ০৫ নভেম্বর ২০২২

স্কাউটিংয়ে ইস্টার্ন ইউনিভার্সিটির সহকারী পরিচালক ফরহাদ মল্লিকের অর্জন

ইস্টার্ন ইউনিভার্সিটির অফিস অব দ্য স্টুডেন্ট অ্যাফেয়ার্সের সহকারী পরিচালক এবং রোভার স্কাউট লিডার ফরহাদ হোসেন বাংলাদেশ স্কাউটসের মেসেঞ্জার্স অব পিস - এমওপির ‘রিং ব্যাজ’ গ্রহণ করেছেন। গত ২১ সেপ্টেম্বর ওয়ার্ল্ড পিস ডে উপলক্ষে এক অনুষ্ঠানে সারা দেশের ৩৯ জন স্কাউট লিডারকে ব্যাজটি প্রদান করা হয়। এই লিডাররা ’মাস্টার ট্রেইনার’ নামে পরিচিত।

ফরহাদ হোসেন সম্প্রতি এমওপি টিম বাংলাদেশের মাস্টার ট্রেইনার হিসেবে তালিকাভূক্ত হয়েছেন। ৩ নভেম্বর বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দফতর থেকে তিনি রিং ব্যাজ গ্রহণ করেন। এমওপি রিং ব্যাজ হলো মেসেঞ্জার্স অব পিসের সদস্যদের পরিচিতি স্মারক, যা তারা স্কাউট ইউনিফর্মে পরিধান করতে পারেন।

ফরহাদ হোসেন বর্তমানে বাংলাদেশ স্কাউটসের ‘স্ট্র্যাটেজিক প্ল্যানিং ও গ্রোথ’ বিষয়ক জাতীয় কমিটির সদস্য এবং ইস্টার্ন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপ কমিটির সম্পাদক ও কোঅর্ডিনেটর। রোভার স্কাউটিংয়ে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি ২০০৯ সালে ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট’ (পিআরএস) অ্যাওয়ার্ড অর্জন করেন। এ ছাড়া, তিনি কাব স্কাউট, স্কাউট ও রোভার স্কাউট - তিন শাখাতেই ‘উডব্যাজ পার্সমেন্ট’ সনদ পেয়েছেন।

ফরহাদ হোসেন বর্তমানে ইস্টার্ন ইউনিভার্সিটির ক্যারিয়ার সার্ভিস ও ইন্টারন্যাশনাল অফিসেরও দ্বায়িত্ব পালন করছেন।