আদম তমিজির নামে ভূয়া ফেসবুক একাউন্ট খুলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক । ০৬ এপ্রিল ২০২৪

আদম তমিজির নামে ভূয়া ফেসবুক একাউন্ট খুলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ

হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজি হকের নামে ভূয়া ফেসবুক আইডি খুলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে।

দেখা যায়, Adam tamizi Haque নামে একটি ফেসবুক আইডিতে আদম তমিজি হকের ছবি ব্যবহার করে ভিডিও এবং লেখা পোষ্ট করা হয়েছে।

আদম তমিজি হক পরিবার সূত্রে জানা যায়, কে বা কাহারা আদম তমিজি হকের নাম এবং ছবি ব্যবহার করে ভূয়া ফেসবুক আইডি খুলে পূর্বের বিভিন্ন ভিডিও আপলোড করছেন।

পরিবার সূত্রে জানা যায়, আদম তমিজি হক এখনো সম্পূর্ণ সুস্থ নয়, জামিনে মুক্তি পেয়ে তিনি বাসায় বিশ্রাম করছেন। এই মুহুর্তে তিনি কোনধরনের সোস্যাল মিডিয়া ব্যবহার করছেন না।

কোন একটি মহল তার বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াতে ভূয়া ফেসবুক আইডি খুলে ভিডিও আপলোড করছেন, এবিষয়ে দ্রুত থানায় সাধারণ ডায়েরি করবেন বলে জানান আদম তমিজির পরিবার।

এরআগে ফেসবুকে বিতর্কিত মন্তব্যের জেড়ে রাজধানীর দক্ষিণখান থানায় আদম তমিজি হকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয় এবং গত ৯ ডিসেম্বর পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে আদালতের নির্দেশে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনসটিটিউটে চিকিৎসার জন্য পাঠানো হয় তাকে। হাসপাতালে নয়জন বিশেষজ্ঞ চিকিৎসকের বোর্ডের তত্ত্বাবধানে ছিলেন তিনি। গ্রেপ্তারের ২৫ দিনেও তাকে আদালতে হাজির বা তার শারীরিক অবস্থা সংক্রান্ত কোনো মেডিকেল প্রতিবেদনও দাখিল না করায় তাকে হাজিরের নির্দেশ দিয়েছিলেন ঢাকার মহানগর হাকিম আদালত। সে অনুযায়ী গত ৪ জানুয়ারি হাসপাতাল থেকে আদালতে হাজির করা হয় আদম তমিজি হককে। পরে তার জামিন নামঞ্জুর করে পাঠানো হয় কারাগারে। পরবর্তীতে তার জামিন আবেদন মুঞ্জর করেন আদালত।

জামিনের পর আদম তমিজি হক কারাগার থেকে মুক্তি পেয়েছেন । সাইবার নিরাপত্তা আইনের মামলায় জামিনের পর বৃহস্পতিবার (৪ এপ্রিল) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।