ছাত্রলীগের অনুষ্ঠান বয়কট করল গণমাধ্যমকর্মীরা

নিজস্ব প্রতিবেদক । ০৬ জুন ২০২৩

ছাত্রলীগের অনুষ্ঠান বয়কট করল গণমাধ্যমকর্মীরা

পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে ছাত্রলীগের কর্মসূচি বয়কট করেছেন গণমাধ্যমকর্মীরা। মঙ্গলবার (৬ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ছয় দফা দিবস স্মরণে আলোচনা সভায় এ ঘটনা ঘটে।

এসময় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ও ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন উপস্থিত ছিলেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে প্রবেশ করেন আলোচনা সভার প্রধান অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক।

উপস্থিত সাংবাদিক ও ছাত্রলীগ নেতারা জানান, ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের বক্তব্যকালে ডিবিসি ও সময় টিভিরসহ কয়েকজন ক্যামেরাপার্সন সামনে গিয়ে ফুটেজ নিতে চাইলে সৈকত এসময় রেগে যান এবং ক্ষিপ্ত হয়ে সাংবাদিক উদ্দেশ্য করে নানা ধরনের অসৌজন্যমূলক কথা বলেন। এছাড়া তার অনুসারীরাও এসময় হট্টগোল করেন। পরে তাৎক্ষণিক উপস্থিত গণমাধ্যমকর্মীরা কর্মসূচি বয়কট করে বের হয়ে যান।

পরবর্তীতে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান দুঃখ প্রকাশ করলেও সাংবাদিকরা আর কর্মসূচি স্থলে উপস্থিত হননি বলে জানা যায়।

এ বিষয়ে তানভীর হাসান সৈকত বলেন, আমি যখন বক্তব্য দিচ্ছিলাম তখন কয়েকজন সাংবাদিক আমার সামনে দাঁড়িয়ে অডিয়েন্সের ভিডিও করছিলেন। এর ফলে আমাকে অডিয়েন্স দেখতে পারছিল না, আমিও তাদের দেখতে পাচ্ছিলাম না। আমি কয়েকবার তাদের সরে যেতে বলি কিন্তু তারা শোনেননি। পরে আমি বলেছি সবার কমনসেন্স থাকা দরকার, কোথায় দাঁড়াতে হবে, কোথায় দাঁড়াতে হবে না এটা জানতে হবে। এটা বলে আমি কোনো অপরাধ করিনি।