নিজস্ব প্রতিবেদক । ০৬ সেপ্টেম্বর ২০২২
যুক্তরাষ্ট্রের এলিনয় অঙ্গরাজ্যের শিকাগোতে শেষ হলো উত্তর আমেরিকার প্রবাসী বাঙালিদের মিলনমেলাখ্যাত ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোশিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা) সম্মেলন। শিকাগো শহরের প্রাণকেন্দ্রে স্বাগতিক সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোশিয়েশন অব শিকাগোল্যান্ড’-এর আয়োজনে তিন দিনব্যাপী ৩৬তম ফোবানা সম্মেলন ২ সেপ্টেম্বর শুক্রবার শুরু হয়ে শেষ হলো ৪ সেপ্টেম্বর রোববার।
উত্তর আমেরিকার ৬০টিরও বেশি বাংলাদেশি-আমেরিকান সংগঠন এই সম্মেলনে অংশ নেয়। এছাড়া সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নানা প্রান্ত থেকে শত শত প্রবাসী বাংলাদেশি যান শিকাগোতে। এদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রে অন্যতম বাংলাদেশি আমেরিকান শিক্ষা উদ্যোক্তা ওয়াশিংট ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর আবুবকর হানিপ।
যুক্তরাষ্ট্রে আইটি শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য ফোবানা সেন্টার কমিটির পক্ষ থেকে সম্মামনা দেয়া হয় ওয়াশিংটন ইউনিভাসির্টি অব সাইন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেল ইঞ্জিনিয়ার আবু বকর হানিপকে। কমিউনিটি সেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে ভূষিত করা হয় বিশেষ পুরস্কারে।
আবুবকর হানিপের দুই প্রতিষ্ঠান ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও পিপলএনটেক এই আয়োজনের গোল্ড স্পন্সর।
স্কোকি শহরের ডাবল ট্রি হিলটন হোটেলের বল রুমে শুক্রবার সন্ধ্যায় ‘এক্সিকিউটিভ ডিনারে’ অন্য অতিথিদের সঙ্গে অংশ নেন আবুবকর হানিপ। তিনি এতে বক্তব্য রাখেন। এবং প্রবাসী বাংলাদেশিদের এদেশে উচ্চতর শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, একমাত্র শিক্ষা ও প্রযুক্তিজ্ঞানই পারবে বাংলাদেশিদের এদেশে সুপ্রতিষ্ঠিত করতে।
এ জন্য তিনি বাংলাদেশিদের তার পরিচালনায় এগিযে যাওয়া বিশ্ববিদ্যালয়ে পড়তে আসার আহ্বান জানান। এবং সন্তানদেরও এই বিশ্ববিদ্যালয়ে পাঠাতে বলেন।
পরে সন্ধ্যায় নর্থ শোর সেন্টার ফর পারফর্মিং আর্টস-এ শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে ফোবানা নির্বাহী কমিটি ও হোস্ট কমিটির সকলের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়।
এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো বাণী পাঠ করেন এক্সিকিউটিভ সেক্রেটারি মাসুদ রব চৌধুরী এবং প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমেদের বাণী পাঠ করেন সম্মেলনের আহ্বায়ক মকবুল এম আলী।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন ফোবানার চেয়ারপার্সন রেহান রেজা, মাসুদ রব চৌধুরী, মকবুল এম আলী, সাঈদ আহমেদ কোকো। আলোচনা সভায় ফোবানার চেয়ারপার্সন রেহান রেজা বলেন, একটি মহল ফোবানার সুনামকে বিনষ্ট করতে ফোবানার নাম ব্যবহার করে লস আঞ্জেলসে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
তিনি আরও বলেন, ফোবানা সম্মেলন শুধুমাত্র নাচগানের বিনোদন নয়, আর্তমানবতার জন্যও কাজ করে ফোবানা। মহামারি করোনাকালে অসহায় মানুষের পাশে গিয়ে পৃথক পৃথকভাবে সাহায্য করেছেন ফোবানার নেতৃবৃন্দ। দেশে বন্যার্ত মানুষের সাহায্য ছাড়াও প্রবাসে বেড়ে ওঠা শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদানের ব্যবস্থাও করেছেন ফোবানা