মেসার্স শান্তা বীজ ভান্ডারকে ৩০০০ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক । ০৭ নভেম্বর ২০২২

মেসার্স শান্তা বীজ ভান্ডারকে ৩০০০ টাকা জরিমানা

গুরুদাসপুর(নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলার পৌর সদরের চাঁচকৈড় বাজারে ভোক্তা অধিকার মোবাইল কোর্ট পরিচালানা করেছে।আজ শনিবার বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করে।

কৃষি অফিস সূত্রে জানাজায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মেসার্স শান্তা বীজ ভান্ডার ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে গমের বীজ বিক্রয় করছে। গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিটেন্ড শ্রাবনী রায় মোবাইল কোর্ট পরিচালনা করেন।

মোবাইল কোর্ট পরিচালনা করে মের্সাস শান্তা বীজ ভান্ডার বেশি দামে গমের বিজ বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ ধারা-৪০। মের্সাস শান্তা বীজ ভান্ডারের পরিচালক মোঃ বাবুল আকতার বাবুকে ৩০০০ টাকা জরিমানা করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিটেন্ড শ্রাবণী রায়, কৃষি সম্প্রসারণ অফিসার মতিয়র রহমান গুরুদাসপুর থানা পুলিশ।