নিজস্ব প্রতিবেদক । ০৮ ফেব্রুয়ারি ২০২৩
বগুড়া প্রতিনিধি- বগুড়ার শাজাহানপুরে কলেজ ছাত্র আশিক (১৭ ) চঞ্চল্যকর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ৩ জন আসামীকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ।
গত (৫ ফেব্রুয়ারি) বগুড়ার শাজাহানপুর থানার আমরুল ইউনিয়নের রামপুর পূর্বপাড়া গ্রামে আব্দুস সামাদ এর ভুট্টার খেত থেকে কলেজছাত্র আশিক (১৭) এর মরদেহ উদ্ধার করে পুলিশ।
এরপর নিহত আশিকের মা আরজি খাতুন বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন। উক্ত মামলা আমলে নিয়ে জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী (বিপিএম) এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার জনাব আব্দুর রশিদ (ক্রাইম এন্ড অপস্) তত্ত্বাবধানে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কলেজ ছাত্র আশিক হত্যার সাথে জড়িত ৩ জন আসামিকে শাজাহানপুর থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশের দেওয়া এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল জনাব শরাফত ইসলাম। গ্রেফতারকৃত আসামিরা হলো শাজাহানপুর উপজেলার পরানবাড়িয়া গ্রামের শহিদুল ইসলামের পুত্র কাউসার (২২), ঝালোপাড়া গ্রামের আব্দুল খালেক এর পুত্র মাহমুদুল (২০) ও রামপুর গ্রামের রবিউল ইসলাম এর পুত্র সাহান (২০)।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল জনাব শরাফত ইসলাম জানান, 'নিহত শাহরিয়ার ইসলাম রিয়াজ ওরফে আশিক আসামী কাউসারকে একটি কাজ করে দেয়ার বিনিময়ে ৪০০ টাকা প্রদান করে। পরবর্তীতে আসামী কাউসার কাজটি না করার কারণে আশিক তার টাকা ফেরত চায়। কিন্তু টাকা ফেরত না দিয়ে গ্রেপ্তারকৃত আসামিরা নানান রকম তালবাহানা করে। এক পর্যায়ে আশিক এক বড় ভাইয়ের মাধ্যমে টাকাটা ফেরত নেয়ার চেষ্টা করলে আসামীরা অপমানিত বোধ করে এবং আশিক কে খুন করার পরিকল্পনা করে। তারা একে অপরের ঘনিষ্ঠ বন্ধু হওয়ায় পরবর্তীতে পরিকল্পনা অনুযায়ী আশিক কে খুন করে।'
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা ধারালো বার্মিজ চাকু দিয়ে আশিকের শরীরের বিভিন্ন স্থানে জখম করে, গলা ও পায়ের রগ কেটে আশিককে হত্যা করে বলে স্বীকার করে। আসামীদেরকে বিজ্ঞ আদালতে উপস্থিত করে অধিকতর তদন্তের জন্য রিমান্ড চাওয়া হবে বলে জেলা পুলিশের এই কর্মকর্তা জানান।