সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম তুললেন মাহফুজা খানম লিপি

নিজস্ব প্রতিবেদক । ০৭ ফেব্রুয়ারি ২০২৪

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম তুললেন মাহফুজা খানম লিপি

দ্বাদশ জাতীয় সংসদে নারী সংরক্ষিত আসনের জন্য মনোনয়ন ফরম তুলেছেন বগুড়া জেলা পরিষদের সদস্য ও আওয়ামীলীগ নেত্রী প্রভাষক মাহফুজা খানম লিপি।

বুধবার (৭ ফেব্রুয়ারী) বেলা ১১টায় রাজধানীর গুলিস্তানে অবস্থিত আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং জমা দেন বগুড়া জেলা পরিষদের সদস্য প্রভাষক মাহফুজা খানম লিপি।

এসময় উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান শফিক, বগুড়া সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা সহ অন্যান্যরা।

মাহফুজা খানম লিপি একাধারে বগুড়া জেলা পরিষদের সংরক্ষিত সদস্য, ।বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা। ছাত্র রাজনীতিতে বগুড়ার সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের নির্বাচিত ভিপি ছিলেন তিনি।  

প্রতিষ্ঠিত ব্যবসায়ী মাহফুজা খানম লিপি সামাজিক, মানবিকসহ নানামুখী সংগঠনের নেতৃত্বেও রয়েছেন ।  তাঁর স্বামী বগুড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান শফিক।

মনোনয়ন পত্র জমা দিয়ে লিপি বলেন, আমার কাছে মনে হয় আওয়ামী লীগ একমাত্র দল যারা বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, লালন করে।আমি প্রত্যাশা করব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন তাহলে দলের হয়ে কাজ করব, দেশের মানুষের জন্য কাজ করব এ জন্যই আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।