নিজস্ব প্রতিবেদক । ০৭ অক্টোবর ২০২৩
উচ্চশিক্ষা ও গবেষণার জন্য প্রতিবছর মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান দেশের বহু শিক্ষার্থী। নানা বিচিত্র বিষয়ে পড়ার সুযোগ আছে সে দেশে।
যুক্তরাষ্ট্রে এমন একটি বিশ্ববিদ্যালয় রয়েছে ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি যেখানে স্নাতক পর্যায়ে পড়ার জন্য বেশ বিস্তৃত ও নানা আঙ্গিকের সুযোগ রয়েছে । বিশ্ববিদ্যালয়টি তে বিভিন্ন অ্যাসোসিয়েট ডিগ্রির আবেদন করা যায়।
আবার নানা বিষয়ে চার বছরের ব্যাচেলর ডিগ্রির জন্যও বাংলাদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টিতে।
বিশ্ববিদ্যালয়টিতে ভর্তির আবেদন প্রক্রিয়া,পার্টটাইম চাকুরী, টিউশন ফি, স্কলারশিপ, প্রশিক্ষণ সুবিধা সহ নানাবিধ বিষয় নিয়ে কথা বলার সুযোগ থাকছে বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু বকর হানিপের সাথে।
আগামী ৯ অক্টোবর সকাল ১১ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সরাসরি সাক্ষাৎ করতে পারবেন এবং বিস্তারিত জানতে পারবেন শিক্ষার্থীরা।
সাক্ষাতের স্থান-
পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটি।
১৫১/৭, গুড লাক সেন্টার, (৭মও ৮ম তলা) গ্রীণ রোড, ঢাকা।
উল্লেখ্য, ২০০৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর ২০২১ সালে ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ বিশ্ববিদ্যালয়টির মালিকানা নেন। এরপর থেকেই বিশ্ববিদ্যালয়টি তার শিক্ষণ ও পরিচালন পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন আনে। যার মধ্য দিয়ে এটি দ্রুত উন্নতির পথে এগিয়ে যায়। শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। ২০২১ সালে তিনশো ছাত্রছাত্রী নিয়ে আবুবকর হানিপ তার যাত্রা শুরু করেন। দুই বছরের ব্যবধানে ছাত্রছাত্রীর সংখ্যা দাড়িয়েছে এখন ১৫শ'র বেশি। এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা চারগুন বৃদ্ধি পেয়েছে। যার মধ্যে পাঁচশতাধিকের ও বেশি বাংলাদেশী শিক্ষার্থী রয়েছে।
বিশ্ববিদ্যালয়ে স্কলার কাম প্রাক্টিশনার শিক্ষক, সুসংগঠিত টিমওয়ার্ক, শ্রেণিকক্ষে কর্মস্থলের রেপ্লিকা সৃষ্টি করে দেওয়া বিশেষ শিক্ষাপদ্ধতি এবং সেন্টার ফর স্টুডেন্ট সাকসেস প্রতিষ্ঠাই এই সাফল্যের কারণ।
ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নাগরিক ও গ্রিনকার্ড হোল্ডার শিক্ষার্থীরাও এখন এই বিশ্ববিদ্যালয়কে তাদের পাঠস্থল হিসেবে বেছে নিচ্ছেন।