ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শিক্ষক হত্যার ঘটনায় এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক । ০৮ নভেম্বর ২০২২

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শিক্ষক হত্যার ঘটনায় এলাকাবাসীর মানববন্ধন

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: কায়সার রেজা লাবণ্য
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে হোসাইন আলী নামের এক শিক্ষক হত্যার ঘটনায় থানায় মামলা না নেয়ার প্রতিবাদে এলাকাবাসীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছে।

আজ রবিবার দুপুরে রানীশংকৈল উপজেলা পরিষদের সামনে ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া সম্পদবাড়ী দক্ষিণপাড়া গ্রামের ও বিভিন্ন এলাকার প্রায় কয়েক হাজার মানুষ এই বিক্ষোভ ও মানববন্ধন করেন।

উক্ত মানববন্ধনে বক্তব্য দেন, রানীশংকৈল উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রমজান আলী,ধর্মগর ইউনিয়ন চেয়ারম্যান আবুল কাসেম,সাবেক চেয়ারম্যান মুকুল হোসেনসহ আরও অনেকে।

বক্তারা বলেন,হত্যার ঘটনার ১০দিন অতিবাহিত হলেও পুলিশ মামলা না নিয়ে কয়েকজন আসামিকে গ্রেফতার করেও ছেড়ে দিয়েছেন। সেই সাথে ৭২ঘণ্টার মধ্যে মামলা নিয়ে আসামিদের গ্রেফতারেরও আল্টিমেটাম দেন তারা।

উল্লেখ্য যে,গত মাসের (২৭'অক্টোবর) বৃহস্পতিবার উপজেলার ভরনিয়া বামনদিঘির পাশে এক আলু ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

শিক্ষক হোসাইন আলী রাণীশংকৈলের ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া সম্পদবাড়ী দক্ষিণপাড়ার নুরুল ইসলাম ছেলে।