'কৃতজ্ঞতা, আপনারা আমাকে বার বার ভোট দিয়ে নির্বাচিত করেছেন'

নিজস্ব প্রতিবেদক । ০৮ ডিসেম্বর ২০২২

'কৃতজ্ঞতা, আপনারা আমাকে বার বার ভোট দিয়ে নির্বাচিত করেছেন'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যই তার এই সংগ্রাম। 'বাবা মা, ভাই বোনকে হারিয়ে শুধুমাত্র বাংলাদেশের মানুষের উন্নত জীবন নিশ্চিত করার লক্ষ্যে জীবন বাজী রেখে কাজ করে যাচ্ছি।'

তিনি বলেন, 'যে লক্ষ্য নিয়ে আমার বাবা দেশ স্বাধীন করেছিলেন--দুখি মানুষের মুখে হাসি ফটানো, তাদের উন্নত জীবন দেওয়া জাতির পিতা শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল, তার সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যই কাজ করে যাচ্ছি''।

আজ বুধবার বিকেলে কক্সবাজার সৈকতের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের দলীয় জনসভায় প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

আওয়ামী লীগ সভাপতি বলেন, 'বাংলাদেশের মানুষের কাছে আমি চির কৃতজ্ঞ কারণ তারা বারবার আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন বলেই আমি দেশের জন্য কাজ করতে পারছি।'

'২০০৮, ২০১৪, ২০১৮ সালে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছেন এই জন্য আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ'।

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যত দূরেই থাকুন, আপনারা আমার অন্তরেই আছেন। দেশের উন্নয়ন চাইলে, জনগণের ভাগ্যের পরিবর্তন চাইলে নৌকায় ভোট দিন। আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই।’
এ সময় প্রধানমন্ত্রী উপস্থিত জনতার উদ্দেশে বলেন, ‘আপনারা নৌকায় ভোট দেবেন কি না, হাত তুলে দেখান।’ মুহূর্তে লাখো জনতা হাত তুলে সাড়া দেন।