নিজস্ব প্রতিবেদক । ০৯ জানুয়ারি ২০২৩
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, আকাশ থেকে বাংলাদেশে এখন আর কুঁড়েঘর দেখা যায় না। বাস্তবিক অর্থেই দেশ থেকে কুঁড়েঘর হারিয়ে গেছে। মেঠো পথও আর দেখা যায় না। মেঠো পথ এখন কবিতাতেই সীমাবদ্ধ। এটিই বদলে যাওয়া বাংলাদেশ।
আজ রোববার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে বাংলাদেশে সফরে আসা একদল ভারতীয় সাংবাদিকের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা দুই দেশের নাগরিক বটে, কিন্তু আমরা একই পাখির কলতান শুনি, একই নদীর অববাহিকায় বেড়ে উঠি। একই মেঘ আমাদের এখানে বর্ষণ করে। কাঁটাতারের বেড়া এই বন্ধনকে বিভক্ত করতে পারেনি।’
বিরোধী দল দেশের উন্নয়ন দেখে না মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘পুরো পৃথিবী আজ বাংলাদেশের প্রশংসা করে। কিন্তু এই দেশের বিরোধী দলের রাজনীতিকেরা দেখেও দেখেন না। তাঁরা উড়ালসড়ক পার হয়েও বলেন, কোনো উন্নয়ন হয়নি। পদ্মা সেতু দিয়ে ওপারে পার হয়ে সরকারের বিরুদ্ধে বক্তৃতায় বলেন কিছু হয়নি।’
সম্প্রতি বাংলাদেশ সফরে এসেছেন ভারতের ৩৪ জন জ্যেষ্ঠ সাংবাদিক। এর মধ্যে ২৫ জন পশ্চিমবঙ্গের কলকাতার, ৯ জন আসামের গুয়াহাটির। আজ রোববার তথ্যমন্ত্রী এসব ভারতীয় সাংবাদিককে নিয়ে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু টানেল ও ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতির স্থান পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব পরিদর্শন করেন। পরিদর্শন শেষে চট্টগ্রামে ফিরে প্রেসক্লাবে মতবিনিময় সভার আয়োজন করা হয়।