নিজস্ব প্রতিবেদক । ০৮ সেপ্টেম্বর ২০২২
গত বছরের ডিসেম্বরে ‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তির পরই বক্স অফিসে ঝড় তোলে। বলা যায়, মহামারির পর বক্স অফিসে ছবি চলবে কি না, প্রযোজকদের এই দুশ্চিন্তা এক ফুঁয়ে উড়িয়ে দেয় সুকুমারের এই ছবি। ২০২১ সালের সবচেয়ে ব্যবসাসফল ছবিটি শেষ পর্যন্ত বক্স অফিস থেকে ৩৬৫ কোটি রুপি আয় করে। কেবল ব্যবসায় নয়, ছবিতে আল্লু অর্জুনের অঙ্গভঙ্গি, গান হয়ে ওঠে পপ কালচারের জনপ্রিয় অনুষঙ্গ। প্রথম কিস্তির এমন সাফল্যের পর থেকেই ভক্তরা অপেক্ষায়—কবে আসবে ‘পুষ্পা: দ্য রুল’?
প্রযোজকেরা আগেই জানিয়ছিলেন, দ্বিতীয় কিস্তি হবে আরও বেশি বাজেটের; আয়োজন, অ্যাকশন—সবকিছুতেই প্রথমটিকে টেক্কা দেবে। অনুমিতভাবেই প্রথম কিস্তির ব্যাপক সাফল্যে দ্বিতীয়টির জন্য পারিশ্রমিক বাড়িয়েছেন আল্লু। সেটা এতটাই যে তিনি হতে যাচ্ছেন ভারতের তৃতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা।
আল্লুর পারিশ্রমিক নিয়ে ‘পুষ্পা’র প্রযোজকের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও জানা গেছে, ছবিটির জন্য ১২৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন আল্লু অর্জুন। নতুন ছবি ‘কিসি কা ভাই কিসি কা জান’-এর জন্য একই পারিশ্রমিক নিচ্ছেন। অক্ষয় কুমার ১১০ থেকে ১২০ কোটি নিয়ে থাকেন। আমির খান নেন ছবির লভ্যাংশ হিসেবে। ধারণা করা হয়, প্রতি ছবিতে তিনি দেড় শ কোটির রুপির মতো পারিশ্রমিক পান। শাহরুখ খানও নতুন ছবি থেকে ১২০ থেকে ১৩০ কোটি নিচ্ছেন।
কিছুদিন আগেই পূজার মাধ্যমে শুরু হয়েছে ‘পুষ্পা ২’-এর কার্যক্রম। ছবির বাজেট ৪৫০ কোটি রুপি। শিগগিরই শুটিং শুরু করবেন আল্লু অর্জুন। গত মঙ্গলবার নিজের প্রথম হিন্দি ছবি ‘গুডবাই’-এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে ছবির অভিনেত্রী রাশমিকা বলেন, ‘আল্লু স্যারের সঙ্গে আমি এখনো স্বপ্নের মধ্যে আছি। কয়েক দিনের মধ্যেই আমরা শুটিং শুরু করব।’
শোনা যাচ্ছে, রাশমিকার সঙ্গে ‘পুষ্পা ২’-এ যুক্ত হয়েছেন সাই পল্লবী। এ ছাড়া দ্বিতীয় কিস্তিতে আরও বড় ভূমিকায় দেখা যাবে মালয়ালম অভিনেতা ফাহাদ ফাসিলকে। ‘পুষ্পা ২’-এর কিছু দৃশ্যের শুটিং হবে পশ্চিমবঙ্গের বাঁকুড়ায়।