‘বিএনপিকে দুর্বল করতে নানা তৎপরতা’

নিজস্ব প্রতিবেদক । ০৮ নভেম্বর ২০২৩

‘বিএনপিকে দুর্বল করতে নানা তৎপরতা’

তৃণমূল বিএনপি নিয়ে নয়া দিগন্তের প্রধান শিরোনাম, ‘বিএনপিকে দুর্বল করতে নানা তৎপরতা’

প্রতিবেদনে বলা হচ্ছে, বিএনপির সাবেক দুই নেতার নেতৃত্বে নতুন একটি দল গঠনের মাধ্যমে আন্দোলনে থাকা বিএনপিকে দুর্বল করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ গত সোমবার দলের এক আলোচনা সভায় দু’টি তথ্য দিয়েছেন।

এক. বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে নতুন দল হচ্ছে। দুই. তৃণমূল বিএনপিতে যোগ দিতে অনেকেই লাইন ধরে আছে।

মন্ত্রীর এমন বক্তব্যের পর বুধবার বিএনপির সাবেক দুই নেতা শমসের মবিন চৌধুরী ও তৈমূর আলম খন্দকারের নেতৃত্বে গঠিত রাজনৈতিক দল ‘তৃণমূল বিএনপি’ জাতীয় প্রেস ক্লাবে একটি যোগদান অনুষ্ঠানের আয়োজন করেছে।

দলটি জানিয়েছে, নেতাকর্মী ও সাবেক সেনা কর্মকর্তাসহ অনেকে তাদের দলে আজ যোগ দেবেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গত ২৮শে অক্টোবর মহাসমাবেশের পর আন্দোলনে থাকা বিএনপিকে ‘দুর্বল’ করতে এ ধরনের তৎপরতা শুরু হতে পারে।

তারা এটিও বলছেন, কারাগারে আটক বিএনপির শীর্ষ নেতৃত্বকে বিদ্যমান ব্যবস্থায় নির্বাচনে অংশ নিতে আগামী দিনে নানা প্রস্তাবও দেয়া হতে পারে।

নির্বাচনে আওয়ামী লীগের তৎপরতা নিয়ে যুগান্তরের প্রধান শিরোনাম, ‘আওয়ামী লীগের সামনে এ মুহূর্তে দুই পথ’। প্রতিবেদনে বলা হচ্ছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের সামনে এখন দুটি পথ খোলা রয়েছে।

খবরে বলা হয়েছে, এর একটি হলো বিএনপিসহ সব রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচন করা। সব রাজনৈতিক দলকে নির্বাচনে আনতে দেশ-বিদেশের যেমন চাপ রয়েছে, তেমনি পর্দার আড়ালে চলছে বিভিন্ন মহলের তৎপরতাও।

দ্বিতীয় পথ হল, বিএনপি যদি না আসে, সেক্ষেত্রে সংবিধান মেনে যারা আসবে, তাদের নিয়েই নির্বাচনে যাওয়া। দলটি এ ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন করছে।

তবে সব দলকে নির্বাচনে আনতে আওয়ামী লীগের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ও নেতা সংবিধান মেনে শর্তহীন সংলাপের বিষয়ে ইতিবাচক অবস্থানের কথা জানিয়েছেন বলে যুগান্তরের খবরে বলা হয়েছে।

শেষ পর্যন্ত বিএনপি যদি না আসে সেটা মাথায় রেখে নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সেজন্য অধিক সংখ্যক রাজনৈতিক দলের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করতে কাজ করছে সরকারি দল।

একই সঙ্গে নির্বাচনের আবহ ধরে রাখা ও ভোটার উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের।

এ সময় বিএনপি হরতাল-অবরোধের মতো কর্মসূচি অব্যাহত রাখলে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়বে এবং দেশের অর্থনৈতিক সংকট ঘনীভূত হবে বলে শঙ্কা বিশ্লেষকদের।

অবরোধ কর্মসূচি জোরদার করতে বিএনপির প্রস্তুতি নিয়ে কালের কণ্ঠের প্রধান শিরোনাম, ‘সম্ভাব্য এমপি প্রার্থীদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ’।

প্রতিবেদনে বলা হচ্ছে, বিএনপির শীর্ষ নেতৃত্ব দলের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীদের যার যার নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন।

নীতিনির্ধারকরা মনে করছেন, অবরোধ কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে, সারা দেশ থেকে ঢাকাকে বিচ্ছিন্ন করে ফেলা। এ কাজটি সফলভাবে করতে হলে জেলা পর্যায়ের আন্দোলন আরো তীব্র করতে হবে।

অর্থাৎ জেলা পর্যায়ের সড়ক-মহাসড়কে যান চলাচল বন্ধ করতে হবে।

এখন এই বিষয়টির ওপর দলের শীর্ষ নেতৃত্ব নজর দিচ্ছেন বেশি।আবার অবরোধের বিকল্প হিসেবে হরতাল ছাড়া ভিন্ন কোনো কার্যকর কর্মসূচি প্রস্তাব করতেও বলা হয়েছে নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের।

এখন পর্যন্ত দলের বেশির ভাগ নেতা ও বিএনপির যুগপৎ আন্দোলনের শরিকরা সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা পর্যন্ত হরতাল-অবরোধ চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে।

এদিকে তৈরি পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, ‘Workers reject Tk 12,500, warn of tough demos’ অর্থাৎ ‘শ্রমিকদের বেতন ১২,৫০০ টাকার প্রস্তাব প্রত্যাখ্যান, কঠোর বিক্ষোভের হুঁশিয়ারি’।

প্রতিবেদনে বলা হচ্ছে, গার্মেন্টস শ্রমিকদের জন্য মজুরি বোর্ড সর্বনিম্ন বেতন নির্ধারণ করেছে ১২ হাজার পাঁচশ টাকা, যা শ্রমিকদের দাবির অর্ধেকের কিছু বেশি।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বেতন বৃদ্ধির ঘোষণা দেন।

কারখানা মালিকদের প্রস্তাবিত নতুন ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান করেছেন শ্রমিক ইউনিয়নের নেতারা।

বর্তমানে শ্রমিকরা ন্যূনতম মজুরি আট হাজার টাকা পেয়ে থাকেন। শ্রমিকরা এই বেতন বাড়াতে টানা ১২ দিন ধরে বিক্ষোভ করেছে।

চালের বাজার নিয়ে সমকালের প্রধান শিরোনাম, ‘চালের বাজারে উত্তাপ ক্রেতার বাড়ল চাপ’। প্রতিবেদনে বলা হচ্ছে, কয়েক মাস স্থির থাকার পর এবার দাম বাড়ার তালিকায় উঠে এসেছে প্রধান খাদ্যশস্য চাল।

এক সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে ৫০ কেজি বস্তায় দাম বেড়েছে ৩০০ টাকা পর্যন্ত। তাতে খুচরায় কেজিতে চার থেকে সাত টাকা পর্যন্ত বেড়ে গেছে। অন্য পণ্যের পর চালের দাম বাড়ায় বড় চাপে পড়েছেন ক্রেতারা।

এই প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি দাম বেড়েছে বিআর-২৮ চালের। খুচরা পর্যায়ে এ জাতের চালের কেজি বিক্রি হচ্ছে ৫৬ থেকে ৫৮ টাকা দরে। ৮ থেকে ১০ দিন আগে এ চালের দর ছিল ৫০ থেকে ৫২ টাকা। অর্থাৎ কেজিতে দাম বেড়েছে ৬ টাকা।

গত সপ্তাহে মোটা চাল অর্থাৎ স্বর্ণা ও চায়না ইরির কেজি ছিল ৪৮ থেকে ৫০ টাকা। এখন বিক্রি হচ্ছে ৫২ থেকে ৫৫ টাকা দরে। অর্থাৎ কেজিতে বেড়েছে চার থেকে পাঁচ টাকা।

মিনিকেট বা সরু চাল কেজিতে বেড়েছে ছয় থেকে ৭ টাকা, নাজিরশাইল চাল কেজিতে পাঁচ টাকার মতো বেড়েছে।

দাম বাড়ার পেছনে নানা যুক্তি দাঁড় করাচ্ছেন ব্যবসায়ীরা। খুচরা বিক্রেতারা বলছেন, মিল মালিক তথা বড় মজুতদাররা ভারতের চাল রপ্তানিতে শুল্ক আরোপের সুযোগ নিচ্ছেন। কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছেন তারা।

এ ছাড়া অবরোধের কারণে পরিবহন ভাড়া বেড়েছে। এর প্রভাব পড়েছে দামে। অন্যদিকে মিলাররা বলছেন, মাঠ পর্যায়ে মজুত ফুরিয়ে আসছে। সে জন্য বাজার কিছুটা বাড়তি। সপ্তাহ দুয়েক পর নতুন ধান উঠবে। তখন চালের বাজার স্বাভাবিক হবে তারা জানিয়েছেন।

তবে সরকার বলছে চালের দাম সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে।