নিজস্ব প্রতিবেদক । ০৯ ডিসেম্বর ২০২২
মরুর বুকে বিশ্বকাপের আয়োজন প্রথমবারের মতো। কাতারের মাটিতে বিশ্ব ফুটবলের এই মহাযজ্ঞ পাড়ি দিয়ে ফেলেছে অর্ধেকেরও বেশি পথ। আগামীকাল শুক্রবার (৯ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লড়াই। মরুর বুকে প্রথম বিশ্বকাপের সোনার ট্রফি কার হাতে উঠছে তা দেখতে আর মাত্র ৭ ম্যাচের অপেক্ষা।
নক-আউট শেষে কোয়ার্টারের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ডের মতো হট ফেভারিট দলগুলো। আবার তাদের সঙ্গী হয়ে চমক দেখানো মরক্কোও রয়েছে শেষ আটের লড়াইয়ে। ক্রিশিয়ানো রোনালদোর পর্তুগালও জায়গা করে নিয়েছে সেমিতে ওঠার লড়াইয়ে। গতবারের রানার্স-আপ ক্রোয়েশিয়া আর এক আসর বাদে বিশ্বকাপে ফেরা নেদারল্যান্ডও রয়েছে কোয়ার্টারের যুদ্ধে।
বাংলাদেশ সময় আগামীকাল রাত ৯টায় কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে হট ফেভারিট ব্রাজিল। একইদিনে দ্বিতীয় কোয়ার্টারে রাত ১টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা-নেদারল্যান্ড। পরেরদিন কোয়ার্টার ফাইনালের বাকী দুই ম্যাচে মুখোমুখি হবে পর্তুগাল-মরক্কো এবং ইংল্যান্ড-ফ্রান্স।