নিজস্ব প্রতিবেদক । ০৯ ডিসেম্বর ২০২২
বাংলাদেশের অন্যতম রাজনৈতিকদল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দিয়েছেন, ১০ই ডিসেম্বর সমাবেশ করার উদ্দেশ্যে তারা নয়াপল্টনে যাবেন।
বুধবার পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের ব্যাপক সংঘাতের পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং নয়াপল্টনের আশপাশের রাস্তা নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ।
এমন অবস্থায় বিএনপির মহাসচিব আজ বৃহস্পতিবার গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নয়াপল্টনে সমাবেশ করার ব্যাপারে তার অবস্থান পুনর্ব্যক্ত করেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “১০ তারিখে আমরা সেখানে যাবো, জনগণ কী করবে সেটা জনগণ জানে।”
এর আগে ডিএমপি ২৬টি শর্ত দিয়ে সোহরাওয়ার্দী ময়দানে বিএনপির সমাবেশের অনুমতি দেয়ার কথা জানায়। এটা বিএনপির সাথে সঙ্গতিপূর্ণ ছিল না উল্লেখ করে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে অসম্মতি জানায় বিএনপি।
সংবাদ সম্মেলনে মি. ইসলাম বলেন, সোহরাওয়ার্দী উদ্যান বিএনপির সমাবেশের উপযোগী নয়।
তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে অনেক স্থাপনা রয়েছে বিধায় সেখানে বিশাল সমাবেশ করার পর্যাপ্ত জায়গা নেই।
এছাড়া সোহরাওয়ার্দী উদ্যান চারপাশে দেয়াল দিয়ে ঘেরা বলে, বিশেষ পরিস্থিতি তৈরি হলে পদদলিত হয়ে অনেক মানুষের মৃত্যু হতে পারে বলে মনে করেন তিনি। যার কারণে সোহরাওয়ার্দীতে সমাবেশ করতে চান না তারা।
সংবাদ সম্মেলনে বিএনপির আরেক নেতা দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানও বলেন যে, নয়াপল্টনেই সমাবেশ করতে চান তারা।