মহাদেবপুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক । ১০ ফেব্রুয়ারি ২০২৩

মহাদেবপুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে একজনের মৃত্যু

কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে মদ্যপ অবস্থায় পুকুরে মাছ ধরতে গিয়ে প্রণয় সরকার (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সফাপুর ইউনিয়নের তাতারপুর সরকারপাড়া গ্রামের মৃত ক্ষিতিশ চন্দ্র সরকারের ছেলে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।

নিহতের স্ত্রী বন্দনা রাণী সরকার জানান, তার স্বামী বুধবার দিবাগত রাতে খাবার পর বাড়ির পাশের পুকুরে মাছ ধরার জন্য জাল নিয়ে বেরিয়ে আর ফিরে আসেননি। সকালে পুকুর পাড়ে জাল পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুকুরের পানিতে নেমে তার খোঁজ করতে থাকেন। সকাল সাড়ে ৭টায় তার মরদেহ পাওয়া যায়।

স্থানীয়রা জানান, নিহত প্রণয় প্রায়ই নেশাদ্রব্য গ্রহন করতেন। মদ্যপ অবস্থায় মাছ মারতে গিয়ে পুকুরের পানিতে পড়ে ডুবে যান বলে তাদের ধারণা। গতবছর এই দিনে তার ছেলে পিনাকি সরকার (৩২) সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছিল। ছেলের মৃত্যুবার্ষিকীর দিনেই পিতার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে এব্যাপারে কেউ কোন অভিযোগ দায়ের করেননি।