নিজস্ব প্রতিবেদক । ০৯ এপ্রিল ২০২৩
বগুড়ার কাহালু উপজেলা প্রশাসন এবং জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে দুটি লাচ্ছা সেমাই তৈরি কারখানাকে মোট ৮০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
(৯ এপ্রিল) রবিবার দুপুর ১২ টায় সেমাই কারখানা গুলোতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এসময় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই প্রস্তুত, একই তৈল বারবার ব্যাবহার, খাবার সংরক্ষণে খবরের কাগজের ব্যবহার, মেঝেতে নোংরা পরিবেশে সেমাই প্রক্রিয়াকরণের অপরাধে কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা আফরোজ শেখাহার নাঈম-রিমন লাচ্চা সেমাই কারখানাকে ৩০,০০০ টাকা এবং একই অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী কাজীরপাড়ায় ভাই ভাই লাচ্ছা সেমাই কারখানা কে ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, 'জনস্বার্থে এবং ভোক্তার অধিকার রক্ষার্থে এমন অভিযান অব্যাহত থাকবে। অভিযানে জেলা পুলিশের একটি চৌকশ দল সহযোগীতা করেন।