নিজস্ব প্রতিবেদক । ১০ নভেম্বর ২০২২
গুরুদাসপুর(নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলা থেকে স্ত্রী হত্যা মামলায় পলাতক আসামি এক ব্যক্তিকে তিন বছর পর গ্রেপ্তার করা হেয়ছে।
গতকাল মঙ্গলবার রাত ৮ টার দিকে উপজেলার খামার পাথুরিয়া এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন জানান।
গ্রেপ্তার মো. বেলাল হোসেন (৩৫) নাটোরের বড়াইগ্রাম উপজেলার নওদা জোয়ারি এলাকার বাসিন্দা।
মামলার বরাত দিয়ে র্যাব বলেন, বেলাল বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত ছিলেন। এ নিয়ে দ্বন্দ্বের জেরে ২০১৯ সালের ৩১ মার্চ ভোরে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা করেন। পরিবারের সদস্যরা এসে, মৃতদেহের জিহ্বা বের হওয়া অবস্থায় দেখতে পান। এ সময় বেলাল দ্রুত স্ত্রীকে দাফন করে ফেলেন। পরে তিনি পালিয়ে যান। তাদের দুই কন্যাসন্তান রয়েছে।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে বড়াইগ্রাম থানায় হত্যা মামলা করেন। মামলাটি পিবিআই তদন্ত করছে। আসামিকে পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, “সংসারের সচ্চলতা ফেরাতে স্ত্রী একটি বেসরকারি সংস্থা থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে বেলালকে মাছের ব্যবসা করতে দিয়েছিলেন। পরে আসামীকে বড়াইগ্রাম পুলিশের কাছে হস্তান্ত করা হয়েছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক বলেন, গ্রেপ্তার কৃত আসামীকে আদালতে মাধ্যমে নাটোর জেল হাজতে প্রেরন করা হয়েছে।