বশেমুরবিপ্রবির শিক্ষকদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক । ১০ নভেম্বর ২০২২

বশেমুরবিপ্রবির শিক্ষকদের কর্মবিরতি

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শিক্ষক সমিতি ও সাধারণ শিক্ষকবৃন্দ।

মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল ১১ ঘটিকায় বিশ্ববিদ্যালয় ক্লাবে অনুষ্ঠিত শিক্ষক সমিতির জরুরী সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেন তারা। শিক্ষক সমিতির সভাপতি ড. মো. কামরুজ্জামান ও সাধারণ ড. মো. আবু সালেহ বিষয়টি নিশ্চিত করেছেন।

এসময় তারা রিজেন্ট বোর্ডে অভিন্ন নীতিমালা নির্দেশিকা পাসের বিষয়ে বলেন, শিক্ষক সমিতি ও শিক্ষকবৃন্দের অভিন্ন নীতিমালা নির্দেশিকাটি হুবহু গ্রহণ করার ব্যাপারে তীব্র আপত্তি থাকা সত্ত্বেও শিক্ষকদের সাধারণ সভার পরামর্শ মোতাবেক একাডেমিক কাউন্সিল কর্তৃক গঠিত অভিন্ন নীতিমালা পর্যালোচনা কমিটির কোনো সুপারিশ গ্রহণ না করে রিজেন্ট বোর্ডে ইউজিসি কর্তৃক প্রেরিত অভিন্ন নীতিমালা নির্দেশিকাটি হুবহু অনুমোদন করা হয়েছে। ইউজিসি কর্তৃক প্রেরিত অভিন্ন নীতিমালায় শিক্ষকদের নিয়োগ ও পদোন্নতির বিভিন্ন শর্তের অস্পষ্টতা ও অসামঞ্জস্যতা বিদ্যমান থাকায় এবং অভিন্ন নীতিমালা পর্যালোচনা কমিটির কোনো সুপারিশ গ্রহণ না করায় বশেমুরবিপ্রবির শিক্ষকবৃন্দ জরুরী সাধারন সভায় নীতিমালাটি প্রত্যাখ্যান করে। উক্ত বিষয়ে দৃশ্যমান সমাধান না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার সর্বসম্মতিক্রমে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া শিক্ষক সমিতির নেতৃবৃন্দ শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে উপাচার্যের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করা এবং বিশ্ববিদ্যালয়ের ৫৫ একরের স্বল্প আয়তনে আইসিটি পার্ক স্থাপনে তীব্র আপত্তি জানান। এসময় তারা নতুন করে জমি অধিগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের আয়তন বৃদ্ধি করে উক্ত স্থানে আইসিটি পার্ক স্থাপন করার দাবি জানান।

উল্লেখ, এর আগে গত জুন মাস থেকে অভিন্ন নীতিমালা হুবহু গ্রহণ করার ব্যাপারে তীব্র আপত্তি জানিয়ে কর্মবিরতিতে গিয়েছিল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকবৃন্দ। এদিকে গত আগস্ট মাসে শিক্ষক ও শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদের মুখে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আইসিটি (হাইটেক) পার্কের কাজ বন্ধ ঘোষণা করা হলেও পরবর্তীতে রিজেন্ট বোর্ডে তা পাশ করা হয়