মহাদেবপুরে ভেকু দিয়ে মাটি খনন বন্ধ করলেন ইউএনও

নিজস্ব প্রতিবেদক । ১০ নভেম্বর ২০২২

মহাদেবপুরে ভেকু দিয়ে মাটি খনন বন্ধ করলেন ইউএনও

কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে অবৈধ খনন যন্ত্র ভেকু মেশিন দিয়ে পাকা সড়ক সংলগ্ন স্থান থেকে মাটি কাটা বন্ধ করলেন উপজেলা নির্বাহী অফিসার। অবৈধ মাটি কাটা বন্ধ করায় এলাকার মানুষ তাঁকে সাধুবাদ জানিয়েছেন।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার (৮ নভেম্বর) দিবাগত রাত ৮টায় উপজেলা সদরের চকগোবিন্দ গ্রামের প্রবেশমুখে গিয়ে দেখা যায়, সেখানে ভেকু মেশিন দিয়ে পাকা সড়ক সংলগ্ন ভিটে মাটি কেটে পুকুর খনন করা হচ্ছে। ইতিমধ্যেই প্রায় পাঁচ ফুট গর্ত করে মাটি কাটা হয়েছে। অসংখ্য ট্রাক্টর দিয়ে সে মাটি অন্যত্র পরিবহণ করা হচ্ছে। তারা ওই সড়কের মাটিও কেটে ফেলেছেন।

সেখানে কাজ করা শ্রমিকরা জানান, সদর ইউপির সাবেক মেম্বার উফসের আলী ওই মাটি অন্যত্র বিক্রি করেছেন। জানতে চাইলে সাবেক মেম্বার উফসের আলী জানান, কয়েক বছর আগে তিনি ওই মাটি অন্যত্র থেকে কিনে এনে এখানে ফেলেছেন। এখন তা সরিয়ে নিচ্ছেন।

বিষয়টি মোবাইলফোনে সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিলকে জানালে তিনি জানান যে, ওই রাস্তা ইউনিয়ন পরিষদের নয়, এলজিইডির। তিনি এলজিইডির ইঞ্জিনিয়ারকে জানানোর পরামর্শ দেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মহাদেবপুর উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদের মোবাইলফোন নম্বর বন্ধ পাওয়া যায়। রাতেই বিষয়টি মোবাইলফোনে উপজেলা নির্বাহী অফিসার আবু হোসেনকে জানালে তিনি ব্যবস্থা নিচ্ছেন বলে জানান।

পরে জানা যায়, তাঁর নির্দেশে সদর ইউপি চেয়ারম্যান চৌকিদার পাঠিয়ে মাটি কাটার কাজটি বন্ধ করেন।