বগুড়ার সোনাতলায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক । ১০ ডিসেম্বর ২০২২

বগুড়ার সোনাতলায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি (বগুড়া): বগুড়ার সোনাতলায় অনাড়ম্বর পরিবেশের মধ্যদিয়ে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা  অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে সোনাতলা উপজেলার উত্তর বয়রায় (ইলশামারীতে) রফিকুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে যুবসংঘের উদ্যোগে সোনাকানিয়া যুবসংঘ বনাম নওয়ানা যুবসংঘের মধ্যে শর্টপিস ক্রিকেট টুর্নামেন্টের  ফাইনাল খেলা হয়েছে।

টানটান উত্তেজনা আর উপচেপড়া দর্শকের প্রতিধ্বনিতে মূখর এ খেলায় নাওয়ানা যুবসংঘ ৫ উইকেটে জয়লাভ করে।

খেলা শেষে বিজয়ীদলের মধ্য পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি মানবিক বাংলাদেশ সোসাইটি সোনাতলা উপজেলা শাখার সভাপতি মোকাররম ফাউন্ডেশন'র চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী, সাদা মনের মানুষ জাহিদুল ইসলাম (জাহিদ)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরুজ্জামান কমেল সানোয়ার হোসেন ভুট্টা, সৌরভ হোসেন, সোহান মাহমুদ, আবদুল্লাহ আল (জিম), সৌজন্যে আদিল, সৌরভ, প্লাবন, লাবন, মোহন, সুফল, তাইফুল প্রমুখ।
প্রধান অতিথি এসময় বলেন, যুব সমাজকে এগিয়ে নিতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, এবং অনৈতিক কর্মকান্ড থেকে খেলাধুলায় পারে বিরত রাখতে যুব সমাজকে।

তিনি এসময়, আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে যুবসমাজের পাশে দাঁড়াতে হবে। জাহিদ তাঁর সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।