নওগাঁয় বিস্ফোরক মামলায় বিএনপি ও জামাতের ৪১ নেতাকর্মী জেলে

নিজস্ব প্রতিবেদক । ১১ জানুয়ারি ২০২৩

নওগাঁয় বিস্ফোরক মামলায় বিএনপি ও জামাতের ৪১ নেতাকর্মী জেলে

কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ :
নওগাঁয় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপি ও জামাতের আরও ১৩ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। এনিয়ে গত এক সপ্তাহে মোট ৩২ নেতাকর্মীকে জেলে পাঠানো হলো। এরা সবাই হাইকোর্ট থেকে আগাম জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিয়ে জামিনের আবেদন জানালে শুনানী শেষে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। আসামী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, সরদার সালাউদ্দিন মিন্টু ও বিশ^জিৎ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া গত ২১ নভেম্বর সন্ধ্যায় মহাদেবপুরে ককটেল বিস্ফোরণের মামলায় এক স্বেচ্ছসেবক দলের নেতাকে ও ২২ নভেম্বর বদলগাছীতে ককটেল বিস্ফোরণের মামলায় বিএনপির আট নেতাকর্মীকে থানা পুলিশ আটক করে জেল হাজতে পাঠায়।

মঙ্গলবার জেলে পাঠানো নেতাকর্মীরা হলেন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জেড এইচ খান মানিক ও দেওয়ান মোস্তাকিন আহম্মেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শহিদুল ইসলাম পবলু, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শাহজাহান বাদশা, নওগাঁ জেলা জামাতের রোকন আব্দুল আজিজ, সদস্য দুলাল হোসেন, মান্দা উপজেলা বিএনপির সদস্য মামুনুর রশিদ, গনেশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বকুল চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সামসুল ইসলাম, গনেশপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মিঠুন হোসেন, বিএনপি সমর্থিত মেহেদী হাসান মিঠুন, নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি হেলাল উদ্দিন কাজী ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আইনুল হোসেন।

আগের দিন সোমবার কারাগারে পাঠানো হয় মহাদেবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, উপজেলা যুবদলের সদস্য চঞ্চল রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ, মান্দা উপজেলা বিএনপির সদস্য আব্দুস সালাম, রাজু আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল, কুসুম্বা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বদরুজ্জামানসহ আটজনকে।
তার আগের দিন রোববার কারাগারে পাঠানো হয়, মহাদেবপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম ও সদস্য সবুজকে।

এছাড়া গত ৪ জানুয়ারি কারাগারে পাঠানো হয় কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল, সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী, দম্পর সম্পাদক শাহিন হোসেন, কোলা ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর ফারুক, বালুভরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিদ্যুৎ হোসেন, মিঠাপুর ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মথুরাপুর ইউনিয়ন যুবদলের সহ-ভাপতি রুস্তম আলী ও উপজেলা কৃষক দলের সভাপতি দুলাল মোহরীসহ নয়জনকে।

এছাড়া গত ২১ নভেম্বর মহাদেবপুর থানা পুলিশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা এরশাদ আলীকে ও ২২ নভেম্বর বদলগাছী থানা পুলিশ মামুনুর রশিদ বাবু, বাবুল হোসেন মন্ডল, শিহাবুল ইসলাম সহিদুল ইসলাম, আবদুর রাজ্জাক, আবুল কালাম আজাদ, রবিউল হাসান ও আবু রায়হানসহ আট বিএনপি নেতাকর্মীকে আটক করে জেল হাজাতে পাঠায়।
মামলা সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট থানায় দায়ের করা পৃথক ককটেল বিস্ফোরণ মামলায় তারা এজাহারভূক্ত আসামী। গত ২১ নভেম্বর সন্ধ্যায় মহাদেবপুরে, ২২ নভেম্বর বদলগাছীতে ও নওগাঁ শহরের কেডির মোড়ে, ২৫ নভেম্বর রাতে মান্দায় ও নিয়ামতপুরে ককটেল বিস্ফোরণ ঘটে। এসব ঘটনায় সহস্রাধিক বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।