স্কুল বন্ধ রেখে বিয়ের অনুষ্ঠান করা ন্যাক্কারজনক : টিআইবি

নিজস্ব প্রতিবেদক । ১১ জানুয়ারি ২০২৩

স্কুল বন্ধ রেখে বিয়ের অনুষ্ঠান করা ন্যাক্কারজনক : টিআইবি

কুড়িগ্রামের তিন উপজেলার ২৬৫টি বিদ্যালয় ছুটি দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের ছেলের বউভাতে শিক্ষকদের
যোগদানের ঘটনাকে ন্যক্কারজনক বলেছে
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ
(টিআইবি)।

বৌভাতের অনুষ্ঠানে জনপ্রতি ৫০০
টাকা চাঁদা তুলে সোনার আংটি, রেফ্রিজারেটর ও
ওয়াশিং মেশিন উপহার দেওয়া হয়েছে বলে জানা
গেছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে
প্রতিমন্ত্রীসহ জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক
জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে
দুর্নীতিবিরোধী সংস্থাটি।

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে
এই উদ্বেগ ও দাবি জানিয়েছে টিআইবি। গণমাধ্যমে
প্রকাশিত সংবাদের বরাত দিয়ে টিআইবি বলছে,
গত রোববার কুড়িগ্রামের চিলমারী, রৌমারী ও চর
রাজীবপুর উপজেলার সব বিদ্যালয় ছুটি দিয়ে
শিক্ষকেরা প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর ছেলের
বউভাতে অংশ নেন।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এ
বিষয়কে প্রতিমন্ত্রী, সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা ও
শিক্ষকদের শিক্ষাব্যবস্থা, শিক্ষকতা পেশা ও
শিক্ষার্থীর প্রতি নৈতিক দায়বদ্ধতার অরুচিকর
লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন। ইফতেখারুজ্জামান
বলেন, ‘দেশের শিক্ষাব্যবস্থার দীর্ঘ প্রক্রিয়ায়
বিকশিত দলীয়করণ ও ক্ষমতার অপব্যবহারের
হাতে জিম্মি অবস্থার চরম উদ্বেগজনক দৃষ্টান্ত
কুড়িগ্রামের এই ঘটনা। প্রতিমন্ত্রী, সংশ্লিষ্ট শিক্ষা
কর্মকর্তা ও শিক্ষকদের কেউ এর দায় এড়াতে
পারেন না।'