নিজস্ব প্রতিবেদক । ১০ মে ২০২৩
দক্ষিণ বঙ্গোসাগরে অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ১০ মে রাতের মধ্যে এটি ঘুর্ণঝড়ে রূপ নেয়া সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের জেষ্ঠ আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান, গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর প্রথমে উত্তর-পশ্চিম দিকে, এরপর উত্তর-পূর্ব দিকে এগিয়ে মিয়ানমার উপকূলে পৌঁছতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে মোখা (Mocha)।
ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানকারী গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৫০ কিলোমিটার, যা ঝড়ো হাওয়া আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগরের এ অংশ উত্তাল হয়ে পড়ছে।
তবে বাংলাদেশ উপকূল এবং সবগুলো সমুদ্রবন্দর থেকে প্রায় ১৫০০ কিলোমিটার দূরে রয়েছে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি, একারণে দেশের সমুদ্রবন্দরগুলোকে আপাতত ১ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। সাগরে অবস্থানকারী মাছ ধরা নৌকা-ট্রলারকে গভীর সমুদ্রে না গিয়ে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।
এর আগে, মঙ্গলবার (৮ মে) দিনগত রাতে আন্দামান সাগর সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানকারী লঘুচাপটি আরও তীব্র হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়। সাগরে এমন বিরূপ আবহাওয়ার প্রভাবে দেশের আকাশ হয়ে পড়েছে মেঘ শূণ্য। ফলে সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে গিয়ে সারাদেশে বয়ে যাচ্ছে তাপ প্রবাহ।
গেল ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৪১.২ ডিগ্রী সেলসিয়াস।