চুরি হয়ে গেল গবেষণার ৩৮ মোরগ

নিজস্ব প্রতিবেদক । ১০ জুলাই ২০২৩

চুরি হয়ে গেল গবেষণার ৩৮ মোরগ

সাভারে প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) থেকে গবেষণার জন্য রাখা ৩৮ মোরগ চুরি হয়ে গেছে।

ঈদের আগের রাতে (২৮ জুন) ৫ নম্বর পিওরলাইন মেল শেড থেকে মোরগগুলো চুরি হয়। ঈদের ছুটির পর প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বিষয়টি জানতে পারলেও চুরির কথা এতদিন গোপন রেখেছিলেন।

সোমবার (১০ জুলাই) সকালে প্রতিষ্ঠানটির পোল্ট্রি গবেষণা শাখায় গিয়ে এসব তথ্য পাওয়া গেছে। আর মোরগগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন মনিরুল ইসলাম নামের কর্মচারী।

ওই কর্মচারী বলেন, শেডে ৩০০ মোরগ ছিল। ঈদের আগের রাতে শেড থেকে আরআরআই ও হোয়াইট লেগ হর্ন জাতের ৩৮ মোরগ চুরি হয়। আমরা সকাল থেকে বিকেল পর্যন্ত দায়িত্ব পালন করি। রাতে নিরাপত্তা কর্মীদের দায়িত্ব থাকে।

জানতে চাইলে, পোল্ট্রি উৎপাদন ও গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কামরুন নাহার মনিরা বলেন, এটা যদিও আমার গবেষণা তবে যে বিষয়টি জানতে চাইছেন সেটা প্রশাসনিক বিষয়। এ ব্যাপারে কথা বলা ঠিক হবে না।

এ বিষয়ে বিএলআরআই এর মহাপরিচালক ড. এস এম জাহাঙ্গীর হোসেনের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।