এআই নিয়ে কোর্স চালু হচ্ছে ভারতের বিশ্ববিদ্যালয়ে!

নিজস্ব প্রতিবেদক । ১০ আগস্ট ২০২৩

এআই নিয়ে কোর্স চালু হচ্ছে ভারতের বিশ্ববিদ্যালয়ে!

ভারতের উত্তর প্রদেশের বুন্দেলখণ্ড বিশ্ববিদ্যালয়ে শিগগিরই চালু হতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিষয়ে একটি কোর্স। বর্তমান সময়ের সবচেয়ে আধুনিক এ কোর্স চালু করতে বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিষদ এরইমধ্যে অনুমতি দিয়েছে। ইঞ্জিনিয়ারিং বিভাগে এই কোর্স চালু করা হবে বলে জানা গেছে।

প্রাথমিকভাবে ৩০ জন শিক্ষার্থী নিয়ে এই কোর্সটি শুরু করা হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা আজকের পরিবর্তনশীল সময়ের দাবি; এ বিষয়টি মাথায় রেখেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই কোর্সটি চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

এই কোর্সে শিক্ষার্থীরা এআই ডিজাইন, ক্লাউড কম্পিউটিং, প্রোগ্রামিং, এআই সিস্টেমের মতো অনেক বিষয় পড়তে এবং শিখতে পারবেন। এসব বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে সাহায্য করে। বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের আসন কমিয়ে বিশ্ববিদ্যালয়ে এই কোর্স চালু করা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুকেশ পান্ডে জানিয়েছেন, এই কোর্সের কার্যক্রমের জন্য অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (এআইসিটিই) থেকে স্বীকৃতি নেওয়া হবে। এরপর পরবর্তী সেশনে এই কোর্স চালু করা হবে।

প্রথম বছরে অল্প সংখ্যক শিক্ষার্থী নিয়েই এই কোর্সটি চালু করা হবে। পরে শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সূত্র : নিউজ১৮ বাংলা