নিজস্ব প্রতিবেদক । ১০ অক্টোবর ২০২২
বাংলাদেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট হতে বাস্তবসম্মত শিক্ষা গ্রহনের লক্ষে পিপলএনটেক লিমিটেডে শিক্ষার্থীরা তাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের যাত্রা শুরু করেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক আইটি ইন্সটিটিউট ‘পিপলএনটেক’ রাজধানী ঢাকার গ্রীণরোডে (গুডলাক সেন্টার, ১৫১/৭ গ্রীণরোড) সম্প্রসারণ করেছে সকল কার্যক্রম।
এই ধারাবাহিকতায় পিপলএনটেকে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ৩ মাস মেয়াদী ‘স্কিল ডেভেলপমেন্ট’র কর্মসূচি তথা ‘ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে’র উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়।
সোমবার (১০ই অক্টোবর) রাজধানীর গ্রীনরোড পান্থপথে পিপলএনটেক লিমিটেডের কার্যালয়ে সকাল থেকে সারাদেশের ৬৪টি জেলার বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের পর্যায়ক্রমে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্টের বিভিন্ন কোর্সের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়।
পিপলএনটেকে আগত সকল শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন পিপলএনটেক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসাইন খান লিওন।
এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন," পিপলএনটেক এমন একটি আইটি প্রতিষ্ঠান যারা শুধু কোর্স করানোর মধ্যেই সীমাবদ্ধ নয়, কোর্স শেষে তাদের চাকরি নিয়ে চিন্তা করতে হয় না।
প্রশিক্ষণার্থী শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাইস প্রেসিডেন্ট বলেন, আপনারা কোর্স শেষ করে নিজেকে অভিজ্ঞ হিসেবে গড়ে তুলুন, অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের চাকরির ব্যবস্থা আমরাই করে দিবো।
এসময় উপস্থিত ছিলেন নেটওয়ার্কিং এন্ড সার্ভার শাখার হেড অফ ফ্যাকল্টি কাজী মাহমুদুল হক, পিপলএনটেক লিমিটেডের ব্যাবস্থাপক, এইচআর-এডমিন তৌহিদুর রহমান, সহকারি ব্যবস্থাপক অপারেশন শেখ আহমেদ, বিজনেস ডেভেলপমেন্ট ডেপুটি ম্যানেজার রনি সাহা, ওয়েব ডেপলপার হাফিজুর রহমান, বিজনেস ডেভেলপমেন্ট সহকারী ব্যবস্থাপক নজরুল ইসলাম, সহ অনেকে।