নির্বাচনী ইশতেহারে তামাক নিয়ন্ত্রণ বিষয়ক দাবি অন্তর্ভুক্ত চায় নারী মৈত্রী

নিজস্ব প্রতিবেদক । ১০ ডিসেম্বর ২০২৩

নির্বাচনী ইশতেহারে তামাক নিয়ন্ত্রণ বিষয়ক দাবি অন্তর্ভুক্ত চায় নারী মৈত্রী

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী ইশতেহারে তামাক নিয়ন্ত্রণ বিষয়ক দাবি অন্তর্ভুক্তের জন্য প্রস্তাব জানিয়েছেন বেসরকারি সামাজিক সংগঠন নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আক্তার।

বৃহস্পতিবার সকাল ০৯ টায় নারী মৈত্রীর নিবাহী পরিচালক শাহীন আকতার ডলির প্রতিনিধিত্বে নারী মৈত্রীর একটি টীম ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ অর্জনের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপ-কমিটির আহ্বায়ক জনাব ড. আব্দুর রাজ্জাক, এমপি এর নিকট তামাক নিয়ন্ত্রণ বিষয়ক প্রস্তাবসমূহ বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্তকরনের জন্য হস্তান্তর করেন।

প্রস্তাবসমূহ গুলো হলো:

তামাক ব্যবহার নিরুৎসাহিতকরণে এফসিটিসির আলোকে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণ, স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ এর অর্থ দিয়ে তহবিল গঠন করে দেশব্যাপ জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি গ্রহণ,

তামাকজাত পণ্যের ক্রয় ক্ষমতা হ্রাসে তামাকের উপর বর্তমান শুল্ক-কাঠামো সহজ করে একটি শক্তিশালী তামাক-শুল্ক নীতি প্রণয়ন, তামাকের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশেষ কার্যক্রম পরিচালনা।।

ড. আব্দুর রাজ্জাক এমপি প্রস্তাবিত বিষয়গুলো বিবেচনায় নিবেন বলে জানান এবং আগামীতেও এ ধরণের কাজে সহযোগিতা প্রদানের আশাবাদ ব্যক্ত করেন।