নিজস্ব প্রতিবেদক । ১০ ডিসেম্বর ২০২৩
বিএনপির গতানুগতিক কর্মসূচি তাদের ব্যর্থ আন্দোলনের ফলশ্রুতি, দলটির মুখে মানবাধিকারের বুলি শোভা পায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার (১০ ডিসেম্বর) বিকেলে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত বিফ্রিংয়ে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, আজ মানবাধিকার লুণ্ঠিত হচ্ছে যাদের হাতে তারাই মানবাধিকার নিয়ে বেশি সোচ্চার ।
তবে আন্তর্জাতিকভাবে আমরা দেখলাম যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডায় ১৩টি দেশের ৯০ জনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এরমধ্যে বাংলাদেশ নেই।
তিনি বলেন, যারা গাজার সিজ ফায়ারের বিরুদ্ধে ভোট দেয় তাদের কাছে চেয়ে বিচার চেয়ে কি লাভ বলে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বিএনপির করা মানবাধিকার লঙ্ঘনে পশ্চিমাদের কাছে বিচার চাইবেন কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, যারা গাজার সিজ ফায়ারের বিরুদ্ধে ভোট দেয় তাদের কাছে চেয়ে বিচার চেয়ে কি লাভ? আমাদের একাত্তরকেও তো হার মানিয়েছে। এখন এদের কাছে বিচার চেয়ে কি লাভ আমাদের বলুন?
১৪ দল ও জাতীয় পার্টির সাথে সমঝোতা বিষয়ে ওবায়দুল কাদের বলেন, সময়তো আছে, ১৭ তারিখ পর্যন্ত সময় আছে। সময় যখন আছে অস্থীর হবার তো দরকার নেই। প্রার্থীরা তো প্রস্তুত হয়েই মনোনয়ন পত্র জমা দিয়েছে। প্রত্যাহারের একটা সময় আছে না? সে সময় পর্যন্ত এডজাস্টমেন্ট, একুমুডেশন যদি প্রয়োজন হয় আমরা সময় মতো করবো। এনিয়ে আপনাদের দুশ্চিন্তা করার দরকার নেই।
এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।